নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

আমার তোলা চিত্র

২০ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৩



কয়েক মুহূর্তে সুখ ভুলিয়ে দেয় জীবনের সমস্ত দুঃখ তাকে হতাশা গ্লানি ব্যর্থতাকে।
এই এক চিলতে শরতের আকাশের মতন, ছবি তুলেছি বনানীর মোড় থেকে প্রচণ্ড গরমের এক উজ্জ্বল সকালে


বন্য প্রাণীর প্রতি মানুষের আকর্ষণ অত্যন্ত বেশি কিন্তু গৃহপালিত প্রাণীগুলো আমাদের দেশে অবহেলিত আকর্ষণহীন,সকল প্রাণীদের হরিণ গুলোর ছবিটা তুলেছি পাশের বাড়ির সৌখিন চিড়িয়াখানা থেকে।



বনফুল নাম জানা নেই



তুমি মোরে ভুলিয়াছো তাই সত্য হোক,
নিশি শেষে নিভে গেছে রুপালি আলোক।
এক চিলতে নীল আকাশ ছবি তুলেছি গুলশান 2 এর মোড়ে দাঁড়িয়ে



লাল ফড়িং এর ছবি তুলেছি বাসায় বসে



কামিনী ফুলের ছবি তুলেছি বাসার উঠোন থেকে এই গাছটি এখন আর নেই আমার মেঝো আপুর মৃত্যুর পর আব্বু গাছটি কেটে ফেলেছে।।


আইফোন দিয়ে ছবিটি তুলেছি বিশ্বরোড থেকে



সবশেষে আমার হেঁয়ালি কবিতা---

এক মুঠো সুখের হাতছানিতে
জল স্থল তন্ন তন্ন করে খুঁজে
ব‍্যর্থ হয়েছি
অযুত নিযুত বার।

এবার ভাবছি মহাকাশ যাত্রা করবো,
সারা আকাশ চষে
এক বিন্দু সুখ খুঁজে পাওয়া
নিশ্চয়ই অসম্ভব কিছু নয়?

চুলোয় যাক লোক দেখানো শৌখিন পৃথিবী।
ওসব নিয়ে আর ভাববো না।
স্মৃতি নষ্টের একটা
মেশিন দরকার শুধু।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৪

সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক ভালোলাগা জানিয়ে গেলাম আপু, এমন আরো চাই++++

২০ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৭

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার ছবিগুলো কিন্তু আরও অসাধারণ।
ধন্যবাদ ভালো থাকবেন, আপনার কাছ থেকেও অসাধারণ সব ছবি চাই।।

২| ২০ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন:

২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৫

সামিয়া বলেছেন:

আবারো ধন্যবাদ ভাইয়া

৩| ২০ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৭

নাজিম সৌরভ বলেছেন: সুন্দর হয়েছে।

২০ শে জুলাই, ২০১৮ রাত ৮:২০

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

৪| ২০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫২

মাহমুদ তূর্য বলেছেন: সুন্দর

হরিণগুলো কোথায় মানে লোকেশন ?

২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৬

সামিয়া বলেছেন: ধন্যবাদ
লোকেশন ঢাকা

৫| ২০ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৭

রাজীব নুর বলেছেন: ছবি গুলো মন দিয়ে দেখলাম।

২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৭

সামিয়া বলেছেন: কৃতজ্ঞতা রইলো

৬| ২০ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫২

মলাসইলমুইনা বলেছেন: ফড়িং আর হলুদ বনফুলের ফটো দুটো দেখেই সবাই বুঝবে আপনি ভালো ফটোগ্রাফার | বাংলাদেশে যে লিগালি হরিণ পেট করা যায় সেটাইতো জানতাম না ! হরিণ রাখা নিয়ে না বন্যপ্রাণী আইনে মামলা হয়েছিল কোন রাজনৈতিক নেতার বিরুদ্ধে জেনারেল মঈন সাহেবের সময় ? সুন্দর পোস্ট I ভালো লাগলো |

২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৮

সামিয়া বলেছেন: লিগালি যে তারা পেট করছে সে ব্যাপারে আমি নিশ্চিত না, আপনার মন্তব্য বেশ অনুপ্রেরণা দায়ক। কৃতজ্ঞতা। ভালো থাকুন।

৭| ২০ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৩

কাইকর বলেছেন: সুন্দর++++++

২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৮

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

৮| ২০ শে জুলাই, ২০১৮ রাত ১১:২১

কাওসার চৌধুরী বলেছেন: ভাল লাগলো, ছবিগুলো দেখে। লাল ফড়িং এর ছবিটা সবচেয়ে ভাল লেগেছে।

২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৮

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

৯| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫২

চাঁদগাজী বলেছেন:


পাশের বাড়ীর দুষ্টরা হরিণ রাখার অনুমতি পেলো কিভাবে?

২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৯

সামিয়া বলেছেন: নো আইডিয়া তারা আমার পরিচিত না, তেমন কাউকে দেখিও নাই ইনফরমেশন জানার জন্য।

ধন্যবাদ।

১০| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫২

এখওয়ানআখী বলেছেন: ছবিগুলো প্রাণ ভরিয়ে দিল।

২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪০

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

১১| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৫

গরল বলেছেন: ফুলে ছবিগুলো ভালো লাগলো তাই ফুলেল শুভেচ্ছা আমার তোলা ফুলের ছবি দিয়ে।

ফুলে ছবিগুলো ভালো লাগলো তাই ফুলেল শুভেচ্ছা আমার তোলা ফুলের ছবি দিয়ে।

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৯

সামিয়া বলেছেন: ছবিটি খুব সুন্দর। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।
ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.