নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

তোমার কথার আঘাতে

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২২



জলতরঙ্গের মতন
হৃদয় ভর্তি রক্তের স্রোত।
তোমার কথার আঘাত;
এত বেশি বলবো না;
আমারই ধারন ক্ষমতার অভাব।

দোষ তো আমারই।
স্বীকার করছি;
দোষ করতে করতে দুই কাঁধে
পাপের পাহাড়।

অপমান অবজ্ঞার যে
একটু জায়গা হবে
সেইটুক ফাঁকফোকর
কোথায় পাই?

এই যে হৃদয়ের রক্তক্ষরণ;
কোন ঔষধ কি নাই?
মলম হলেও চলতো।
রাস্তাঘাটে;
ছোট ছোট মাইক হাতে হকারেরা
কত রকম রোগের
ঔষধের বেঁচাকেনা।

এই যে নিরাপদ সড়ক চাই'য়ের
টিনএইজ আন্দোলন;
সবার মতন;
আমিও অবাক হই।
অবাক হই;
দুই বেনিওয়ালা
স্কুল পড়ুয়ার গালি শুনে।

রিকশাওয়ালা কুত্তার বাচ্চা
ওর চোখে।
যে যা খুশি বলে; সহজেই,
কে কার হৃদপিণ্ড কাটে
কার হাতে লুকানো ব্লেড
কে বলতে পারে।


প্রিয়তম
বিংশ শতাব্দীর শুরু থেকে
আজ অবধি;
হৃদর কাঁটার প্রতিবাদে
অনশনে আছি।

এখন ক্লান্ত;
দুই চোখে অন্ধকার।
না, হৃদয়ের রক্তক্ষরণও থামছে না,
হাল ছেড়ে দিতে চাই।


তার থেকে বরং
কিছু স্ন্যাক্স দাও
অনশন করে লাভ নেই
বুঝে গেছি।
আপাতত
ইয়াকি প্রাউন স্পেশাল
উইথ ব্ল্যাক মাশরুম হলে চলবে।

উহু
একদম কথা বোলোনা
হাসাহাসি;
একদমই না।
জলতরঙ্গের মতন
আমার হৃদয় ভর্তি
রক্তের স্রোত কিন্তু।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪১

সাইন বোর্ড বলেছেন: হৃদয়ে জল তরঙ্গের পাশাপাশি রক্তক্ষরণ, বাস্তবের অনেক কিছুর সাথেই হিসেব মিলবে না । বিষয়বস্তু ভাল, প্রকাশে অাবেগকে অারেকটু নিয়ন্ত্রণ করতে পারলে অারো ভাল হতে পারকো ।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১২

সামিয়া বলেছেন: ভালো থাকুন ধন্যবাদ।

২| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫২

বিজন রয় বলেছেন: কয়েকটি শব্দ ও লাইন কবিতার সুন্দর নষ্ট করেছে।
আবেগ খারাপ হয়নি।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১২

সামিয়া বলেছেন: ভালো থাকুন ধন্যবাদ।

৩| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৯

শিখা রহমান বলেছেন: ইতিমিতি মনি হৃদয়ের রক্তক্ষরণ কবিতায় উঠে এসেছে। ভালোলাগা কবিতায় ও ভালোবাসা তোমাকে।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৩

সামিয়া বলেছেন: লাভ ইউ আপুনি

৪| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৫

নাজিম সৌরভ বলেছেন: কবিতা দারুণ আপু! কিন্তু চোখটা....

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৩

সামিয়া বলেছেন: ভালো থাকুন ধন্যবাদ।

৫| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

কথার ফুলঝুরি! বলেছেন: না, কোন ঔষধ নেই কোন মলম নেই :((

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৩

সামিয়া বলেছেন: ভালো থাকুন ধন্যবাদ।

৬| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৪

সামিয়া বলেছেন: ভালো থাকুন ধন্যবাদ।

৭| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৯

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতায় বিকারতা রয়েছে! বেশ জটিল শেষ ভাগ! ভালো লাগা রইল!

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৪

সামিয়া বলেছেন: ভালো থাকুন ধন্যবাদ।

৮| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ২:০১

আরণ্যক রাখাল বলেছেন: শুরুতে কেমন খাপছাড়া লাগছিল। কয়েক লাইন পড়ে বুঝলাম কবিতার ধরনটা। অন্যরকম।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৪

সামিয়া বলেছেন: ধন্যবাদ শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.