নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

আমিও হবো পাথর মানবী

২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৫




তুমি হাত ধরে আমায় যে পথে ফেলে গেছো
ঠিক সেইখানেই আমি পড়ে আছি,
তুমি এগিয়ে গিয়েছো হাজার মাইল।

সেই এগিয়ে যাওয়া এত দ্রুত ছিল যে!
সাইক্লোন কিংবা ঘূর্ণিঝড়ের গতিও
কিছু বুঝে উঠতে পারেনি।
আমি তো কোন ছাড়!

যেতে যেতে শেষবারের মত,
যে কথাটি বলেছিলে আমায়,
তারপর থেকে আর কিচ্ছু শুনতে পাইনি।
কোন শব্দ কিংবা পূর্ণাঙ্গ বাক্য,
কিচ্ছু না।
কথাগুলো আজীবন; ভীষণ তরতাজা
আঙুল কাঁটা সদ্য রক্তের মত।

দেখো তারপর
আমার আকাশে আর মেঘ উড়েনি,
দুই চোখে বর্ষা নামেনি।
অর্ধ মৃত হৃদয়ে ব্যথা অনুভব হয়নি।

তুমি যেখানে আমায় ফেলে গেছো!!
সেইদিন থেকে আমার,
সেখানেই বসবাস।
আমার হাত পা মাথা জুড়ে শিমুল কড়াই,
শিকড় গজিয়েছে চুলে।


ঠিক আছে।
ঠিক আছে।
তুমি ফিরে আসবে সেই অপেক্ষা আর করবো না।
কিন্তু স্বর্গ নরকের তীব্র বিশ্বাস
আমায় এক পা এগোতেই দিচ্ছে না।
তোমার অসুস্থতা এখন আমার মস্তিস্কে।
রোজ কত রকম ওষুধ খেতে হচ্ছে
বেঁচে থাকার জন্য।

ওগো প্রিয় আমার
একটু মুখ তুলে দেখো।
দেখতে পাচ্ছ না?
চোখে জ্যোতি নেই কেন?
অন্ধ হয়ে গেছো?
অন্ধ হয়ে গেছো তুমি?

তুমি বুঝি পৃথিবীর সব তাপ শুষে নিয়ে
পাথর হয়ে গেছো?
ঠিক আছে,
তাহলে আমিও হবো পাথর মানবী।।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৩

মামুন ইসলাম বলেছেন: চমৎকার হয়েছে কবিতার প্রতিটা শব্দ।

২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৯

সামিয়া বলেছেন: তোমায় আমি দেখেছিলাম ব’লে

তুমি আমার পদ্মপাতা হলে;

শিশির কণার মতন শূন্যে ঘুরে

শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে

খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে।



নদী সাগর কোথায় চলে ব’য়ে



পদ্মপাতায় জলের বিন্দু হ’য়ে

জানি না কিছু-দেখি না কিছু আর

এতদিনে মিল হয়েছে তোমার আমার

পদ্মপাতার বুকের ভিতর এসে।



তোমায় ভালোবেসেছি আমি, তাই

শিশির হয়ে থাকতে যে ভয় পাই,

তোমার কোলে জলের বিন্দু পেতে

চাই যে তোমার মধ্যে মিশে যেতে

শরীর যেমন মনের সঙ্গে মেশে।



জানি আমি তুমি রবে-আমার হবে ক্ষয়

পদ্মপাতা একটি শুধু জলের বিন্দু নয়।

এই আছে, নেই-এই আছে নেই-জীবন চঞ্চল;

তা তাকাতেই ফুরিয়ে যায় রে পদ্মপাতার জল

বুঝেছি আমি তোমায় ভালোবেসে।

------তোমায় আমি-জীবনানন্দ দাশ

২| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পাথরমানবী হবেন কেন? রক্তমাংসের মানবীই থাকুন। কবিতা ভাল লাগল।

