নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

আমাদের বই আমাদের বইমেলা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১

মেলায় ঢুকেই যে কথাটি মনে হলো সেটা হচ্ছে আরে আমরা আমরাই তো!!!! প্রত্যেক ব্লগারদের মেলায় অংশগ্রহণ চোখে পড়ার মতন, প্রায় প্রত্যেকেরই নতুন বই বের হয়েছে এবং একক বই বের না করলেও বই সংকলনে অনেকের বিভিন্ন লেখায স্থান পেয়েছে।। সে কারণে মেলায় সবার উপস্থিতি সবার হাস্যোজ্জ্বল মুখ, সুন্দর সব অপরিচিত অথচ পরিচিত চেহারা, ছবি তোলা, সবকিছু এত উৎসবমুখর যে আমি অভিভূত হয়ে গিয়েছি এবং এটা অনুভব করেছি যে আমাদের ব্লগারদের ভিতরে একে অপরের এক অদৃশ্য টান অথবা শক্তি বলা যেতে পারে।।

এবার সব থেকে আকর্ষণীয় বই হচ্ছে লেখাজোকা, ইতিমধ্যে এ সম্পর্কে অনেকেই অনেক পোস্ট করে সবাইকে অবগত করেছেন, তাই নতুন করে আমি এ সম্পর্কে কিছু বলতে চাইছি না জাস্ট বই হাতে নিয়ে মুগ্ধ হয়েছি যেমন প্রচ্ছদ তেমন সব প্রিয় মানুষের মুখ তেমন সব প্রিয় মানুষের লেখা আমি জাস্ট আপ্লুত স্পেশাল থ্যাংকস জেসন ভাইকে স্পেশাল থ্যাংকস সায়মা আপুকে স্পেশাল থ্যাংকস গিয়াস ভাই কে এত সুন্দর একটা উপহার আমাদের সবাইকে দেয়ার জন্য।।




বইমেলায় এবার এসেছে আমার নতুন বই হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন নামটা সিলেক্ট করেছি একটা অসুখের নাম হিসেবে, আমাদের বাংলা ভাষায় কিছু কিছু ইংলিশ শব্দ এমধভাবে জড়িয়ে গেছে যেমন ওকে অথবা হ্যালো শব্দ সহ আরো অসংখ্য শব্দ, কাজেই হ্যালুসিনেশন নামটি খুব একটা দৃষ্টিকটু বলে আমার মনে হয় না।
হ্যালুসিনেশন বইটি পাওয়া যাবে এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনী থেকে, স্টল নং ৪৩৪, মূল্য ১৫০ টাকা, সাথে পাওয়া যাবে আমার আগের দুটো বই অন্বেষা এবং শঙ্কিত শহরে ৪৩৪ নং স্টলেই।।











একই সাথে সায়মা আপুর কঙ্কাবতীর কথা, কানিজ ফাতেমা আপুর নিনাদ, চারু মান্নান ভাই এর দুটি ছড়া এবং কবিতার বই, অগ্নি সারথি ভাইয়ের নজর বন্দি পাওয়া যাবে একই স্টলে।



বইমেলা হচ্ছে আমাদের প্রাণের মেলা, আমাদের কষ্টে লেখা শব্দের মেলা, আমাদের আবেগের মেলা, আমাদের আনন্দের মেলা, বইমেলাকে ঘিরে হাজার হাজার চেনা অচেনা মানুষের ঘোরাঘুরি আনন্দ অংশগ্রহণ হৃদয় আদ্র করে দেয়। সবাইকে ভালোবাসি।।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৮

শায়মা বলেছেন: প্রথমেই প্রিয়তে রাখছি সামিয়ামনি!

আর শোনো আমার বইটার আরেকটা ছবি তুলে দাও না!

তোমার মত সোনার কন্যার হাতে পড়ে সে নিজেই ভূতের মত চেহারা করে ফেলেছে। ছবিটা তার বড়ই পঁচা লাগছে। বুঝতে পারছিনা এই কাভারের ছবি এমন কেনো! :(

তোমার পোস্টগুলো ফেসবুকেও সবচেয়ে সুন্দর হয়েছে এখানেও সুন্দর! :) :) :)

আসলেই লেখাজোকার পাঠক আর লেখকদের উচ্ছাস আর আনন্দ দেখে বুঝাই যাচ্ছে আমি ভুল কিছু লিখিনি তারা আসলেই এক ঝাঁক প্রানোচ্ছল মানুষ! :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৮

