নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

মাউন্ট হুয়ানান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান

০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭



হুয়াইন শহর এবং চীনের সবচেয়ে পবিত্র পর্বতমালাগুলির মধ্যে অবস্থিত মাউন্ট হুয়ানান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়েছে, কারন এইখান থেকে বহু টুরিস্ট পড়ে গিয়ে মারা গেছেন। অনেকটা ইচ্ছা মৃত্যুর মতন হয়েছে ব্যাপারটা, জেনে শুনে এমন জায়গায় উঠার চিন্তা ভাবনা করাই তো বিপদজ্জনক।
হয়না এই রকম? রাস্তা দিয়ে চলতে ফিরতে হঠাৎ গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ার প্রবল ইচ্ছা? আমাদের এলাকার এক বিবাহিত যুবক একবার তার বউ এর সাথে ঝগড়া করে সকালে সকলের সাথে অত্যন্ত স্বাভাবিক অবস্থায় চা পান করতে করতে ট্রেনের সাইরেনের শব্দ শুনে বউ এর কথা মনে পড়ছে এই রকম চেহারা করে চা এর কাপ টুলের উপড়ে রেখে উঠে দাঁড়ালেন। তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই এক দৌড় দিয়ে ট্রেনের নীচে ঝাঁপিয়ে পড়ে টুকরা টুকরা হয়ে গেলেন।

আফসোস, সে মাউন্ট হুয়ানান পর্বতে যেতে পারতেন।তাহলে ইচ্ছা মৃত্যুর জন্য আত্মহত্যা নাম তার নামের সাথে যুক্ত থাকতো না। স্থানীয়রা বলেন অনেকে পারবেনা জেনেও পর্বতে ওঠার সাহস করেন তারপর তাদের পতনের কারনে মৃত্যু হয়।



পর্বতটি দক্ষিণাঞ্চলের চূড়ায় ২160 মিটার (7,087 ফুট) পর্যন্ত



মেগাটন হুয়ানান খ্রিস্টপূর্ব ২য় শতাব্দীর পর থেকে যখন একটি দাউস্ট মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তখন থেকেই এটি ধর্মীয় গুরুত্বের স্থান হয়ে উঠেছিল।তারপর তীর্থযাত্রীরা, ভিক্ষুক এবং নান পর্বত এবং পার্শ্ববর্তী এলাকা বাস করতে শুরু করেন।



পর্যটকদের জন্য পর্বতে ওঠার পাথর গুলো আরও শক্তিশালী করা হয়েছে, তবে তারা এখনও বিপজ্জনক এবং মারাত্মক। প্রতি বছর টুরিস্ট পর্বতে আহরন করতে গিয়ে মারা যান। যদিও কোনও সরকারী পরিসংখ্যান রাখা হয় না।

মেগাটন হুয়ানান চীন এর পাঁচটি মহান পর্বতমালা একটি।



কিছু জায়গায়, স্থানীয়রা পাহাড়ে সিঁড়ি নিজেরাই খোদাই করেছেন।

এত সুন্দর চলার পথ! এই জন্যই পর্বতটির প্রাণঘাতী পতনের জন্য এত খ্যাতি!




পর্বতের উপড়ে মানুষ তালা বেঁধে রেখে আসেন সুস্বাস্থ্যের জন্য, মনের আশা পুরনের জন্য, ভালোবাসার জন্য, মানুষের কত কি সংস্কার!!


