নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

অনু গল্প: তুষারপ্রেম

৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫১



নিতুর সাথে আমার প্রেমের সম্পর্ক আমি মনে করতাম স্পিরিচুয়াল। আত্মার সাথে আত্মার বন্ধন। যদিও শুরুতে নিতুকে তেমন পাত্তা দিতাম না। ওকে ভালো যে লাগতো না সেই কথাও অস্বীকার করিনা, উঠতি বয়স মেয়েদের দিকে তখন অসীম আগ্রহ আমার!যদিও আমি আমার ইগো নিয়া থাকতাম। ইগো খুব যে বেশি তা না, তবে মেয়েরা আশেপাশে থাকলেই স্বাভাবিক আচার আচরন ইগোতে রুপ নিতো এত ভাব এতই ভাব যে তখন কোন মেয়ে আমার সাথে কথা বলে এই সাধ্য কার!আমি বলতে চাইছিনা নিতু বেহায়া ক্যাটাগরির মেয়ে ছিল। সে যথেষ্ট সুন্দরী, ইউনিভারসিটিতে তখন প্রথম বর্ষ পড়ুয়া সে, চোখে রঙিন স্বপ্ন নিয়ে নতুন পৃথিবী আবিস্কারের নেশায় আক্রান্ত।

বলতে দ্বিধা নেই আমিই ছিলাম তার প্রথম পৃথিবী আমি তার ছোট ভাইকে পড়াতাম, সাধারনের জীবনযাপন যেমন হয় আর কি! এই নিয়ে আমার আক্ষেপও নেই, আমার বেঁচে থাকবার জন্য, সুখে থাকবার জন্য, নিজের মতন টিকে থাকতে পারলেই আমার চলে।

আমি কোন শৌখিন মানসিকতার যুবক নই; তুষার নাম আমার, বাবা মা কি জানি কি চিন্তা করে এই নাম রাখছেন তা নিয়েও কখনোই ভাবি নাই।
নিতু ভাবতো, সত্যিকারের বরফ কুচি তুষার কিংবা তুষারের দেশের প্রতি তার সে কি আগ্রহ! তুষার যে অতিরিক্ত আলাদা কিছু, তুষার যে মাঝে মাঝে ভয়াবহ হতে পারে, তুষারের জন্যও যে মানুষ আহত নিহত হয়! তুষারের সাদা বরফের দেয়ালের নিচেও যে চাপা পড়তে পারে! এইটা কিছুতেই নিতুর বিশ্বাস হয়না, এই ক্ষেত্রে ধরে নিলাম সে তুষার প্রেমী।
ধরলাম আমার নাম তুষার বলেই আমাকে সে এক সময় ভালবাসছিল। ধরলাম আবার সেই তুষার ভালবাসার জন্যই আমাকে ছেড়ে নতুন জীবন সঙ্গী বেছে নিয়েছে সে তুষারের দেশে পাড়ি জমাতে।
শুধুই তুষার নামের মানুষের থেকে; সত্যিকারের তুষার! নিশ্চয়ই বেশি ভালো কিছু?
প্রিয় নিতু আমার, আমি তোমার শ্রেষ্ঠ ভালোটাই চাই।

না, আমি এত ছোট খাটো ব্যাপারে কষ্ট পাবার ছেলে না, মানুষ কত রকম কত কষ্টে থাকে হাত পা কাঁটা জীবন, দরিদ্র জীবন, একাকিত্তের জীবন, বিকলাঙ্গ জীবন, হিজড়া জীবন, বেশ্যা জীবন, ঘুষখোর জীবন, বেকার জীবন, দাঙ্গা হাঙ্গামার জীবন, হতাশ জীবন, নকল সুখের জীবন, অনাহারি জীবন, যান্ত্রিক জীবন, অসহায় জীবন, কুৎসিত জীবন বিপদ্গ্রস্থ জীবন, এমন কত জীবনই তো আছে চারপাশে, আছে না??
আমার জীবন এসবের তেমন কোনটার ভেতর পড়ে না, আমি তো তাকে প্রথমেই ভালোবাসিনি, সেই আমাকে ভালবাসতে বাধ্য করেছিলো, তারপর থেকে তার আয়নার মতন ঝকঝকে সত্যিকারের তুষারের শখ হল! আমার আর কিই বা করার ছিল!আমি তো নামে মাত্র তুষার।