২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০১

সামিয়া বলেছেন: আমায় একটু আড়াল দেবে কি লুকোবো
ভিজতে ভিজতে ক্লান্ত দু’চোখ শুকোবো।
ধুলোয় ঢাকা গাছের পাতায়
এই শহরের জীবন পাতায়
মগ্ন আমি তোমার মুখোশ খোলোতো।
পুতুল হয়ে দাঁড়িয়ে আছি, স্বপ্নগুলো কানামাছি
কী করে ঘুম আসবে বলোতো...(গান)

৩| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর হয়েছে। পড়ে ভালো লাগলো।

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩০

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।

৪| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৯

অনুতপ্ত হৃদয় বলেছেন: কি সুন্দর সাজানো গোছানো
শব্দের বাহার……………
মন কেড়ে নেয়া জুড়ি
মেলা ভার………
উদাস চিত্তে ভাবি কথামালা
হৃদয়তন্তীকে যে করলো হরণ কবির কবিতা!

অসম্ভব সুন্দর হয়েছে জানিনা আর কিভাবে ভালো লাগাটাকে করিবো প্রকাশ

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৪

সামিয়া বলেছেন: বেঁচে আছি এই তো আনন্দ
বেঁচে আছি এই তো আনন্দ, এই আনন্দের জন্য আমি
সবকিছু মাথা পেতে নেবো,

যে কোনো দুঃখ, যে কোনো শাস্তি;
শুধু এই ভোরের একটু আলো দ্যাখার জন্য
আমি পথের ভিক্ষুক হতে রাজি
এই যে গোলাপ ফুলটির দিকে যতোক্ষণ খুশি
তাকিয়ে থাকতে পারি
এই সুখে আমি হাসিমুখে সব দ- মাথা পেতে নেবো।
বেঁচে আছি এই তো আনন্দ, এই আনন্দের কাছে
কোনো দুঃখই কিছু নয়
এই নির্বাসন, এই শাস্তি, এই দ্বীপান্তর;
এই মেঘ, এই ঝুম বৃষ্টি, এই শিশিরের শব্দের জন্য
আমি সহস্র বছরের কারাদ- মাথায়
নিয়েও বেঁচে থাকতে চাই,
বেঁচে আছি এই তো আনন্দ, এই আনন্দে সব আঘাত আমি মাথা পেতে নেবো।

----মহাদেব সাহা

আপনার ভালোলাগা বুঝতে পেরেছি, আমি কিন্তু সত্যিই মস্তিস্কের রোগে ভুগছি, মরে গেলে কবিতাটা থাকবে, বেঁচে থাকলে কবিতা ও থাকবে আমিও থাকবো, তবে আমি এত তাড়াতাড়ি মরে যেতে চাই না,

ধন্যবাদ, শুভকামনা।

৫| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩২

করুণাধারা বলেছেন: পাথর মানবী হয়ে কাজ নেই- তাহলে আমাদের এত সুন্দর পোস্ট দেবে কে?

কবিতা চমৎকার হয়েছে।++++

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৫

সামিয়া বলেছেন: হাহাহাহাহাহাহাহা মজা পেলাম :) :) আপনি আপু না ভাইয়া বুঝতে পারছিনা, আপু হলে এই কমেন্টের জবাবে আই লাভ ইউ বলতাম, অবশ্য ভাইয়া হলেও একই কথা । :) :)

৬| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ভালোলাগা।

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৬

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই , শুভকামনা।

৭| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:

আমার দুই চোখে দুই নদী ।।
তুমি দুহাত ভোরে পানি নিও
তৃষ্ণা লাগে যদি আমার দুই চোখে দুই নদী।
প্রেমের পাখি সবার বুকে মানে নারে পোষ
অবুঝের মত তোমায় কেনো দেব দোষ ।।


আপনার কবিতা পড়ে “সামিনা চৌধুরির” এর একটা গানের কথা মনে পড়ে গেল !! B:-)