ইদানীং যেটা হয় মাউন্ট হুয়ানান অতিরিক্ত বিপদজ্জনক হওয়া সত্ত্বেও কিছু কিছু অতি কিউরিয়াস সেলফি এডিক্ট লোকজন সেলফি তুলে মৃত্যুর হার বাড়াচ্ছেন। এত ঝুঁকি নিয়ে সেলফি তোলার কি মানে তারাই জানে; মরে গিয়ে অথবা মরতে মরতে বেঁচে গিয়ে।

মন্তব্য ৫৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: ও দেশের সরাকার করে কি?এমন বিপদজ্জনক জায়গাতে সাধারন মানুষদের তো উঠতে দেওয়াই উচিত নয়।

০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪

সামিয়া বলেছেন: সরকার এই বিষয়ে কিছু করছে কিনা সেই বিষয়ে তেমন কোন ইনফো পাইনি।

২| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাই আমার নামে একটা তালা বেঁধে রাখা যায়না? :D

০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

সামিয়া বলেছেন: যার যার টা নিজের গিয়ে বেঁধে রেখে আসা নিয়ম।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! বেশ ভালো লাগলো ,সুন্দর একটি শেয়ার করার জন্য । ধন্যবাদ আপনাকে।


শুভকামনা ভালবাসা রইল।

০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৪

সামিয়া বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

আবু তালেব শেখ বলেছেন: যারা এখানে যায় তাহারা আহম্মক

০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

সামিয়া বলেছেন: হ্যাঁ মৃত্যু ঝুঁকি বেশি যেহেতু।

ধন্যবাদ।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

ই রহমান বলেছেন: লেখিকা আপনি কি গিয়েছেন???

শিহরন অনুভব করলাম। সুন্দর লেখার জন্যে ধন্নবাদ।

০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩২

সামিয়া বলেছেন: নাহ আমি যাইনি, ছবিগুলো দেখলে শুধু শিহরনই না ভয় ও করে।

ধন্যবাদ।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

নতুন নকিব বলেছেন:



যুগপৎ ভয়ঙ্কর এবং সুন্দর।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮

সামিয়া বলেছেন: আপনাকে ও ধন্যবাদ

৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

মাহমুদুর রহমান বলেছেন: পোষ্টটি ভালো লেগেছে।একটা অজানা বিষয় সম্পর্কে জানতে পারলাম।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা।

৮| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আমি কিছুটা এ্যাডভেঞ্চারপ্রিয়, কিন্তু এইটা দেখে ঠিকই ভয় পাইছি।।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫

সামিয়া বলেছেন: হুমম হাইট ফোবিয়া আছে যাদের তাদের আরও ভয় লাগবে।

ধন্যবাদ।

৯| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

সবুজের ইবনে বতুতা বলেছেন: কি ভয়ংঙ্কর ব্যাপার। ছবি দেখে ভয় পেয়ে গেছি। তবে আমি সবসময় এডভেঞ্চার পছ্ন্দ করি। চায়না তে পাহাড়ের চূড়ায় উঠে তালাদেওয়ার একটা রীতি আছে। সেটা আমার এক বন্ধু বলেছিল!

পোষ্টটি দারুন লেগেছে। আরও তথ্য হলে ভাল হতো...

আরও কিছু জানতে এখানে ক্লিক করুন... 华山(中国,陕西省,华阴市)

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯

সামিয়া বলেছেন: Mount hua Mount hunan দুটা আলাদা পর্বত না একই পর্বতের আলাদা নাম?

ধন্যবাদ । ভালো থাকুন, শুভকামনা।

১০| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

কথাকথিকেথিকথন বলেছেন:




এখানে উঠে প্যারাস্যূট লাগিয়ে লাফ দিয়ে ঊড়তে ভাল লাগবে !!

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

সামিয়া বলেছেন: ওদের দেশে প্যারাস্যূট সহ আরও বিভিন্ন রাইড আছে।।

ধন্যবাদ।।

১১| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

সবুজের ইবনে বতুতা বলেছেন: Mount Heng (Hunan) 衡山

মাউন্ট হুয়া এবং মাউন্ট হুনান দুটি পুরো আলাদা পর্বতমালা। উপরের লিংকে বিস্তারিত।

ধন্যবাদ।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

সামিয়া বলেছেন: আপনি আমাকে Mount Hua পর্বতের লিঙ্ক দিয়েছেন তাই জানতে চেয়েছিলাম।

ধন্যবাদ আবারো।

১২| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

আখেনাটেন বলেছেন: এ তো ভয়ঙ্কর ব্যাপার স্যাপার!

