| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন মানুষ যদি নিরিবিলি প্রকৃতির সাথে একান্ত সময় কাটাতে পারে, তবে সে মানসিক শারীরিক সব দিক দিয়ে সুস্বাস্থ্যের অধিকারী হবেন। আসলে আমরা তো প্রকৃতিরই অংশ।
প্রকৃতি আমাদের দেহে মনে তো প্রভাব ফেলবেই সেটাই স্বাভাবিক। প্রকৃতি বলতে; প্রকৃতির যে কোন কিছু; যে কোন ঋতু, বনজঙ্গল, গাছপালা, সাগর, নদী, কিংবা দিগন্ত ভরা সাদা কাশফুল মন ভালো করে দেবার জন্য যথেষ্ট। 
আজি শরৎ তপনে প্রভাত স্বপনে কী জানি পরান কী যে চায়।
ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কী যে গায় গো।।
আজি মধুর বাতাসে হৃদয় উদাসে, রহে না আবাসে মন হায়
কোন্ কুসুমের আশে কোন্ ফুলবাসে সুনীল আকাশে মন ধায় গো।।
আজি কে যেন গো নাই, এ প্রভাতে তাই জীবন বিফল হয় গো
তাই চারি দিকে চায়, মন কেঁদে গায় “এ নহে, এ নহে, নয় গো’।
------গীতবিতান
আমাদের চারপাশে পথে ঘাটে টুকটাক দুই একটা সাদা কাশফুল উঁকি দিয়ে জানান দেয় যে শরত ঋতু এসেছে। কাশফুল এর শুভ্রতা এমনই যে এর ফুরফুরে হাল্কা আকৃতির মতনই মন দ্রুতই হাল্কা হতে থাকে।

ছবিগুলো তুলেছি দিয়া বাড়ি থেকে, সেখানে দিগন্তের পর দিগন্ত জুড়ে কাশফুল আর নীল আকাশ মিলে মিশে একাকার। 
দিয়া বাড়ি ছাড়াও কাশফুল আছে আশুলিয়া, দক্ষিন খান, পূর্বাচল, তিনশো ফিট, রামপুরার বনশ্রীর আফতাবনগর সহ আরও অনেক জায়গায়।
ছবিগুলো তুলেছি নিকন ক্যামেরা এবং আই ফোন দিয়ে।। 
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২
সামিয়া বলেছেন: সময় করে একদিন দেখে আসুন, মন ভালো হয়ে যাবে গ্যারান্টি।
ধন্যবাদ।।
২|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫
সনেট কবি বলেছেন: সুন্দর
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ, ভালো থাকুন।
৩|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬
নতুন নকিব বলেছেন:
কাশফুলে মুগ্ধতা। ধন্যবাদ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ, ভালো থাকুন।
৪|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬
রাজীব নুর বলেছেন:
আমার তোলা।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮
সামিয়া বলেছেন: ওয়াও!!!! দারুন !!!!
৫|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬
রাজীব নুর বলেছেন: 
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯
সামিয়া বলেছেন: এটাও অনেক সুন্দর। ধন্যবাদ, ভালো থাকুন।
৬|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯
কামরুননাহার কলি বলেছেন: দারুন দারুন ছবি তুলেনে আপি আপনি।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
সামিয়া বলেছেন: ধন্যবাদ বোন শুভকামনা
৭|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২০
ইমু সাহেব বলেছেন: মানুষ প্রকৃতিরই একটি অংশ । তাই মানুষকে ও প্রকৃতি বলা যায় । ঘুরে আসুন কোন খানে আপন মানুষের সাথে , মন এমনিতেই হালকা হয়ে যাবে ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
সামিয়া বলেছেন: Well said..... thanks
৮|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর লিখেছো । ছবি গুলোও ভালো লেগেছে। একেবারে কাশফুলের নরম ছোঁয়া যেন পেলাম । একটা জিনিস অনুপস্থিত আর সেটা হলো শরতের আকাশে সাদা মেঘের ভেলা। তাহলে কিন্তু আরও ভালো হতো। এ ব্যাপারে তোমার মতামত কি?
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
সামিয়া বলেছেন: Unfortunately ওই দিন আকাশে মেঘ ছিল, জায়গাটা তো অনেক বিশাল হঠাৎ দেখলাম দূরে বৃষ্টি হচ্ছে আমি যেখানে ছিলাম সেখানে ঠান্ডা বাতাস, রিকশাওয়ালা বললো হ্যাঁ বৃষ্টি!! অদ্ভুত দৃশ্য, যে জন্য আর সুনীল আকাশের ছবি তোলা হলো না, আকাশে মেঘের একটা ছবি কিন্তু দিয়েছি ভাইয়া, তবে হ্যাঁ সাদা মেঘের ভেলার কোন তুলনাই হয়না, নেক্সটাইম সাদা মেঘ আর কাশফুলের ছবি তুলবার চেষ্টা করব।সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ, ভাল থাকুন সুস্থ থাকুন শুভকামনা।
৯|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০২
সাইন বোর্ড বলেছেন: ছবি ভাল লেগেছে ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
সামিয়া বলেছেন: তাই! ধন্যবাদ।
১০|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩
স্টার আইটি বলেছেন: লেখক অসাধারন লিখেছেন
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
সামিয়া বলেছেন: কি লিংক দিলেন? কেনো?
১১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মন উদাস করা সুন্দর পোস্ট।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০২
সামিয়া বলেছেন: কাশবনে ঘুরে আসবেন কিন্তু, তাহলে মন আরো উদাস হবে গ্যারান্টি, ভালো থাকুন ধন্যবাদ শুভ কামনা।
১২|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
মেহেদী হাসান হাসিব বলেছেন: অসাধারন ছবি তুলেছেন।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১০
সামিয়া বলেছেন: Thanks a lot
১৩|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৭
আর্কিওপটেরিক্স বলেছেন: ইতি আপি কেমন আছো ![]()
আমি দারুণ আছি ![]()
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১১
সামিয়া বলেছেন: I'm good bro, who r u?
১৪|
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৩
আর্কিওপটেরিক্স বলেছেন: আমি কে????
তুমিই বলো আপি
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
সামিয়া বলেছেন: বোধহয় বুঝতে পারছি
১৫|
০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৭
আর্কিওপটেরিক্স বলেছেন: কি বুঝতে পারছ আপি???
আমি কিছুই বুঝলাম না ![]()
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১১
তারেক_মাহমুদ বলেছেন: বাহ সুন্দর, অনেকদিন কাশফুল দেখিনা।