নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

পথে ঘাটে পর্ব (২৯)

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১২

ছবি: নিজে হাতে তুলেছি :)


পথে-ঘাটে একলা চলাফেরা করলে কি হয়? জাস্ট নিজের মতন করে নিজেকে উপলব্ধি করা যায়, নিজে যা তাই-ই হয়ে মানুষের কাছে নিজেকে উপস্থাপন করা যায়, নিজেকে ছোট বড় যা খুশি ভাবা যায়, সাময়িক এই সকল যাত্রায় সহায়- সম্পত্তি অর্থবল শক্তির প্রয়োজন হয় না, অচেনা মানুষজন কার কি আছে এসব জেনে কাউকে সাহায্য সহযোগিতা করতেও আসে না।

কথায় আছে আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো, কখনো কখনো জঙ্গলের থেকে ভার্চুয়াল লাইফের মানুষ ভালো আবার ভার্চুয়াল মানুষের থেকে অচেনা মানুষ ভালো, সবকিছু মিলিয়ে মানুষ সামাজিক জীব মানুষ একা থাকতে যেহেতু খুব একটা পারে না সেক্ষেত্রে নিরাপদ মানুষ অবশ্যই জীবনে চলার পথে দরকার আছে।
আর নিরাপদ মানুষদের ভেতর অচেনা মানুষরাই সেরা, এদের বেশির ভাগ কথা কাজ সাহায্য-সহযোগিতা হয় নিঃস্বার্থ।

আমাদের দেশের ছাত্রসমাজ হরতাল কিংবা হরতালের অনুকরণে হোক বা যে কারণেই হোক যে কয়টা আন্দোলন তারা বিগত কয়েক বছর করলেন সব কয়টা আন্দোলনে রাস্তাঘাট এবং পরিবহন অবরোধ করে আন্দোলন করাটাই তাদের মাথায় সেরা উপকরন হিসেবে গণ্য হল এবং প্রতিবারই আমরা সাধারণ পাবলিক জীবনের সর্বোচ্চ দুর্ভোগ পোহাতে পোহাতে সেই সকল আন্দোলন বাহ বাহ করতে বাধ্য হলাম, বাংলাদেশে একটা নতুন প্রথা চালু হয়েছে আপনি যে কোন আন্দলনের বিপক্ষে দুটা কথা বলেন, কিংবা বলেন আপনার সেই আন্দোলনের জন্য হয়রানি কিংবা দুনিয়ার কষ্ট করতে হইছে তাহলেই আপনি রাজাকার।

সবশেষ নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় প্রথম দিন রাস্তাঘাঁট অবরোধ এবং সকল গাড়ি ঘোড়া বন্ধ শুনে আমাদের অফিসের এক মেসেঞ্জার ট্রেনে করে তার বাড়ি গাজিপুরের দিরাচরন নামে স্থানে যাবে শুনে, আমি পায়ে হেঁটে উত্তরা ফেরার চাইতে ট্রেনে করে যদি এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাইতে পারি এই এইরকম অন্ধকারে ঢিল ছোরার সিদ্ধান্ত নেই এবং বনানী রেলস্টেশনে পৌছাই।
আমি ইহকালে কোনোদিন ট্রেনে চরিনাই, কাজেই দিনটি ছিল আমার জন্য স্পেশাল এবং সুন্দর।

ট্রেন আসবার আগেই আমাকে ওয়ার্নিং দেয়া হয়েছে যে লোকাল ট্রেনে ওঠা যেন তেন ব্যাপার না বিশেষ করে এইরকম গাড়ি চলাচল বন্ধের দিনে, এটা অলিম্পিক গেমের যেকোন প্রতিযোগিতায় অংশগ্রহনের মতই কঠিন। কাজেই ট্রেন আসবার সাথে সাথে ঝাঁপিয়ে পড়তে হবে। সামনের দিকে এগিয়ে দাঁড়াতে হবে, ডান দিকে দাঁড়াতে হবে, যুদ্ধ করবার জন্য বামে দাঁড়ানো বোকামি এই ডিরেকশন দিলো আমাদের অফিসের অতি বিজ্ঞ মেসেঞ্জারের বন্ধু। ট্রেনে ওঠার পদ্দতিগুলো শুনতে শুনতে আমি ধারণা করলাম পৃথিবীর কত জ্ঞান এখনো জানিনা কত কি আমার জানতে বাকী শিখতে বাকী।