এর আগে চীনের একটা নিউজ দেখেছিলাম যে সেখানে একটি খরস্রোতা নদীর উপর দিয়ে ক্যাবল টেনে সেখানে ঝুলিয়ে ঝুলিয়ে ছেলেমেয়েদের অন্যপাশের স্কুলে যেতে হত। ভয়ঙ্কর।



০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

সামিয়া বলেছেন: আসলেই ভয়ঙ্কর।। কত দেশে যে কত কিছু হয়!

ধন্যবাদ। ভালো থাকুন।

১৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫

সবুজের ইবনে বতুতা বলেছেন: কিন্তু, আপনি যে মাউন্টেইন নিয়ে পোষ্ট করেছেন চাইনিজে তার নাম হচ্ছে মাউন্ট হুয়া। যা চীনের শানসি প্রদেশের হুয়াইন শহরে অবস্থিত। পশ্চিমাঞ্চলীয় শহরের সবচে বড় ৫ টি মাউনন্টেইন এর মধ্য অন্যতম মাউন্ট হুয়া। এর ৫ টি চূড়া আছে, যার সর্বোচ্চ চূড়ার উচ্চতা হলো ২১৫৪.৯ মিটার (৭০৭০ ফিট)।

চৈনিকদের কাছে ধর্মীয় কিছু ব্যপার আছে এই মাউন্টেইনকে ঘিরে।

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩১

সামিয়া বলেছেন: আমাকে এক ফরেইন বন্ধু ব্যাপারটা বলেছে, সে নাম বলেছে এম টি হুয়ানান, আবার কোথাও হুয়া কোথাও হুয়াসান

সি------------------- Mt. Huashan

১৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল ।

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

সামিয়া বলেছেন: ধন্যবাদ, শুভকামনা

১৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

রাজীব নুর বলেছেন: চমৎকার পোষ্ট।

High Lane মুভিটা দেখেছেন?

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

সামিয়া বলেছেন: ধন্যবাদ,

না দেখিনি--------------

১৬| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

জ্ঞান পাগল বলেছেন: ভয়ানক ব্যাপার B:-)

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩

সামিয়া বলেছেন: হ্যাঁ অনেকটা।
ধন্যবাদ

১৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

সনেট কবি বলেছেন: ভয়ঙ্কর সুন্দর!

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩

সামিয়া বলেছেন: হুম


ধন্যবাদ কবি--------------

১৮| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৩

মনিরা সুলতানা বলেছেন: বেশ বিপদজনক ! কিন্তু এডভেঞ্চার প্রিয় মানুষের জন্য আনন্দের নিঃসন্দেহে ।
আর আজকাল সেলফি রোগ তো মহামারী :(

দারুণ সব ছবি আর লেখার জন্য ধন্যবাদ ।

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪

সামিয়া বলেছেন: ধন্যবাদ আপুনি-------
ভালো থেকো।।

১৯| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কত্থক পোজে সেলফি তুলবেন আশায় শায়মা'পু যাবার প্ল্যান আঁটছেন বলে শুনেছি আর লিটনদা'র ইচ্ছেপূরণ তালা(কুনু এক ড্রাইভারকে বান মারার গোপন খায়েেসে.....)

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭

সামিয়া বলেছেন: শায়মাপু গেলে আমিও যাবো গো------------- :)

নাআআআআআআআআআআআআ এ হতে পারে না, লিটন ভাইকে বলুন ঐ এক ড্রাইভার ওরফে কারেন্টের মিস্ত্রীই আমার সম্বল, তার কিছু হলে আমি সইতে পারবো না।।

২০| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩০

শাহারিয়ার ইমন বলেছেন: সুখে থাকলে ভূতে কিলায় অতঃপর ঐখানে মরতে যায় আর কি /:)

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

সামিয়া বলেছেন: তারপর ও তো যায় অনেকে---------

ধন্যবাদ।

২১| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: টাকা খরচ করে স্বাধীনভাবে মরতে পারার এক জায়গার পরিচয় দিলেন!