সামিয়া বলেছেন: তোমার বইটি বাস্তবে দেখতে অনেক সুন্দর হয়েছে, আমি ছবি তুলবার সময় সম্ভবত লাইটিং এর কারণে এরকম উঠেছে, তোমার বই সহ কারো বই কেনা হয় নাই যে আমি এখন ছবি তুলে দিব, আমি মেলায় যেয়ে সব বই কালেক্ট করবো, তখন আমি নতুন করে ছবি তুলব ইনশাআল্লাহ সেই পর্যন্ত তোমাকে ওয়েটিং এ থাকতে হবে। ভালো থেকো আপু।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: দারুন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৮

সামিয়া বলেছেন: আসলেই

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: পৃথিবীর মধ্যে সেরা মেলা হচ্ছে বই মেলা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৮

সামিয়া বলেছেন: একদম ঠিক।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!
বইমেলায় গিয়েছিলাম, আগে জানা থাকলে কিছু বই সংগ্রহ করা যেত।
আবার গেলে মনে থাকবে।।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০২

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে হাসান জাকির

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৭

শায়মা বলেছেন: ওকে আপুনি!!!!!!

থ্যাংক ইউ সো মাচ! :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০২

সামিয়া বলেছেন: :)

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:


আপনার জন্য ও সব ব্লগার লেখকদের জন্য শুভকামনা রলো; মেলার চলমান ঘটনা-প্রবাহ নিয়ে কিছু লিখুন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৩

সামিয়া বলেছেন: আচ্ছা ভাইয়া ধন্যবাদ সম্ভব হলে দেশে আসুন না নিজের চোখে দেখে যান ঘুরে যান

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


'কংকাবতী কন্যা' নামের একজন ব্লগার ছিলেন না ব্লগে? উনি একটা উপন্যাস ( কিংবা আত্মকথা ) প্রকাশ করেছিলেন ব্লগে!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৩

সামিয়া বলেছেন: হা হা ওটাই সায়মা আপু, ধন্যবাদ ভাইয়া।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৮

শায়মা বলেছেন: চাঁদগাজী ভাইয়া!!!!!!!!!!!

তোমাকে যে এত্ত ডাকাডাকি করলাম এই কথাটাই জানাতে তুমি তো কোনো পাত্তাই দিলে না ! এখন এসেছো এইখানে জানতে তাইনা!!!!!!!! তোমাকে যে কৃতজ্ঞতা জানালাম বই এর সাথে সাথে প্রকাশিত হ্তে তোমাদের উৎসাহ ছিলো তুমি তো দেখতেও গেলে না!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১০

সামিয়া বলেছেন: :) :)

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২০

প্রিন্স হ্যামলেট বলেছেন: এইগুলো কি অনলাইনে পাওয়া যাবে ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১১

সামিয়া বলেছেন: জী অবশ্যই

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ব্লগারদের বই প্রকাশ একটা সুস্থ শৈল্পিক আন্দোলনের বহিপ্রকাশ। এই ধারাটা আগামীতেও চালু থাকুক।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১১

সামিয়া বলেছেন: ঠিক বলেছেন, ধন্যবাদ।।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপু,

বইমেলার একপর্যায়ে এসে বিকাশ একাইন্ট আমার মত হয়েগেছিল। ভাগ্যিস তারেক ভাই সাথে ছিল। আমি আবারো ২০ তারিখের পর আসছি।


আপনার বই যেন পাঠকমহলে খুব বেশি ভালবাসা পায়; সেটাই কামনা করি।

অনেক অনেক শুভকামনা জানবেন আপু।


১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১২

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১১

হাবিব বলেছেন: সবার জন্যই শুভ কামনা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১২

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামিয়ার হাতে 'লেখাজোকা' দেখে মনে হচ্ছে 'সোনার হাতে সোনার কাঁকন, কে কার অলংকার!'
পোস্ট প্রিয়তে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৭

সামিয়া বলেছেন: আপনি সব সময় এত বাড়িয়ে বলেন যে কমেন্ট পড়ে খুশি না হয়ে উপায় থাকেনা ।। :)

ধন্যবাদ ভাইয়া, লেখাজোকার অন্যতম ক্রেডিট আপনি ,জেসন ভাই আর সায়মা আপুর।

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

জাহিদ অনিক বলেছেন: বাহ খুব সুন্দর পোষ্ট সামিয়া আপু।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৭

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.