ট্রেনে ওঠার পর অন্তর থেকেই নির্গত হল যে চরম ভুল হয়ে গেছে, আমি সত্যিকার অর্থেই নরকে প্রবেশ করেছি এর থেকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় হাটাই ছিল বুদ্ধিমানের কাজ।
যা হবার তা হয়ে গেছে, এক একটা ভুল মুহূর্ত যখন জীবন থেকে চলে যায় তখন চুল ছিঁড়ে কান্নাকাটি করে হাতে পায়ে ধরেও সেই মুহূর্ত আর জীবনে ফিরে আনা যায় না। কাজেই আমি চাইলেও ট্রেন থেকে নামতে পারবোনা। নিয়তির ভয়ঙ্কর পরিনতি মেনে নিয়ে সামনে কি হয় বা খারাপটাই হবে জেনে বুঝেও ধৈর্য ধরা বা না ধরেও অপেক্ষা করার নামই জীবন।
ট্রেনে ওঠা বলতে আমি দরজা থেকে সামান্য সামনে পর্যন্ত একটু খানি কেবল এগিয়ে, মনেহল কোটি কোটি মানুষে ঠাসা এক অদ্ভুত যাত্রা শুরু হল, আমার সামনেই এক চল্লিশের কাছাকাছি বয়সের দাড়িওয়ালা, মেয়ে মানুষ যেহেতু তার পাশে তার গায়ের সাথে গাঁ লাগিয়ে দাঁড়ানোর সুযোগ যখন এলোই সেই সুযোগ কিছুতেই হাত ছাড়া করা যাবেনা মনের এক লোক দাঁড়িয়ে, আমার ডানে বামে পেছনে সাইডে কোনায় সবখানে পুরুষ আর পুরুষ, একটা ছেলে ইচ্ছে করে কনুই দিয়ে আমায় ছুয়ে দিচ্ছে, শরীরের সাথে মিশে আছে সব, বাকীদের কারো ভেতরে নোংরামি মনের ছায়া ও দেখতে পেলাম না।

এত ভীরে কোন মেয়ে ট্রেনে উঠতে পারার কথা না, আমি সেদিন উঠতে পেরেছি আমার অফিসের মেসেঞ্জার ড্রাইভার ও তাদের পরিচিত বন্ধুগনদের সহযোগিতায়। আমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে তারা আর উঠতে পারে নাই বুঝতে পারলাম আশেপাশে কিংবা দূরে ও তাদের ছায়া ও না দেখে।
নিয়ম অনুযায়ী ট্রেন চলতে শুরু করার পাঁচ মিনিটের মাথায় আমি বুঝতে পারি আর মাত্র কয়েক মুহূর্ত; এরপর হয়তো আমি দুনিয়ার মায়া ত্যাগ করতে যাচ্ছি একেবারে ত্যাগ না করলেও কাছাকাছি কিছু ঘটতে যাচ্ছে।
চোখে অন্ধকার দেখতে দেখতে এবং প্রচণ্ড ভীরের ভেতরে যেহেতু পড়ে যাবার জায়গা নেই কাজেই বসে পড়তে পড়তে অনুভব করি, মানুষ বেঁচে থাকে মরে যাবার জন্য কিংবা মরে যাওয়াটাই হচ্ছে জীবনের সার্থকতা কিংবা দুঃখ বেদনা জড়া যন্ত্রণা রোগ শোক থেকে মুক্তির শান্তিময় যাত্রা।