যাই হোক অনেকক্ষণ ধরে একা একা কথা বলেই যাচ্ছি! আপনারা আমায় পাগল ভাবছেন নাতো! দেখুন আমি কিন্তু পাগল নই, ভদ্র ছেলে, ভালো ছেলে, বাবা মায়ের মুখের দিকে চোখ তুলে কখনো কথা বলিনি, এই পঁচিশ বছরের জীবনে কোনোদিন কিছু আবদার করিনি, আমার সব কিছুতেই নিঃস্বার্থ ভালোবাসা! আর নিতু! তাকে কি করে আমি আঘাত করতে পারি! জোর করতে পারি! সে তো আমার পৃথিবীর রাজকন্যা ছিল!রাজকন্যাকে কি কভু আঘাত করা যায়।


আমি দাঁড়িয়ে আছি এয়ারপোর্টের পূর্বদিকের সড়কের মাঝখানে, সিগন্যাল পড়েছে টানা ছয় মিনিট ধরে, আর কয়েক মিনিট। ট্র্যাফিক পুলিশগুলো সিগন্যাল ছেড়ে দেয় দেয়, তারপরই ভালো ব্যাপারটা হবে।
কি ভালো ব্যাপার? বলছি বলছি! এখনো মিনিট দুয়েক হাতে আছে কথা বলার, আমি কিন্তু কথা বলতে তেমন ভালবাসিনা! আজ কি হল আজ নিতুকে নিজে চোখে দেখলাম ব্যাগ লাগেজ নিয়ে তার স্বামীর হাত ধরে এয়ারপোর্ট এর ভেতরে ঢুকে যেতে, তুষারের দেশে যাচ্ছে সে, সত্যিকারের তুষার, আয়নার মত ঝকঝকে তুষার, সাদা সাদা তুষার।
আচ্ছা নিতু, তুষার মানেই কি স্বর্গ ভেবে বসে আছো তুমি! এ তোমার ভ্রান্তি কিন্তু বলে দিলাম, পড়ে কাঁদলে কিন্তু আমি দায়ী নই।

আর এক মিনিট তিরিশ সেকেন্ড আছে, সিগন্যাল একবার ছেড়ে দিলে গাড়ীর ড্রাইভারগুলোর একদম মাথা খারাপ হয়ে যায়। কার আগে কে যাবে, ওদেরই বা দোষ দিয়ে লাভ কি! অনেকক্ষণ ট্র্যাফিক আটকে রাখে যে।


আর মাত্র পঞ্চাশ সেকেন্ড! আমাকে ঠিক কটা গাড়ি পিসে যাবে আমি অনুমান করতে পারি! মিনিমাম তিনটা। তবে রাস্তা চওড়া আছে,যাত্রীদের ভোগান্তি হবে না আশা করি।
সিগন্যাল ছেড়ে দিয়েছে আর মাত্র কয়েক সেকেন্ড।।

নিতু! প্রিয়া আমার! এ জীবনে না হয় ঠাঁই দিলেইনা, তাড়িয়েই দিলে তোমার জীবন থেকে? ঠিক আছে, ঠিক আছে, তবে; আমাকে তুমি বাকী জীবন দুঃস্বপ্ন থেকে কি করে তাড়াবে শুনি!?

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এ কী? আত্মহত্যা? মেনে নিতে পারলাম না। ভালবাসার জন্য এভাবে জীবন দেয়া কোন সমাধান নয়।

৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৩

সামিয়া বলেছেন: কষ্টের সর্বোচ্চ বহিঃপ্রকাশের মুহূর্তের বর্ণনা। হতে পারে গাড়ি গুলো সাইট কেটে চলে গেছে, কিংবা কেউ এসে সরিয়ে দিয়েছে, কেউ তার জীবন রক্ষা করেছে, ধন্যবাদ, ভালো থাকুন।

২| ৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


প্লট ভালো লাগেনি

৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৪

সামিয়া বলেছেন: প্লট তো সমসাময়িক, এরকম তো হচ্ছে ভাইয়া। ধন্যবাদ।

৩| ৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সম্রাটজ্বী? আপনি আমাদের নায়ক কে মেরে ফেলে দিচ্ছেন কেন??X(

দুনিয়াতে কি একটাই নিতু আছে। তুষার কে আমার লক্ষী একটা মেয়ের সাথে বিয়ে দেব। কি বলেন আপু??:)

৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১২

সামিয়া বলেছেন: হাহাহা ঠিক ঠিক

৪| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি ঠিক?X(

৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

সামিয়া বলেছেন: কথা ঠিক ;)

৫| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইরকম ক্লাইমেক্সে নিয়া ফিনিশিং ;)

ভিন্ন রকম জীবনের নাম করণ গুলা দারুন লেগেছে :)

হুম এখন এরকমই হচ্ছে। খুব অল্পতেই মানুষ জীবন দিয়ে দিচ্ছে! দু:খজনক।
জীবন বোধের বিকাশের আগেই জীবন শ্যাষ! কি কষ্ট!

