নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

মৎস্য কন্যা অথবা রুপকথা

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৭



উনি দেখতে খুবই রূপবতী, কে জানে হয়তো সে মৎস্য কন্যাদের রানী হয়ে থাকতে পারেন, কিংবা এও হতে পারে উনি মৎস্য সমাজের চক্রান্তের শিকার, যেইভাবে নাদান মনুষ্য সমাজের কেউ কেউ অন্যের আক্রোশের শিকার হয়ে প্রান হারায়। মৎস্য কন্যারা আমার মতে আবার অনেকের মতে রুপকথা, ইনারা আছেন বিভিন্ন রুপকথার উপর বেইস করে তৈরি করা ডকুমেন্টারিতে, অথবা শর্ট ফিল্মে অথবা আমার প্রিয় মুভি সিরিজ ক্যাপ্টেন জ্যাক স্প্যারোতে।

ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর একটা সিরিজে সেইলর সঙের সাথে লিপ্সিং করা এক মেয়েরে দেখে আমি বিস্মিত, মাঝে মাঝে মৎস্য কন্যা হবার বাসনা ভেতরে ভেতরে অনুভব করি, পানির নিচে সাঁতার কাটতে কাটতে জীবন অতিক্রম করা অথবা প্রাসাদের মতন বাড়িতে লোকচক্ষুর অন্তরালে বসবাস করা খুব একটা খারাপ ব্যাপার না।
এই ধরনের গাল গল্প করে অফিসের একজন সিনিয়রের মাথা নষ্ট করে দিয়ে এসেছি। মাঝে মাঝে জীবন সুন্দর কিংবা প্রায় সময়ই, যদি জীবন অথবা আত্মা কিংবা মনকে নিজের নিয়ন্ত্রনে রাখা যায়।




ছবির এই মৎস্য কন্যাটি হলেন ভাগ্যহত নারী মৎস্য, যে কিনা ধারণা করা হয় ডুবন্ত জাহাজের সাথে ধাক্কা খেয়ে আহত হয়ে, হাওয়াই এবং মিশরের সৈকতে ভেসে উঠেছিলেন বলে সেখানকার স্থানীয় লোকজন দাবী করেন। এবং কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে(তার চোখের কোনে নাকি জল দেখা গিয়েছিলো) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।।



আমার জানামতে ঘটনাটি ঘটেছিল ২০১৪ সালে, কিন্তু কথা হলো অবিশ্বাসী অথবা বিশ্বাসীদের কাছে ঘটনার সত্যতা কতটুকু। ওয়েল তেমন কেউ বিশ্বাস করেনাই, এমন কি আমার কাছে এই পিক দেখে কেমন কেমন ঠেকতেছে। মৎস্য কন্যা মরে গেছেন কিন্তু নিজের পাখনা শরীরের লতাপাতার মতন কিছু অংশ বালির ভেতরে, কিছু অংশ বালির বাইরে এত সুন্দর করে সাজাইছেন যে ব্যাপারটা ফেইক লাগাই স্বাভাবিক, আর আজকাল প্লাস্টিকের নাক কান শরীরের ও মেকআপ দিয়ে কি না করা সম্ভব! অনেকে মৎস্য কন্যারে তো ফেইক বলতেছেনই কেউ কেউ পুরা সমুদ্র সৈকতরেই ফেইক বলতেছেন।
এই ছবিটায় আবার ঠিকই সত্যি লাগছে।

তবে মৎস্য কন্যারা রুপকথা হলেও প্রাচীন এবং বর্তমানের অনেক সমুদ্রে ঘুরে বেড়ানো নাবিক এবং জেলেরা মনে করেন মৎস্য কন্যার অস্তিত্ব অবশ্যই আছে, তাদের ভেতর যেমন ভালো আছে, তেমন মন্দ ও আছে, ভালোরা বিপদ্গ্রস্থ দিক হারা নাবিকদের দিক দেখিয়ে গভীর সমুদ্র থেকে উদ্ধার করেন, আবার খারাপরা জেলে অথবা নাবিকদের তাদের সুমিষ্ট সুর দিয়ে দিক হারা করে বিপদে ফেলেন।
সমুদ্রে কত কত রহস্যআবৃত আছে তা পৃথিবীর মানুষ কতটুকুই জানে।।
সবশেষে পুরান যুগের কিছু মৎস্যকন্যার ফসিলের ছবি, যা বিভিন্ন দেশের যাদু ঘরে সংরক্ষিত আছে।।







