নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

গসিপ কর্মক্ষম মানুষকে পিছিয়ে দিতে পারে

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫০





শুধু নিজেদের ভালো বলে অন্যদের নিয়ে কুরুচিপূর্ণ গীবত গেয়ে বেড়াতে বেড়াতে নিজের মনে শান্তি নাই বলে অন্যদের শান্তি নষ্ট করতে বেশিরভাগ মানুষের বেশুমার ভালো লাগে।
এই কারনেই শত্রু হওয়ার জন্য কিংবা মুখরোচক গসিপের শিকার হবার জন্য কারো রোষানলে পড়বার দরকার হয়না! কোন দোষের ও দরকার হয় না।

ইচ্ছে হল চুলে বিলি কাটতে কাটতে অথবা অলস দুপুরে চাট করতে করতে অথবা রাত জেগে কনফারেন্স কল করে রং ঢঙ করতে করতে গসিপ করা যেতেই পারে, এতে তারা দোষের কিছু দেখেনা।
লাভের মধ্যে লাভ হইলো একটা মুখরোচক আড্ডা করে আরেকজনরে পঁচানি দেয়া গেলো, একটু প্রেমালাপ করা গেলো, নিজেকে জাহির করা গেলো, এইতো----

এই সকল গসিপ পাবলিকের শিকার হবার জন্য কিচ্ছু করতে হয়না। একমনে নিজের কাজ করলেও গসিপ , নিজেকে বাঁচিয়ে চললেও গসিপ, নিজের সম্পর্কে নোংরা অশ্রাব্য কথা না শুনে বধীর হয়ে থাকলেও গসিপ। সব কথায় তাল মিলিয়ে চললেও গসিপ, ডানে যান বামে যান যেই দিকে যাবেন সেইদিকেই গসিপ ।

প্রচলিত আছে মানুষ তিনটা কারনে অন্যের পেছনে লেগে থাকে কিংবা গসিপ করে, প্রথমত তারা সেই ব্যাক্তির অবস্থায় পৌছাতে পারে না, দ্বিতীয়ত তাদের ভালো কাজ করবার সাধ্য কিংবা গুন নেই, তৃতীয়ত তারা বেকার অলস এবং সমাজ আর দেশের জন্য বোঝা।

ছোটকালে সামাজিক বিজ্ঞান বইয়ে পড়েছি সমস্যাগ্রস্থ জনগন বলতে দেশের বৃদ্ধ এবং শিশু যারা কর্মক্ষম নয় কিন্তু তাদের সংখ্যা প্রয়োজনের থেকে বেশি তাদের বোঝানো হয়।

কিন্তু আমি মনে করি সমস্যাগ্রস্থ জনগন হল যারা নিজে কাজ করে না এবং অন্যকে যে কোন ভালো কাজে উৎসাহের বদলে বাঁধা এবং নোংরা সমালোচনা করেন। অযথা বিবাদ তৈরি করে টাইম পাস এর উপকরন তৈরি করে সবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।
সৌদি আরবে চুরির দায়ে যেমন হাত পা কেটে দেয়া হয়, আমাদের দেশের গসিপ করবার জন্য সে রকম কোন আইন করা উচিৎ।

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪২

শৈবাল আহম্মেদ বলেছেন: আমি মনে করি,আমাদের সমাজে ৯৬ জন মানুষই অন্যের অমঙ্গল চায়।
আর ৯৯ জন মানুষ অন্যের মঙ্গল চায়না। বিভিন্ন পরিস্থিতির ফলে আমাদের সমাজের মানুষের এই ধরনের ইগু তৈরী হয়ে আছে!