গল্পে +++

৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

সামিয়া বলেছেন: আপনার কমেন্ট আমাকে ভীষন রকম অনুপ্রেরণা দেয়, একদিন আমাদের অতিরিক্ত রকম ভুল বোঝাবুঝি হয়েছিল। সেই জন্য দুঃখিত।
অনেক অনেক ধন্যবাদ।

ভালো থাকুন।

৬| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০০

দিবা রুমি বলেছেন: গল্পটি ভাল লেগেছে আপু। কারণ বাস্তব জীবনের গল্প!

ভালো থাকুন নিরন্তর।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৩

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।
শুভ কামনা।

৭| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

ভুয়া মফিজ বলেছেন: এই ব্যাটা দেখি আমার চেয়েও বড় ভূয়া!!! ;)
তো মতলব টা কি? মরে গিয়ে ভূত হয়ে নিতুকে ভয় দেখাবে?
বাস্তবে অবশ্য এই ধরনের ছাগল টাইপের মানুষ আছে। ভালো গল্প।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৬

সামিয়া বলেছেন: প্রচণ্ড কষ্ট কিংবা ভালোবাসার মানুষ কে হারিয়ে দিশেহারা ভাবনা এবং কাজের প্রকাশ। আমার ধারনা শেষ পর্যন্ত কেউ বাঁচিয়ে ফেলবে।।
অনেক ধন্যবাদ এবং শুভকামনা ভাইয়া।।

৮| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৮

ব্লগার_প্রান্ত বলেছেন: তুষারপ্রেমে চৌচির ভূমি কেন? তুষার ঝরুক। প্লিজ আপু তুষার ঝরার একটা সুন্দর ছবি দেন।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪০

সামিয়া বলেছেন: আসলে বোঝাতে চেয়েছিলাম তুষারের মনের বিক্ষিপ্ত অবস্থা। ঠিক আছে change করে দিচ্ছি। Thanks....

৯| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৯

ব্লগার_প্রান্ত বলেছেন: Welcome..

৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫০

সামিয়া বলেছেন: বাহ সুন্দর তো!! থ্যাংস সুইটি। :)

১০| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:২১

সৈয়দ তাজুল বলেছেন:
গল্পটায় ভিন্নতা আছে। ভাল।লেগেছে খুব

৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৮

সামিয়া বলেছেন: Thanks ভাইয়া কিন্তু দেখুন না চাঁদ গাজী ভাইয়া আমার কোন গল্পই পছন্দ করেন না। ভুল থাকেই :(

১১| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৮

সৈয়দ তাজুল বলেছেন:
মুরব্বি মানুষ তো!

ভুল ধরার একটা অভ্যাস মুরুব্বিদের থাকেই :) (স্যারি, চাঁদগাজী ভাই ;) )


আমাদের উচিত উনাদের উপর দয়া করা ;)


০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১২:০০

সামিয়া বলেছেন: আসলে ভাইয়া হয়ত চায় আরো ভালো লিখি, এরকম কিছু, ফিরতি মন্তব্য এর জন্য ভালোলাগা, শুভ রাত্রি।

১২| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১২:১৬

সৈয়দ তাজুল বলেছেন:
এ জন্যই ভাইকে সবার ভাল লাগে।

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৫

সামিয়া বলেছেন: হুম :)

১৩| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: গল্প খুব ভালো লিখেছেন প্রিয় লেখিকা ।

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৫

সামিয়া বলেছেন: ধন্যবাদ

১৪| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫০

খায়রুল আহসান বলেছেন: শুধু আত্মহত্যার প্রবণতাটুকু ছাড়া গল্পের তুষার এর বাদ বাকী ভাবনাগুলো ভাল লেগেছে।

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৬

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.