বাকী অংশ কাল লিখবো।।

মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৮

বিজন রয় বলেছেন: যাক নতুন অভিজ্ঞতা পেলেন।

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৩

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা , শুভকামনা, ভাল থাকুন, সুস্থ থাকুন।

২| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: আসলে মানুষের গন্তব্য জান্নাত অথবা জাহান্নাম। তার আগ পর্যন্ত সবাই পথিক। মৃত্যু একটা স্টেশন পট পরিবর্তনের। আসলে এবিষয়ে একটা কবিতা লিখা দরকার। মন্দ লিখেন নি।

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৩

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা , শুভকামনা, ভাল থাকুন, সুস্থ থাকুন।

৩| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০০

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্দোলন মানেই রাস্তাঘাট অবরোধ। আন্দোলনের চূড়ান্ত পান্তা। আমরা কেনো সেটা করছি?
বাংলাদেশের প্রেক্ষাপটে আন্দোলনের বিকল্প পদ্ধতি কি? আপনার কি মনে হয়, ঘরে বসে। ব্লগিং, ফেইসবুকিং বা কলাম লিখে। প্রতিবাদ সমাবেশ করে। দাবীগুলো আদায়করা পসিবল ছিলো?

যেদেশে রাস্তাঘাট অবরোধ করে, সম্পদ নষ্ট করে প্রতিবাদ জানিয়েও দাবী আদায় সম্ভব হয় না, হলেও বাস্তবায়ন সম্ভব হয় না; সেই দেশে শান্তিপূর্ণ আন্দোলন আশাকরা বোকামো নয় কি?

অবশ্য যে দেশের মানুষ নিজের গণ্ডির বাইরে কিছুই ভাবতে চায় না, তাদের কাছে এসবব আন্দোলন তেমন কোনো অর্থবহন করে না। বরং এসব বিরক্তিকর!

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৫

সামিয়া বলেছেন: আপনি এত রেগে আছেন কেন? দাঁড়িয়ে থাকলে বসুন , বসে থাকলে শুয়ে পড়ুন, আশেপাশে আইস ব‍্যাগ আছে???

৪| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৩

সাইন বোর্ড বলেছেন: বেশ বিচিত্র অভিজ্ঞতা হলো বলা যায় ।

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৫

সামিয়া বলেছেন: ধন্যবাদ, শুভেচ্ছা , শুভকামনা,

৫| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২০

সূচরিতা সেন বলেছেন: ভালো অভিজ্ঞতা বলা চলে।

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৫

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা , শুভকামনা, ভাল থাকুন, সুস্থ থাকুন।

৬| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩২

জুনায়েদ বি রাহমান বলেছেন: লেখক বলেছেন: আপনি এত রেগে আছেন কেন? দাঁড়িয়ে থাকলে বসুন , বসে থাকলে শুয়ে পড়ুন, আশেপাশে আইস ব‍্যাগ আছে??? - হা হা... ওকে। মাথা নিয়ে ফ্রিজে ঢুকে পড়ছি!!

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৭

সামিয়া বলেছেন: =p~ =p~ =p~ =p~

৭| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৩

তারেক ফাহিম বলেছেন: নতুন অভিজ্ঞতাতো হল B-)

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২২

সামিয়া বলেছেন: আসলেই :) ধন্যবাদ

৮| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০২

আহমেদ জী এস বলেছেন: সামিয়া ,




জীবনের একটি কঠিন বাস্তব থেকে ঘুরে এলেন !


