নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

নেপালে বিধ্বস্ত বিমানের সকল মৃতদের রুহের মাগফিরাত কামনা করছি

১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৭


সদ্য বিবাহিত মেয়েটির মেহেদী রাঙা হাত পুড়ে কয়লা।

মৃত্যু জিনিষটা কি এক ভয়াবহ আর রহস্যের ধুম্রজালে ঢাকা!! এক মুহূর্তের মধ্যে সব কিছু নিঃশেষ করে দেয়। চির নিদ্রা কিংবা চির ঘুম! কি বলা যেতে পারে মৃত্যুকে!?
মৃত্যু মানুষের চিন্তা চেতনা ধারন ক্ষমতার উর্ধে।
প্রতিটি মৃত্যুই ভয়ঙ্কর। প্রতিটি মৃত্যুই অপার এক সীমা অতিক্রম।
হঠাৎ সব কিছু স্তব্ধ করে দেয়া। সব কর্মের অবসান। সব সম্পর্কের অবসান। সব চাওয়া পাওয়া হিসেব নিকেশ এর অবসান।
মৃত্যু চির বিদায়ের এমনি এক দেয়াল, যে দেয়াল সকল ধারনাকে সকল চাওয়াকে চিরতরে শেষ করে। না, আর কিছু বলা যাবে না। চাইলেও কিছু করা যাবেনা। ফিরিয়ে আনা যাবেনা মুহূর্ত আগে গত হওয়া জীবিতকালীন প্রহর।

মৃত্যু ভাষাহীন, শব্দহীন, নিঃশ্বাসহীন চির স্তব্ধ কিছু যা কখন কোথায় কীভাবে কার জন্য ওঁৎ পেতে আছে কেউই বলতে পারেনা। অথবা এটি অনন্ত পরাজয় , পৃথিবীতে আর ফিরে আসতে না পারার পরাজয়, একাকী হয়ে যাওয়ার পরাজয়, প্রিয়জনদের ছেড়ে যাওয়ার পরাজয়, সকল কর্মের পরাজয়।

বাসায় না জানিয়ে নেপালে যাওয়ার উদ্দেশে যাওয়া ছেলেটি, পাঁচদিনের জন্য দেশ ছেড়ে যাচ্ছি বলে ফিরে আসার প্রতিশ্রুতি দেয়া পিয়াস , অথবা হানিমুন করতে যাওয়া আঁখি কিংবা হাসান কিংবা ম্যারেজ এনিভারসারি করতে যাওয়া কাপলরা যদি জানতো তারা তাদের শেষ পরিনতির দিকে এগিয়ে যাচ্ছে! তারা নিশ্চয়ই কেউ সেই বিমানে চড়ে বসতো না। বিমানের এই প্রশান্তি নিয়ে চেয়ে থাকা পাইলট নিশ্চয়ই বিমান নিয়ে আকাশে উড়তো না।

নেপালে বিধ্বস্ত বিমানের সকল মৃতদের রুহের মাগফিরাত কামনা করছি। স্বজন হারা পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিক বিধাতার কাছে এই প্রার্থনা।।


ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজটির পাইলট নিহত আবেদ সুলতান




মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: এ কবে কার সংবাদ।

১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৩

সামিয়া বলেছেন: টিভি পত্রিকা না হয় বাদই দিলাম, ব্লগের পাতায় চোখ বুলালে ও তো জানবার কথা কবের ঘটনা!

২| ১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩১

আরজু পনি বলেছেন: খুবই দুঃখজনক!
নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি।

১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৪

সামিয়া বলেছেন: হ্যাঁ আপু এক সাথে এত মৃত্যু সত্যিই অনেক কষ্টের।।

ধন্যবাদ , অনেক অনেক ভালো থাকুন।

৩| ১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সকল নিহতদের আত্মার মাগফেরাত
এবং আহদের দ্রুত আরোগ্য কামনা করছি।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৫

সামিয়া বলেছেন: আল্লাহ আপনার প্রার্থনা কবুল করুক।
ধন্যবাদ।

৪| ১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: নেপালে মর্মান্তিক দূর্ঘটনায় আমি মর্মাহত

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৬

সামিয়া বলেছেন: হুম একসাথে এতজন হারিয়ে গেলো। :(

৫| ১৩ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে ! আমার এলাকার এক ছোট ভাইও নিহত।
নেপালে বিধ্বস্ত বিমানের সকল মৃতদের রুহের মাগফিরাত কামনা করছি।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৮

সামিয়া বলেছেন: আহারে সেই ছেলের পরিবারের লোকজনের কি অবস্থা!! আল্লাহ তাদের শোক সইবার শক্তি দিক। আমিন।

৬| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪১

আবু আফিয়া বলেছেন: মহান আল্লাহর কাছে এই কামনা থাকবে এমন ঘটনা থেকে যেন আমাদের সবাইকে নিরাপদ রাখেন। মৃতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য দান করুন।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৮

সামিয়া বলেছেন: আল্লাহ আপনার প্রার্থনা কবুল করুক।
আমিন।

৭| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৭

খায়রুল আহসান বলেছেন: সকল নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। সকল আহতদের আশু রোগমুক্তি।
আল্লাহ রাব্বুল 'আ-লামীন আমাদের সকলের সহায় হোন!
মৃত্যু নিয়ে আপনার অভিব্যক্ত ভাবনাগুলো স্পর্শ করে গেল!
পোস্টে ভাল লাগা + +

১৪ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৫

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময়।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.