নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

অমর একুশে বইমেলা ২০১৯ এবং আমার তৃতীয় গল্পগ্রন্থ হ্যালুসিনেশন

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৬





মানুষ তো অর্থহীন কথা বলতেই বেশি পছন্দ করে, কিংবা সে জানে না যে সে অর্থহীন কথা বলে যাচ্ছে, অথবা খুব সাধারন মানুষও খুব অর্থবহ কথা বলে বসে হঠাৎ।
এমন কথা যা ভাবায়,
এমন কথা যা রহস্য তৈরি করে,
এমন কথা যা কোন কিছু চিন্তা করতে বাধ্য করে,
এমন কথা যে মন উদাস করে দেয়,
এমন কথা যে মন ভালো ও করে দেয় কখনো কখনো ।
একবার এক সম্ভবত সিজোফ্রেনিয়ায় কিংবা ঐ ধরনের কোন মানসিক রোগে আক্রান্ত রিকশাচালকের রিক্সায় চড়েছিলাম , সারা পথ সে কথা বলল একা একাই বলছিলেন। দেখা গেল শুকনা খটখটে রাস্তা দেখে বলছেন, হায় হায় কোমর সমান পানি!! রিক্সা নিয়া সাঁতার কাটতে হবে, আবার বলছিলেন, মানুষ তোমরা দুনিয়ায় এত আনন্দ করো! এত তোমাদের ব্যস্ততা! দুনিয়াটা তো একটা স্বপ্ন! খালি চক্ষু খোলা আর বন্ধ করার ব্যাপার! আল্লাহ এত বড় দুনিয়া বানিয়েছেন শুধু কয়েক মুহূর্ত দেখার জন্য, চিরকাল থাকবার জন্য নারে পাগলেরা। যদি ও সচেতনভাবে কথা বলছিলেন তা নয়, আনমনে; অজান্তে তবু অর্থবহ নয় কি?

যাই হোক আজকে একটা অদ্ভুত খবর পড়লাম বাংলাদেশ প্রতিদিনে, সেখানে শিরোনাম ছিল কোন পেশার মানুষ বেশি পরিমাণে অতিপ্রাকৃত ঘটনার সম্মুখিন হয়ে থাকেন, উত্তর ছিল নার্সিং পেশা , কারন এরা বেশি সংখ্যক মৃত্যু দেখেন এবং সে সময় নাকি অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হন যা বাস্তবে কোন ব্যাখ্যা পাওয়া যায় না, তাই বলে তারা মানসিক রোগী নয়, জগত অনেক রহস্যময়, তাই কিছু রহস্যময় গল্প লেখার প্রচেষ্টায় আমার এই হ্যালুসিনেশন গল্পগ্রন্থ।

প্রকাশকঃ এক রঙা ঘুড়ি
প্রচ্ছদঃ নবী হোসেন
বই মেলা 2019




কৃতজ্ঞতা রইলো আমার বইয়ের প্রকাশক নীল সাধু দাদাকে, আর কৃতজ্ঞতা এবং ভালোবাসা মাই ভেরি কেয়ারিং ফ‍্যামিলি সামহোয়্যারইনব্লগের সকল সহ ব্লগারদের প্রতি।

মন্তব্য ৪২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
হ্যালুসিনেসন যে এখন না পড়লেই নয়!

নীল দা কিন্তু আমাদের অধিকারের ব্লগারের আত্মার আত্মীয়। বইমেলায় কি আপনি আসছেন?


অভিনন্দন অনেক অনেক শুভকামনা।

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৭

সামিয়া বলেছেন: ঠিক বলেছেন নীল দা আমাদের অনেক আপন, সব থেকে বড় কথা তার সাথে অত কথা বলতে হয় না, দুই একটা শব্দ চাট এ দেখলে কি চাই বুঝে যান। বই মেলায় আসার ইচ্ছে আছে, ধন্যবাদ।

২| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: টাইপিং মিস্টেক ;)
'অধিকাংশ ব্লগারের' হবে!

