![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কয়দিনে শৈত্যপ্রবাহ এইরকম যে বাইরে বের হবার সাথে সাথে ও বাবাগো মাগো বলে তীর বেগে দৌড় দিয়ে ঘরে ঢুকে কম্বলের ভেতর ঢুকে পড়ার মতন হয়; যেমন ঠান্ডা তেমন কুয়াশা, শীতের এই তীব্রতার সাথে সাথে কোভিডের এক্টিভিটি বেড়ে গিয়েছে, আমাদের কাছেই মৃত্যু বীমা এসেছে এই কয়েক দিনের মধ্যে ৬টা, আক্রান্ত বেড়ে আছে আগের মতন।
ভালো মন্দ যাই হোক প্রতিবেশী দেশ ভারত থেকে করোনা ভাইরাসের ২০ লাখ ডোজ টিকা অনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাতে তুলে দিয়েছে এবং সেগুলো ঠিকঠাক ভাবে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেছে। কোভিডের টীকা গ্রহনের জন্যে নিমন্ধনের সিস্টেম পত্রিকায় পত্রিকায়।
আপনি নিমন্ধন করেছেন কি? নিমন্ধন করলেই যে আগেভাগে টীকা পাবেন ব্যাপার তা নয় অগ্রাধিকারভিত্তিক তালিকা অনুযায়ী টিকা দেওয়া হবে। এর মধ্যে ১. সরকারি স্বাস্থ্যকর্মী, ২. বেসরকারি স্বাস্থ্যকর্মী, ৩. বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা, ৪. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ৫. প্রতিরক্ষাকাজে নিয়োজিত বাহিনীর সদস্য, ৬. রাষ্ট্র পরিচালনায় অপরিহার্য কর্মকর্তা, ৭. নির্বাচিত জনপ্রতিনিধি, ৮. গণমাধ্যমকর্মী, ৯. সিটি করপোরেশন ও পৌরসভার কর্মী, ১০. ধর্মীয় প্রতিনিধি, ১১. মরদেহ সৎকারকাজে নিয়োজিত ব্যক্তি, ১২. জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তি, ১৩. নৌ-রেল-বিমানবন্দরে কর্মরত ব্যক্তি, ১৪. মন্ত্রণালয় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সরকারি কার্যালয়ে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং ১৫. ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী। তথ্য: প্রথম আলো
এই অগ্রাধিকার জাতির ভেতর যদি আপনি না পড়েন তবে টিকা নিতে চাইলে না ও পেতে পারেন, আপনার অসুখ আছে; আপনার বয়স কম; আপনি বৃদ্ধ; আপনি শারীরিক ভাবে ফিট না ইত্যাদি আরো নানান শর্তে অথবা পেলেও দেড়িতে;্ অপেক্ষা করতে হবে। না নিতে চাইলে কেউ সাধবে বলে মনে হয় না। অতএব মোনালিসার মতন হাসি হাসি মুখ করে সুযোগ থাকলে টিকা নিয়ে নেন যার যার জীবন বাঁচান।
ছবিঃ নেট
২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৮
সামিয়া বলেছেন: আমিও আমজনতা আমিও টিকা পাবো না টিকাই দিবে না টিকার বদলে পানি দেবে আল্লাহ মালুম
২| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ১৫নম্বরে আছি । আজ নাম নিলো আমার
২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৯
সামিয়া বলেছেন: বেশ, বিসমিল্লাহ বলে টিকা নিয়ে ফেলেন।
৩| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৩
নেওয়াজ আলি বলেছেন: কোন নাম্বারে পড়ি নাই । তবু শর্ত কি জানতো চাই।
২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:০৫
সামিয়া বলেছেন: শর্তাবলী সব পত্রিকায় দেয়া আছে।
৪| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩০
ইমতিয়াজ ১৩ বলেছেন: ১৫ নম্বরে আছি, জাতীয় পরিচয় পত্র দিয়ে তালিকাভুক্ত হয়েছি । আপনি কত নম্বরে ?
২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:০৬
সামিয়া বলেছেন: আমি শর্ত অনুযায়ী এই বছর টিকা নিতে পারবোনা।
৫| ২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩০
চাঁদগাজী বলেছেন:
ছবিতে দেখছি, আপনি টিকা নিচ্ছেন।
২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:০৭
সামিয়া বলেছেন: আমি বেশিদিন বাঁচতে চাই।
৬| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১:২৬
রাজীব নুর বলেছেন: টিকা আমি নেবো না।
২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:০৭
সামিয়া বলেছেন: আরে নিয়ে নেন।
৭| ২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আমি ১৫ নম্বরে আছি ! গতকাল আইডি নম্বর ও স্বাক্ষর নিয়েছে -???!
কিভাবে না নিয়ে থাকা যায় এ বিষয়ে সৎ পরামর্শ কেউ দিবেন দয়া করে!!
২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৯
সামিয়া বলেছেন: টিকা নিয়া নেন
৮| ৩১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩২
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: নিমু তয় আপ্নের টিকা নেওয়া ছবি দেইখ্যা নিমু, ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৩
সামিয়া বলেছেন: আমার তো টিকা নেয়া নিষেধ মিনিমাম টু ইয়ার্স, ততদিন অপেক্ষা করবেন??
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১১
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: লেখক বলেছেন: আমার তো টিকা নেয়া নিষেধ মিনিমাম টু ইয়ার্স, ততদিন অপেক্ষা করবেন??
--- আবার জিগায়! পারলে তো আরো কিছু দিন বাড়াইয়া দিমু, তয় অফিসে- তো টিকার নামের তালিকা নিছে---মনডায় ডর লাগতাছে - চাকরি বাঁচানের লিগা লওয়ারো পারি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২০
সামিয়া বলেছেন: আপনাদের নাম নিয়ে গেছে ! আপনারা ভিআইপি মানুষ আমাদের নামের কথা কেউ তো জিজ্ঞেস ও করেনা।
১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৯
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: লেখক বলেছেন: আপনাদের নাম নিয়ে গেছে ! আপনারা ভিআইপি মানুষ আমাদের নামের কথা কেউ তো জিজ্ঞেস ও করেনা।
----নাউজুবিল্লাহ্ , ইতা কোন কতা কইলেন!! (উই আর ম্যাঙ্গো পিপল) আমরা তো তালিকায় ১৫ নম্বর-এ আছি। বাধ্য, বাধ্য, কি করে হই অবাধ্য! যদি সুযোগ পাই---তয় ২মাসের ছুটি নিমু।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৪
সামিয়া বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: এতদিন শুনেছি শর্তের বেড়াজালে জীবন বন্দী এখন দেখছি শর্তের বেড়াজালে টিকা বন্দী।
ভালোনা!!!
ডাক দিমু
ভালোত,
ভাগ্যভালো নিজেই নিজের ক্যাটাগরী খুইজা বাইর করে ফেলতে পারছি ( আম জনতা) । সুতরাং নো টেনশন। টিকা পাবনা ,টিকা দিবেনা।নাকে তৈল দিয়ে ঘুমাও আমজনতা।
সিরিয়াল আইলে