ফসিল দেখে পুরান যুগের মৎস্য কন্যারা দেখতে কুৎসিত ছিলেন বলে মনে হচ্ছে।।

প্রয়োজনীয় তথ্য লিঙ্ক
Real Life MermaidsTrending New Hot Promoted LoginSign up A Real Life Mermaid Found On The Beaches Of Hawaii And Egypt


Mermaid Body Found on Beach

সাথেই থাকুন, শুভদুপুর সবাইকে।।

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৪

রানার ব্লগ বলেছেন: ভদ্র মহিলা কে মোটেও সুন্দর লাগে নাই। বাকিদের দেখে আমি সত্যি ভয় পেয়েছি এই যদি হয় মৎস্য কন্যার রুপ আমি ১০০০০০০০ হাত দূরে আছে এদের থেকে।

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৬

সামিয়া বলেছেন: হাহাহাহা ভদ্র মহিলা !!!!!!
উনি পানির নীচে বসবাস করতেন এই ব্যাপারটাই তো কেমন সুন্দর।। :)

ভয় পেলে এক গ্লাস ঠাণ্ডা পানি পান করুন। :)
ধন্যবাদ।।

২| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৯

ব্লগ মাস্টার বলেছেন: জানা হল বিষয় বিবরন।

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১০

সামিয়া বলেছেন: ধন্যবাদ । শুভ দুপুর।

৩| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১১

মীর সাজ্জাদ বলেছেন: এমন জিনিস যদি থেকে থাকে তাহলে ভবিষ্যতে দেখার সুযোগ হবে। সে আশায়ই রইলাম।

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৪

সামিয়া বলেছেন: কীভাবে সুযোগ হবে বললেন না!!? রহস্য রহস্য!!!!!!!!

ধন্যবাদ।

৪| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২০

রানার ব্লগ বলেছেন: কন্যা যেহেতু মহিলাই হবেন তাই না? পানির নিচে বাস করাটা অতটা সুন্দর না। গা ভর্তি শ্যাওলা।

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫৭

সামিয়া বলেছেন: হাহাহাহা ঠিক :)

৫| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২২

পলক শাহরিয়ার বলেছেন: মৎসকন্যাদের নিয়ে জানার আমার বিপুল আগ্রহ। আরেকটু লিখতেন।

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫৯

সামিয়া বলেছেন: অফিসে কাজের ফাঁকে লুকিয়ে লুকিয়ে লিখেছি, তাই বেশি বড় করতে পারিনাই, সময় থাকলে এই নিয়া ইতিহাস লিখতে পারতাম, :)

ধন্যবাদ ভালো থাকুন।।

৬| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৯

মিথী_মারজান বলেছেন: বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।
ঠিক তেমনই মৎসকন্য বলে কিছু থেকে থাকলে তাদেরকে বোধহয় জলেই তাদের মত করে বাঁচতে দেওয়া উচিত।
প্রথমদিকের মৎসকন্যার ছবিগুলো দেখে মায়া লাগলো।
আহারে!
অচেনা এক ভুবনে প্রিয়জনদের ছাড়া কি করুণ মৃত্যু!:(

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

সামিয়া বলেছেন: ভাল বলেছো আপু তবে এটা মনে হয় বানানো সত্যিকারের না, আবার সত্যি হতেও পারে, কি জানি!! ভালো থেকো! ধন্যবাদ শুভকামনা।

৭| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: বোন আমি একসময় (এক বছর) মৎস্যকন্যা নিয়ে বিস্তর পড়াশোনা করেছি।
মৎস্য কন্যা নিয়ে বেশ কিছু মুভি দেখেছি। বই পড়েছি।
এক বছর পর জানতে পারলাম মৎস্য আসলে মানূষের মনের কল্পনা।
এককথায় বলা যায় রুপকথা।

