| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে মনের মধ্যে
কি হয় তোমার?
যানজট ভরা ব্যস্ত সড়কে;
আকাশের উপরে;
ক্ষণে ক্ষণে বার বার;
উদ্দেশ্যহীন;
বেমানান
চিলের হাহাকার।
মসৃণ ডানা মেলে উড়ো
দ্বিধা দ্বন্দ্বে
জলেস্থলে
সমস্তটাই তোমার দখলে।
মেঘে মেঘে; গাছের শাখায়
পত্র পল্লবে বিচরন।
একটাই অসুখ এখন
একটা ভাবনাই মাথা জুড়ে তোমার।
আমি জলপদ্ম
একটু বাতাসে রাখতে পারিনা ভার;
তোমার পাখার ঝাঁপটায়
ভেঙে চুরে ছারখার।।
হে যুবক;
তুমি স্বৈরাচার।।
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৮
সামিয়া বলেছেন: রিয়েলি??
ধন্যবাদ , শুভকামনা।।
২|
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৯
বিজন রয় বলেছেন: স্থল পদ্ম আছে নাকি?
জলপদ্ম হবে নাকি?
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩২
সামিয়া বলেছেন: হু জল্পদ্ম হবে, স্থল পদ্ম আছে তো বলিনি--------
অনেক ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা।
৩|
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: স্বৈরাচারের উত্থান চাই।
আর কিছুদিন সময় দিন তাকে।
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩২
সামিয়া বলেছেন: তাকে আমার সমগ্র সময় দিয়ে দিয়েছি।।
অনেক ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা।
৪|
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪
বিজন রয় বলেছেন: কি বলেন, স্থলপদ্ম আছে তো!
কেন আপনি দেখেননি?
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭
সামিয়া বলেছেন: তাই? আমি তো জল্পদ্মই দেখেছি জীবনে একবার, স্থলপদ্ম দেখিনি আছে কিনা তাই তো জানতাম না, আপনার কাছ থেকে শুনলাম, দেখি গুগলে সার্চ দিয়ে।
৫|
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯
কাওসার চৌধুরী বলেছেন:
হে যুবক,
আমি জলপদ্ধ!
আর তুমি স্বৈরাচার!!
এমন কোমলমতি, ভাল মেয়েটিকেও কষ্ট দেওয়া যায়? পাষাণ একটা!!
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪২
সামিয়া বলেছেন: দুজনের ভেতর একজন ভালোবাসবে একজন পাষাণ হবে এটাই ভাগ্যের পরিহাস-----------
ধন্যবাদ ভাইয়া, শুভকামনা।
৬|
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭
মনিরা সুলতানা বলেছেন: সুন্দর লেখা।
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩১
সামিয়া বলেছেন: ধন্যবাদ আপুনি
৭|
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৬
বিজন রয় বলেছেন: আপনার এই কবিতা পড়ে মনে হলো জলপদ্ম একজন নারী আর স্থলপদ্ম হলো একজন পুরুষ!
তবে স্বৈরাচারী নয়।
যুবককে স্বৈরাচারী হিসেবে দেখালেন কেন?
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
সামিয়া বলেছেন: যুবককে স্বৈরাচারী হিসেবে দেখাই নি ওই শব্দটা দিয়ে অভিমান বা অভিযোগ করেছি বলতে পারেন
৮|
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাই
৯|
১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: চিন্তাটা কি আপেক্ষিক না?
কবিতার শব্দমালায় প্লাস++
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৪
সামিয়া বলেছেন: চিন্তা আপেক্ষিক বলা যেতে পারে ধন্যবাদ শুভকামনা
১০|
১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬
কথাকথিকেথিকথন বলেছেন:
প্রেমিক যখন স্বৈরাচারী তখন সেটা ভালো !
সুন্দর কবিতা । ভাল লেগেছে ।
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৪
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন সুস্থ থাকুন শুভকামনা
১১|
১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বুঝছি!! এরশাদের কথা হইছে
![]()
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
সামিয়া বলেছেন: হা হা ইউ আর দি বেস্ট
![]()
ধন্যবাদ শুভকামনা।
১২|
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৩
রাজীব নুর বলেছেন: কে এই যুবক?
একের পর কবিতা লিখে যাচ্ছেন!
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৭
সামিয়া বলেছেন: একের পর এক কবিতা লিখে বিরক্ত করছি না তো?? ![]()
ধন্যবাদ শুভকামনা।
১৩|
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
আখেনাটেন বলেছেন: রাজীব নুর বলেছেন: কে এই যুবক?
একের পর কবিতা লিখে যাচ্ছেন! -- হা হা হা। হাহাকার জনিত কৌতূহল মনে হল।
কবিতায় কোথাও চাবুক হাঁকালেন মনে হচ্ছে।
চমৎকার।
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪২
সামিয়া বলেছেন: রাজীব নূর ভাইয়ের কমেন্টে আমি অবাক হই না সে এই রকমই। ![]()
চাবুক একটু চালিয়েছি বৈকি,
ধন্যবাদ অনেক অনেক। আর আপনি তো সেইরকম রম্য লিখেছেন কমেন্ট দিব করে তারপর ভাবলাম আমার গুলোর রিপ্লে দিয়ে নিই, আসছি আপনার পোস্টে। ![]()
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৫
কবীর বলেছেন: স্বৈরাচারের পতন চাই ! !!
কবিতা সুন্দর হয়েছে+