নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

তোমাকে প্রয়োজন

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১২



শব্দে অথবা নিঃশব্দে
ভয়ে নির্ভয়ে
ভরসায় নিরাশায়
দুঃখে শোকে আনন্দে নিরানন্দে
প্রতিহিংসায়,

আন্দোলন ভিতরে ভিতরে
মাঝে মাঝে খেয়াল আসে
বিলীন হও।

যদিও তোমাকে প্রয়োজন।
তোমাকে প্রয়োজন ব্যাখাহীন
অগণিত সময়ে।

তোমাকে প্রয়োজন কাজে অকাজে
খোলা রাস্তায়
হাঁটতে চলতে।

বুঝবেনা তুমি
অবুঝ তোমার মন
অসংলগ্ন কথা
তবু
প্রয়োজন হয় তোমার
প্রয়োজনের নিয়মে।

মেনে নিচ্ছি সভ্যতা
মেনে নিচ্ছি সমাজ
মেনে নিচ্ছি তোমাকে
এসবের বাইরে গেলে তো
অশান্তি।।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৫

মাহমুদুর রহমান বলেছেন: সভ্যতাকে আলিঙ্গন করুন আর সমাজের সাথে ভাব করুন।
কারন এদুটো যে কোন সময় ভয়ংকর রুপ ধারন করতে পারে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৫

সামিয়া বলেছেন: ভালো বলেছেন। ধন্যবাদ।।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: চুপ করে মেনে নেওয়াই ভালো। না মানলেই সমস্যা শুরু হয়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৫

সামিয়া বলেছেন: হুম জানি আমি জানি

ধন্যবাদ।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩

সামিয়া বলেছেন: তুমি তো আপু কবিতার বস। তোমার সামনে এটা মামুলী কবিতা। ধন্যবাদ।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৬

খায়রুল আহসান বলেছেন: কবিতার মাঝে খুবই পরিশীলিত এবং আবেদনময় ভাষায় একটা মেনে নেয়ার মনোভাব ব্যক্ত হয়েছে, যা পাঠক কর্তৃকও সমাদৃত হয়েছে বলে মনে হয়।
কবিতায় ভাল লাগা +।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.