নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

আমার লেখা ৫টি কবিতা

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৭





(১)হায় তুমি

তুমি কি চিল? 
বিশাল বিশাল পাখনা গজিয়েছে?? 
এত উড়া উড়ি কিসের শুনি?
কিচ্ছুতেই বুঝিনা। 
এত প্লেন ক্রাশ হয়! 
অথচ তুমি বহাল
তবিয়তে!!

মাটিতে তো নামতে হবে। 
যতই তুমি
সাত আসমানে উড়ো।
সেদিন প্রথম চান্সে 
কাঁচি দিয়ে তোমার পাখনা
কাটবো।
উহু
এখানেই শেষ নয়;
পা কাটবো হাঁটু পর্যন্ত 
আঙুলও; ছেঁটে দেবো কি? বলো!?

আই ফোন আই প্যাড ল্যাপটপ,
চোখ নষ্টের কারখানা; 
চোখ তোমার
দরকারই বা কি!?

সেগুলো কোন জন্মান্ধকে
দান করো,
কিছু পুন্য হোক।
আমায় দেখবার জন্য
মনের চোখই যথেষ্ট।

(২)হে যুবক

হে যুবক;
আমার চেয়ার, টেবিল, বিছানায়,
ল্যাপটপে, বুক সেল্ফে, কপালে, 
গালে, অন্তরে, মস্তিষ্কে, চোখে,
আমার মাথা ভর্তি চুলে, 
বাসা বেঁধেছে বিষণ্ণতা ;
একটা ব্যাধি মুক্ত সংগীত গাও তো

আমিও একটুু শান্তিতে ঘুমাতে চাই।
তোমার রুপার কাঠি কই?


(৩)প্রমান দাও

যদি ভালেবাসা সত্যিই হয়ে থাকে
প্রমান দাও যুবক;
শার্টের বোতাম কয়টা খোলো, 
ছুড়িটা হাতে নাও; 
এবার হৃদপিন্ডটা বের করে নিয়ে আসো দেখি!! 
ওটায় আমার নাম লেখা আছে কি!?
ধীরে; আরেকটু ভেবে নাও;
বহু যুগ আগে একজন;
হৃদপিন্ড দেখাতে গিয়ে 
মরে গেছে কিন্তু।


(৪)ক্লান্তি আমার

কারো কাছে কি এক মগ মায়া হবে? 
থাকলে দিন না, 
তেলের সাথে মিশিয়ে মাথায় দিয়ে শুয়ে পড়তাম; 
একদম ঘুমাতে পারছিনা; গত কয়েকশো রাত ধরে। 
গত কয়েকশো রাত দিন,
আমার মাথার উপর কোন মমতাময়ী হাত নেই।।


(৫)ঘুম আসে

চুপচাপ রাত
একা একা চাঁদ,
সাইলেন্ট ফোন;
নির্বাক মন।

কুয়াশা ঝরে
টুপ টাপ করে।

মেঘলা আকাশ কলিং
ডিস্টার্ব কলিং
ছোট ভাই কলিং
চার হাজার কলিং,

আননোন নাম্বার কলিং
অফিস কলিগ কলিং,
জিরো জিরো কলিং
ঝামেলা কলিং।


....... ঘুউউউউম আআআআসে।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫১

আবু আফিয়া বলেছেন: ৫টিই পড়লাম, ভাল লাগল, ধন্যবাদ

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৫

সামিয়া বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ

২| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সবকটিই সুন্দর। তবে যেন অবসাদ আর বিষণ্ণতার গন্ধমাখা। ভাল লিখেছেন।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৬

সামিয়া বলেছেন: ধন্যবাদ , শুভকামনা।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৬

বেনামি মানুষ বলেছেন: অণুকাব্য আরো ছোট হওয়া চাই।
ছোট হলে ই নামের স্বার্থকতা খুঁজে পাওয়া যাবে।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৬

সামিয়া বলেছেন: আচ্ছা আচ্ছা
ধন্যবাদ

৪| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: অনুকাব্যে খুব ভালো লিখেছেন++

শেষেরটা একটু বেশি ভাল লাগা রেখে গেলাম।





১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৬

সামিয়া বলেছেন: ধন্যবাদ

৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩ নম্বরটা বেশি ভালো লেগেছে।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৬

সামিয়া বলেছেন: তাই!! ধন্যবাদ।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৯

জাহিদ অনিক বলেছেন:

সব গুলোই চমৎকার। ৫ নাম্বারটা দুর্দান্ত !

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৮

সামিয়া বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই আমার ।
শুভকামনা।

৭| ২০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫২

খায়রুল আহসান বলেছেন: আমার ভাল লাগার পছন্দক্রমঃ ৫-৪-১-২-৩।
কবিতাগুলো তো অনু নয়, বড়ই। ১ নম্বরটা তো একটু বেশীই বড়।

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৯

সামিয়া বলেছেন: ভাইয়া , ভালোলাগা জানানোর জন্য অশেষ কৃতজ্ঞতা।
আচ্ছা আমি অনু শব্দটা মুছে দিচ্ছি।।
অনেক অনেক ধন্যবাদ।
সুস্থ থাকুন, ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.