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৮

সামিয়া বলেছেন: আচ্ছা

৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৫

ইসিয়াক বলেছেন: শুভকামনা।রইলো

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৮

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: শুভকামনা :)

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৮

সামিয়া বলেছেন: ধন্যবাদ

৫| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৭

তালপাতারপাখাই বলেছেন: বইটি পড়বো।

১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

সামিয়া বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

৬| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৩

হাবিব বলেছেন: শুভ কামনা আপনার জন্য

১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

৭| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪

দেবদাস বাবু বলেছেন: বইটি পড়ার আগ্রহ জন্মালো

১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

সামিয়া বলেছেন: ধন্যবাদ

৮| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৩

ধ্রুবক আলো বলেছেন: বইয়ের জন্য শুভ কামনা।
প্রচ্ছদ টা সুন্দর হয়েছে।

১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

৯| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৬

ভুয়া মফিজ বলেছেন: আমার আন্তরিক শুভেচ্ছা নিন।
যখন দেশে যাওয়ার সৌভাগ্য হবে, তখন সংগ্রহ করবো আশাকরি।

১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া

১০| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৮

চাঁদগাজী বলেছেন:


কোনটা সামিয়া, কোনটা সোহানী, আমি বিভ্রান্ত হতে থাকি! আপনার বই জনপ্রিয়তা পাক, শুভকামনা রলো।

১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

সামিয়া বলেছেন: সোহানী সামিয়ার থেকে সায়মা সামিয়া বেশি তালগোল পাকানোর কথা।।
অনেক ধন্যবাদ ভাল থাকবেন।

১১| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: গ্রেট নিউজ।
লিস্টে নামটা তুলে রাখলাম।

১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০০

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

১২| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪

আখেনাটেন বলেছেন: বইয়ের সাফল্য কামনা করছি। পড়ার ইচ্ছে পোষণ করলাম ।

১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০১

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৯

কিরমানী লিটন বলেছেন: বইটি পড়ার আগ্রহ জন্মালো এবং পড়বো। আপনার সাফল্য কামনা করছি।

১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০১

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

১৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৩

মাহমুদুর রহমান বলেছেন: ভেরী গুড।আপনার জন্য অনেক শুভ কামনা রইলো।

১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

১৫| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অভিনন্দন ! অভিনন্দন ! ! অভিনন্দন ! !!

৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫০

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:০৩

বলেছেন: শুভ কামনা ও অভিনন্দন।

৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৩

সামিয়া বলেছেন: অনেক ধন্যদ আপনাকেও অভিনন্দন।

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অভিনন্দন !

৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫১

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

১৮| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০১

শিখা রহমান বলেছেন: ইতিমিতিমনি অনেক অনেক শুভকামনা। বইয়ের সাফল্য কামনা করছি।

অনেক আদর থাকলো আর আশা করছি বইমেলায় দেখা হয়ে যাবে।
ভালো থেকো আর ভালবেসো।

৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫১

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ--
লাভ ইউ--

১৯| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১০

মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন তো আগেই জানিয়েছি, শুভেচ্ছা আর ভালোবাসা রাখলাম :)

৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫২

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপু লাভ ইউ।

২০| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৯

সোহানী বলেছেন: অভিনন্দন ইতি.............

৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫২

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

২১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০০

মূর্খ বন মানুষ বলেছেন: হ্যালুসিনেশন বাহ্! বেশ ইন্টারেস্টিং টপিক তো! অবশ্যই পড়তে হবে। যদি সংগ্রহ করতে পারি, তবে অবশ্যই পড়ার পরে আপনাকে ফিডব্যাক জানাবো। যদিও পড়ার আগেই বুঝতে পারছি বেশ ভাল হবে আপনার লেখা, যেহেতু আগের লেখা গুলো অসাধারণ ছিল, এটা তেমনি হবে। আপনার আর আপনার বই এর জন্য শুভকামনা রইলো।

৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৩

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

আন্তরিক কৃতজ্ঞতা----------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.