নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

স্ট্রেস

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৩



যতই দিন যায়; যতই ভাবি;
পৃথিবীটা আরও রঙিন হোক;
ততই দুনিয়া সাদাকালো ফ্যাকাসে।


রঙের সাথে তো শত্রুতা নাই আমার।
আকাশে যতবার;
সাতরঙ রঙধনু ভাসে
প্রত্যেকবারই হতবাক হই।

আল্লাহ্‌র দুনিয়ায় কত কি আছে
সুখ শান্তি ছাড়া।


ওয়াটার কালারের মতন
পানি লাগলেই; একটু যে সুখ;
তাও ধুয়ে যায়; বৃষ্টিতে বাতাসে।


পাখিগুলার মতন এই আছে এই নাই।
পাগলের মনেও সুখ নাই আর।

ভালোবাসা মানেই ধিক্কার
ভালোবাসা মানেই
এক পক্ষের অগণিত অন্যায়।

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

সনেট কবি বলেছেন: ভাল

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬

সামিয়া বলেছেন: ধন্যবাদ , ভালো থাকুন।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

কাওসার চৌধুরী বলেছেন:



যত দিন যায় মনের মণিকোঠায় জং ধরে, বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতা বাড়ে, চেনা জগৎকে অচেনা লাগে, রঙিন পৃথিবীকে একটা সাদা কালো ক্যানভাস মনে হয়। রঙের সাথে শত্রুতা না থাকলেও প্রকৃতি আর সমাজের এক অদ্ভুত নিয়মে সব কিছু উলটপালট হয়ে যায়। আর সুখের স্থায়িত্বকাল? এটা কালবৈশাখীর ঝড়ের মত আগে অসুখকে বিরতি দেওয়ার আশায়। আর ভালবাসার বিরুদ্ধে এত অভিযোগের পরেও আমরা ভালবাসি, ভালবাসার জন্য অপেক্ষায় থাকি।

চমৎকার কবিতা, আপু। ভাল লাগলো।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

সামিয়া বলেছেন: পুরো কবিতাটির ব্যাখ্যা অত্যন্ত চমৎকার ভাবে আপনি অল্প কথায় তুলে ধরেছেন।
কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানবেন, ভালো থাকুন।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

বিষাদ সময় বলেছেন: অনুভুতিগুলের সাথে কোথায় যেন নিজের মিল খুজে পাচ্ছি। ভাল লাগলো ++

এটা কি নিজন্ব অনুভুতি, না কৃত্রিম আবেগের পঙতিমালা? হাঃ হাঃ

জীবন আঁকা হোক রঙিন ক্যানভাসে, সেই কামনা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯

সামিয়া বলেছেন: পুরো কবিতার প্রতিটি শব্দ , আবেগ, চিন্তা , চেতনা নিজস্ব, কৃত্তিমতার অবকাশ নেই।।

অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা।।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

শাহরিয়ার কবীর বলেছেন:

পানির কী কোন কালার আছে ? :P :)

উত্তর, পানির রং হলো হালকা নীল!!!!!


কবিতা পড়ে এখন পাঠক হিসাবে বুঝলাম, কবি নীল রং নিয়ে গবেষণায় ব্যস্ত!!! ;)

কবিতা ভালো হয়েছে+ ;)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা।।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ভালবাসা মানে অনেক কিছু
সর্বনাশ আসে পিছু পিছু।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা।।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮

নজসু বলেছেন: :(

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

সামিয়া বলেছেন: :(

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২০

সেলিম আনোয়ার বলেছেন: দূরাশার হতাশার কবিতা। :(

প্রত্যেকবারই হতবাক হই হবে । :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

সামিয়া বলেছেন: ভুল শুধরে দেয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন, অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা।।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

সৈয়দ ইসলাম বলেছেন:


"ভালোবাসা মানেই ধিক্কার
ভালোবাসা মানেই 
এক পক্ষের অগণিত অন্যায়।"



:(

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা।।

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

রাকু হাসান বলেছেন: প্রথম স্তবকে আশাবাদী কবি । শেষ স্তবকে এসে হতাশা লাগলো |-) । বাস্তবতা এমন কথা অনেক সময় বলে :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা।।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা।।

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: ভালোবাসা মানেই এক পক্ষের অগণিত অন্যায় :(

হয়ত, তাই!!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০০

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , ভালো থাকুন, শুভ কামনা।

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

নীল আকাশ বলেছেন: স্বার্থে প্রয়োজনে সাদা হয় কালো আর কালো হয় সাদা। প্রয়োজন ফুরালে রংধনুর সাত রং ও ফ্যাকাসে মনে হয়। যে ভালোবাসা শুধুই অগনিত অন্যায় আবদার করে যায় সেটা টিকে থাকে সুতার আগায়। ফু দিলে যদি উড়ে যায় আবেগ, তাহলে সেটা আসলে কোনকালেই ছিল না।

এটাই জীবন, এটাই বাস্তবতা। এরি মাঝে বেচে থাকে টুকরো চাওয়া পাওয়া।

চমতকার লেখার জন্য রইল শুভ কামনা।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , ভালো থাকুন, শুভ কামনা।

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

ডার্ক ম্যান বলেছেন: ভালবাসা মানে একপক্ষের অগণিত অন্যায় । এটা কি কারণে লিখলেন।
আপনাকে কেউ ভালবাসলে তাকে কি আপনার ভালবাসতেই হবে। যে আপনাকে ভালবাসে সে আপনার সীমাবদ্ধতাকেও বুঝবে।
আমি একতরফা ভাবে অনেককে ভালবেসেছিলাম । আমাকে প্রত্যাখ্যান করার কারণে কাউকেই ধিক্কার দিই নি।
তখন বিরহের গান শুনে নিজেকে সান্ত্বনা দিই

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , ভালো থাকুন, শুভ কামনা।

১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

আহমেদ জী এস বলেছেন: সামিয়া ,





এটা "স্ট্রেস" নয়, দুঃখগাঁথা ।
পৃথিবীর সব রঙ-ই ধুয়ে যায় চোখের জলে আর তাতে বুকের ভেতরে থাকা সুখপাখিটাও যায় উড়ে ।

গানে গানে বলি-
সুখ নামে সুখ পাখিটাই ধরতে গিয়ে
কিনেছি সোনার খাঁচা যা কিছু সব বিকিয়ে
সোনার শিকল কেটে দিয়ে হায়
সে পাখি আমার যায় উড়ে যায়.................

...................................
ভুল কিসে না জেনে যাই মাশুল দিয়ে
হিসাবের শুন্য আমার
মেলেনি সব হারিয়ে
ললাট লিখন লিখে বিধাতা
নাম কিনেছেন ভাগ্যদাতা..............।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

সামিয়া বলেছেন: গানটা সুন্দর-----------

অনেক অনেক ধন্যবাদ , ভালো থাকুন, শুভ কামনা।

১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১১

জাহিদ অনিক বলেছেন: কবিতা ভালো লেগেছে সামিয়া আপু

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.