১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

সামিয়া বলেছেন: 96 এবং 99 জরিপটা চমৎকার:) আপনার মতামত ভালো লাগলো।ভালো থাকবেন শুভেচ্ছা শুভকামনা।

২| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৪

ঋতো আহমেদ বলেছেন: ঘটনা কী? চটেছেন কেন? কেউ আপনার নামে গীবত করেছে?
ভালো একটি পোস্ট দিয়েছেন। সে রকম আইন হলে মন্দ হয় না। আইন মন্ত্রীর উপদেষ্টা পদ খালি হলে একটা ট্রাই দিয়েন ;)

১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

সামিয়া বলেছেন: না আমার কোন সমস্যা নেই।
আপনি কি মজা করে বললেন? না সত্যি সত্যি আইন মন্ত্রীর উপদেষ্টা হওয়ার পরামর্শ দিলেন? আপনি আমার এত বড় শুভাকাঙ্ক্ষী :) ভাবতেই আনন্দ আনন্দ লাগছে:) ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা।

৩| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: আসলে তিন চারজন একসাথে থাকলে নানান বিষয়ে আলাপ হয়। তখন এক কথা থেকে আরেক কথায় চলে যায়।
কথার প্রসঙ্গে নানান বিষয় আসতেই পারে। কাজেই সব গীবত খারাপ না। যদি অন্যের ক্ষতি হয় তাহলে ভিন্ন কথা।

১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

সামিয়া বলেছেন: ভাইয়া আপনি যদি আমাদের ইসলাম ধর্ম মানেন তবে সেখানে আছে, কারো সামনে এবং কারো পেছনে কোন বদনাম করাই উচিত না। অন্যের ভুল ত্রুটিকে এমনভাবে আড়াল করে রাখতে হয়, ঠিক যেভাবে নিজের ভুল ত্রুটি মানুষ আড়াল করে রাখে। ভালো থাকুন ধন্যবাদ শুভকামনা।

৪| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪১

ভুয়া মফিজ বলেছেন: আমাদের ধর্মেও গীবতকারীর জন্য কঠিন শাস্তির ব্যবস্থা অাছে। ভালো গীবত বা খারাপ গীবত বলে কোন কথা নাই। গীবত মানেই খারাপ এবং পরিত্যাজ্য।
আমরা গীবত ছাড়তে পারিনা, কারন এতে প্রচুর বিনোদন পাওয়া যায়।
অন্যভাবে নিয়েন না, আমার ধারনা মেয়েরা গীবত করার দিক দিয়ে ছেলেদের থেকে এগিয়ে! :)

বিষয়বস্তু ভালো।

১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

সামিয়া বলেছেন: আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। তবে মেয়েরা গীবতে এগিয়ে এই ধারণা বর্তমানে পরিবর্তিন করা উচিত,কারন বর্তমান পুরুষদের গীবত এর কাছে মেয়েদের গীবত নগণ্য। ভাল থাকুন শুভকামনা।

৫| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসলে ব্যপার হচ্ছে আমাদের দেশে সবার জন্য সমান আইন না। কারো যোগ্যতা না থাকলেও মামা, চাচা দিয়ে বড় পদে চাকুরি পেয়ে যায়। বৈধ ভাবে ব্যবসা করতে গেলে লস হয়। ধনী গরীবের পার্থক্য বেড়েই চলেছে। যে কারণে না পাওয়ার বেদনা থেকে সমাজে পরশ্রীকাতরতা বেড়ে চলেছে...

১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

সামিয়া বলেছেন: আপনার মতামত এ 100% একমত। ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা ভালো থাকুন।

৬| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:

নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল,
যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আঁলো।


কবি বলেছে, এদেরকে সবচেয়ে আগে ভালোবাসতে হয়। :P



আপনি সবার ভালো চাইবেন কিন্তু যেখানে বিশ্বাস থাকবে; ঠিক সেখানে বিশ্বাসঘাতক গুলো লুকিয়ে থাকবে।
সময়টা যেন এমন, কেউ কারো ভালো চায় না।

১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৭

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন

৭| ১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৮

পল্লব কুমার বলেছেন: দন্ড দিয়ে মানুষকে ভাল করতে চান! মনে হয় না তা সম্ভব। এর চেয়ে বরং নির্লিপ্ত থেকে কাজ করে যান, আশা করি শান্তি নষ্ট হবে না। সুন্দর লিখাটির জন্য শুভকামনা।

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৮

সামিয়া বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.