কবিতা ভালো লিখেছেন।

শুভ কামনা রইল সহব্লগার।।


২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৭

সামিয়া বলেছেন: সুন্দর গান, গানে ভালোলাগা।

ধন্যবাদ শুভকামনা।।

৮| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৬

কুঁড়ের_বাদশা বলেছেন: ইতি আপা তুমি এই রকম আত্নঘাতী সিদ্ধান্ত নিলে ! একবারে পাথর হয়ে যাবে। :( ;)


কবিতা পড়িয়া লাইক প্রদান করা হইল।

কবিতা ভালো হয়েছে।

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৯

সামিয়া বলেছেন: কিরে ভাই কেমন আছিস? আমি তোকে প্রচুর মিস করেছি, তোর এস এস সি রেজাল্ট কবে সেই নিয়া ও চিন্তা করছি, আর আপা ডাক আমার ভাললাগেনা বলেছি না? তুই কি রিকশাওয়ালা? আপা ডাকিস কেন?

৯| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১৪

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: অসাধারণ কবিতা।
কিন্তু কেন জানি মেয়েদের কাছে এরকম কবিতা মানায় না।।।

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪০

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ। কেন আপনার মেয়েদের সম্পর্কে কি ধারণা হল বুঝতে পারছিনা।।

যাই হোক ভালো থাকুন।

১০| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৬

জাহিদ অনিক বলেছেন:


রোলিং স্টোন গ্যাদার নো মস;
এভাবে পাথর হয়ে হয়ে গড়িয়ে চলে গেলে ভালোই হয়।


কবিতা ভালো লেগেছে আপু।

২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫২

সামিয়া বলেছেন: সন্ন্যাসী আবার ধীরে পূর্বপথে যায় ফিরে
খুঁজিতে নূতন ক'রে হারানো রতন।
সে শকতি নাহি আর নুয়ে পড়ে দেহভার
অন্তর লুটায় ছিন্ন তরুর মতন।
পুরাতন দীর্ঘ পথ পড়ে আছে মৃতবৎ
হেথা হতে কত দূর নাহি তার শেষ।
দিক হতে দিগন্তরে মরুবালি ধূ ধূ করে,
আসন্ন রজনী-ছায়ে ম্লান সর্বদেশ।
অর্ধেক জীবন খুঁজি কোন্‌ ক্ষণে চক্ষু বুজি
স্পর্শ লভেছিল যার এক পল ভর,
বাকি অর্ধ ভগ্ন প্রাণ আবার করিছে দান
ফিরিয়া খুঁজিতে সেই পরশ-পাথর।


পরশ-পাথর
- রবীন্দ্রনাথ ঠাকুর---সোনার তরী

ধন্যবাদ ভাই, শুভকামনা।।

১১| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৩

সমুদ্র শাঁচি বলেছেন: কবিতাটি হৃদয়ে নাড়া দিয়ে গেলো, মনে পড়ে গেলো লিখেছিলাম ২০১৫ সালে

পাথরের বুকে মাথা রেখে
শুনেছি তার আর্তনাদের কথা,
তবুও পাথর হয়নি আমি
অনুভবে ছিল কেবল নিরবতা।

তোমার বিরহে ক্ষিণকায় আমি
হয়েছি দূর্বল স্বাস্থহীন,
তবুও তোমাতেই সমর্পিত সহৃদয়
কখোনো হইনি বিলীন।

আমি রিক্তের বেদনে চাদর বিছিয়ে
স্বপ্নে বিভোর সারানীশি-দিন
নিরাশার বানী শুনেও আশাতীত
কল্পাবাসে ছিলাম অমলিন।

কিন্তু সিডরের মত সাইক্লোন এসে
ডুবালো যখন সমুদ্র তরী
আমি তখন বুঝি পাথর হলাম
থাকবো পাথর জনম ভরি।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:২৭

সামিয়া বলেছেন: বাহ!!!!
বেশ লিখেছেন তো।।

ধন্যবাদ, শুভকামনা।

১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার কবিতা :)

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪০

সামিয়া বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.