২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৩

সামিয়া বলেছেন: ঠিক বলেছেন, ধন্যবাদ।

৯| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৬

রাকু হাসান বলেছেন:

খারাপ লাগলো । এমন বিচিত্র অভিজ্ঞতা প্রতি নিয়ত হয় ,আপনি নতুন যে তাই বিষয়টা বেশি খারাপ অনুভূতি হয়েছে । আমি ছেলে হিসাবেও ট্রেনে উঠার সময় হুমড়ি খেয়ে ভিতরে ঢুকতে পারি না । এগুলো দেখলে মন চায় আবার ফিরে যায় ,তবু বাধ্য হয়েই করতে হয় ,অনেক সময় । রাষ্ট্রের জনসাধারণ হিসাবে ভাল সুব্যবস্থা আমরা এখন ও পায়নি । ট্রেনের ভেতরের মুহূর্তের জন্য সত্যিই লজ্জিত,দুঃখজনক । ঐ মানসিকতা ছেলেদের ধিক্কার জানায় । পরের পর্ব লিখুন পড়ি আমরা

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৮

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা , শুভকামনা, ভাল থাকুন, সুস্থ থাকুন।

১০| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫২

কাওসার চৌধুরী বলেছেন: +++++

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৮

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

১১| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১১

ভুয়া মফিজ বলেছেন: প্রথম দুই প্যারাতে আপনার উপলব্ধির চমৎকার বহিঃপ্রকাশ!

যেখানে কোন কিছুই ঠিক নাই, সেখানে তো আন্দোলন হবেই। মানুষ তো সাধে আন্দোলন করে না, দেয়ালে পিঠ ঠেকলেই করে! তবে এটাও ঠিক, এর জন্য সাধারন জনগন যে ভোগান্তিতে পরে তার কোন সীমা নাই। আপনার ভোগান্তির সমবেদনা জানানোর ভাষা নাই! :(

লেখা বরাবরের মতোই দারুন!
অনেকদিন পরে মনেহয় আপনাকে দেখলাম। ভালো থাকবেন।

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪০

সামিয়া বলেছেন: হ্যাঁ বেশ কিছুদিন পর এলাম, well.. কেউ ব‍্যাপারটা নোটিশ করেছে।
অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা , শুভকামনা, ভাল থাকুন, সুস্থ থাকুন।

১২| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৩

কুঁড়ের_বাদশা বলেছেন:

লোকাল ট্রেনের অভিজ্ঞতা মন্দ না। :P


ইতি আপু কেমন আছো? :P

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫২

সামিয়া বলেছেন: উফ ঢং রে

১৩| ২৯ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:১১

চাঙ্কু বলেছেন: দেশের সব লোকাল ট্রেনেরই এই অবস্থা! মেয়েদের জন্য আসলেই সেইটা নরকের মত!

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৫

সামিয়া বলেছেন: ধন্যবাদ, ভাল থাকুন,

১৪| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: ট্রেনে চড়ার অভিজ্ঞতা আমারও খুব কম, তবে আপনার মতো এমন অভিজ্ঞতা আমারও আছে, চেষ্টা করবো কোন এক সময় লিখে ফেলতে।

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৬

সামিয়া বলেছেন: অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। ভালো থাকুন।

১৫| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: বাকী অংশ জানার অপেক্ষায় থাকলাম..............

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৬

সামিয়া বলেছেন: বাকী অংশ দেয়া হয়েছে ভাইয়া :)

১৬| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫০

মোস্তফা সোহেল বলেছেন: আমাদের সফলতা,ব্যর্থতা সব কিছুই একদিন মৃত্যুতে মিলিয়ে যাবে।
লোকাল ট্রেনে চড়ার অভিজ্ঞতা আমারও আছে।মনে হয় খুব দরকার না হলে লোকাল ট্রেনে না চড়াই ভাল।

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৭

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

১৭| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
জীবনে সব ধরনের অভিজ্ঞতার দরকার আছে ! ;)

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৮

সামিয়া বলেছেন: তাই!!

ধন্যবাদ।

১৮| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৭

শামচুল হক বলেছেন: জীবনে এরকম কত যে চ্যাপ্টা হয়েছি তার লেখা জোখা নাই। যাক সামনের পর্বের আশায় রইলাম।

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৮

সামিয়া বলেছেন: সামনের পর্ব দেয়া হয়েছে, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.