ইউটিউব এ কিছু ভিডিও পাবেন সেখানে বলা হচ্ছে মৎস্য কন্যার কথা। কিন্তু সেগুলো ভুয়া।

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

সামিয়া বলেছেন: ইউটিউবের ভিডিও গুলো অনেক বছর আগে থেকেই আমি দেখেছি, পৃথিবীর অপার রহস্যের কতটুকুই বা আমরা জানি সত্যি হলেও হতে পারে ভাইয়া, ধন্যবাদ ভাল থাকুন শুভকামনা।

৮| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার এ বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে।

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

সামিয়া বলেছেন: হ্যাঁ সে তো আমারও আমি তো তাই লিখেছি, ধন্যবাদ শুভকামনা।

৯| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

শার্লক_ বলেছেন: হুম আমার কাছে ফেক মনে হয়। মানুষ রূপকথা বানাতে খুব পছন্দ করে। :)

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

সামিয়া বলেছেন: কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা তো আর গ্যারান্টি দিয়ে বলতে পারি না। তবে এটা আমার কাছেও ফেক মনে হয়েছে, ধন্যবাদ শুভকামনা।।

১০| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সমুদ্রের রহস্যময় অনেক প্রাণী নিয়ে অনেক সময় আলোচিত হয়। মহাশূন্যের মত মহাসাগরেরও অনেক কিছুই আমাদের অজানা। তবে যে মৎস্যকন্যার ছবি ভাইরাল হয়েছে তা ফেক...

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২০

সামিয়া বলেছেন: ধন্যবাদ শুভকামনা।

১১| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩৮

নীল আকাশ বলেছেন: আপু, বর্তমানে ফেয়ার & লাভলী, উপটান আর ফেসিয়াল করে সব মৎস কন্যারা সুন্দর হয়ে গেছে। মনে হয় পানির নিচে রিছেন্টলী বিউটি পার্লার খোলা হয়েছে..........

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২০

সামিয়া বলেছেন: ধন্যবাদ শুভকামনা।

১২| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৩

গরল বলেছেন: মৎসকণ্যা থাকলে তো মৎসপূত্রও থাকতে হবে না হলে বংশ বৃদ্ধি করে কিভাবে =p~ হাহাহাহ, মৎসকণ্যারা এরকমওতো হতে পারে
মৎসকণ্যা থাকলে তো মৎসপূত্রও থাকতে হবে না হলে বংশ বৃদ্ধি করে কিভাবে =p~ হাহাহাহ, মৎসকণ্যারা এরকমওতো হতে পারে

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২০

সামিয়া বলেছেন: ধন্যবাদ শুভকামনা।

১৩| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩২

জাহিদ অনিক বলেছেন:

বাপ রে ! রূপকথা সত্যি হতে চলছে !

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২০

সামিয়া বলেছেন: ধন্যবাদ শুভকামনা।

১৪| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: মৎসকন্যা জ্বীন প্রজাতি কেহ হতে পারে অথবা এলিয়েন।

আমার বিশ্বাস মৎকন্যা বলে পৃথিবীতে কিছু নেহি। :)

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২১

সামিয়া বলেছেন: ধন্যবাদ শুভকামনা।

১৫| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৪

মোঃ খুরশীদ আলম বলেছেন: আমার কাছে আপনার প্রোফাইল ছবিটা মৎস কন্যাদের তুলনায় বেস্ট মনে হয়েছে।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২১

সামিয়া বলেছেন: ধন্যবাদ শুভকামনা।
প্রোফাইলের মেয়েটা পাগল।। :)

১৬| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: আসলেই কি এমন মৎস্যকন্যার অস্তিত্ব আছে । বিষয়টা রহস্যময় লাগে।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৭

সামিয়া বলেছেন: ধন্যবাদ শুভকামনা।

১৭| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৮

কাওসার চৌধুরী বলেছেন: মৎস কন্যা নিয়ে চমৎকার একটি পোস্ট| অনেক কিছু জানা হলো|

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৮

সামিয়া বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.