ছবি ব্লগের সুঘ্রাণ বেরুচ্ছে।
প্লাস+++

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

সামিয়া বলেছেন: ছবি ব্লগের সুঘ্রাণ বেরুচ্ছ----------
ভীষণ কাব্যিক মন্তব্য।।

ধন্যবাদ।।

২২| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৬

সাদা মনের মানুষ বলেছেন: এ্যডভেঞ্চারারারদের জন্য অবশ্যই স্বর্গোদ্যান এটি, তবে আমার কিন্তু ছবি দেখেই হাত পা কাপছে।

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯

সামিয়া বলেছেন: হাহা হুম হাত পা কাঁপাই স্বাভাবিক।

ধন্যবাদ.।.।.।.।

২৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৪

চাঙ্কু বলেছেন: যামু না :)

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪২

সামিয়া বলেছেন: না যাওয়াই ভালো :)

২৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

সেলিম৮৩ বলেছেন: গা শিরশির করার মত দৃশ্য।

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

সামিয়া বলেছেন: আসলেই---------------
ধন্যবাদ।

২৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

কাওসার চৌধুরী বলেছেন:



চমৎকার একটা পোস্ট, আপু। চীনের মাউন্ট হুয়ানান পর্বতের বিপজ্জনক হাইকিং নিয়ে কয়েকদিন আগে ইউটিউবে একটি ডকুমেন্টারি দেখেছিলাম। এটা এখন সাক্ষাৎ মৃত্যু পর্বত। তবুও দেশি বিদেশী আরোহীরা থেমে নেই। ফলে মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪

সামিয়া বলেছেন: নিখুঁত তথ্য।।

মানুষ দিন দিন অনেক এডভেঞ্চার প্রিয় হয়ে যাচ্ছে।

কি আর করা।

ধন্যবাদ ভাইয়া, ভালো থাকুন শুভকামনা।।

২৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

হাসান রাজু বলেছেন:
এই যায়গায় এসে এত সুন্দর ভিউ !!! যে কারো ঝাঁপ দিতে ইচ্ছে করবে। (আমি পারব না। আমার উচ্চতার ফোবিয়া আছে।)

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

সামিয়া বলেছেন: উচ্চতা ফোবিয়া আমার আছে তবে অতো বেশি না।।

ধন্যবাদ, শুভকামনা।।

২৭| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

অর্ক বলেছেন: ওরে বাবা! আমি ছোটবেলা থেকেই দারুণভাবে এ্যাক্রোফোবিয়া উচ্চতাভীতিতে আক্রান্ত। এটা কিম্তু এক ধরণের মানসিক রোগ। আর যার কোনও যথাযথ চিকিৎসাও নেই। মনে পড়ছে শৈশবে সামান্য উচ্চতা থেকেও লাফিয়ে পড়তে ভয় পেতাম। এই নিয়ে বন্ধুরা দারুণ অপমান করতো আমাকে। এখনও আমি কখনওই ছাদের কিনারে টিনারে যাই না বা এরকম পরিস্থিতি এড়িয়ে চলি।

আপনার পোস্ট পড়ে ও ছবি দেখে কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত কেমন যেন শিরশিরেভাব হচ্ছে। হা হা হা।

ভালো লাগলো। শুভেচ্ছা।

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮

সামিয়া বলেছেন: আহা বেচারা তাহলে তো এই পোস্ট দিয়ে আপনার উপর অন্যায়ই করা হয়ে গেলো।।


ধন্যবাদ , ভালো থাকুন।।

২৮| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চাঙ্কু বলেছেন: যামু না :)
মৈরা গেলেও যামু না

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

সামিয়া বলেছেন: ভালো ছেলেরা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.