নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

বেলা বোসের কবিতা

২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৮


ছবিটা আমার তোলা।

নির্বোধ

আমায় আছাড় মেরে ফেলে দেয়ার আয়োজনে
কত লাভ পড়লো তোমাদের ভাগে
হিসাব করে দেখছো নাকি ?
সুয়া চাঁন পাখিরা।

ঐযে সেদিন
বোকা বোকা খাতির দেওয়া চেহারা নিয়ে
পেছন পেছন ঘুরেও
পাত্তা পাইলানা যখন;
কেমন লাগছিলো বলোতো,
আমায় দেয়া হৃদয় ভাঙা আঘাত কি অনুমান করা যায় কিছুটা?

আমি কি ইচ্ছা করে অমন কঠোর হয়েছিলাম
কেনো বানাইলা ঐরকম আমারে।

আঘাত করার আগে মনে ছিল না?
আমাকে তোমাদের কত প্রয়োজন।
মানুষের সমাজে বঞ্চিত ভাব কাটাইয়া
কে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে হাঁটতে শিখাইছিলো।

যেই মুহুর্ত সেদিন আমারে
জলাভূমির পরিত্যক্ত ঘোষণা করলা
সেই মুহূর্তে নিজেরা পরিত্যক্তা হইলা,
আর আমি তোমাদের ভালো মানুষ চেহায়ার চোখের মধ্যে
নিষ্ঠুর চাহনির অর্থ বুঝলাম বিগত ছয় বছর পর।

আহা জীবন

এক বুক দীর্ঘশ্বাস নিয়ে
যে জীবন
আত্মা টিকে আছে শুধু শ্বাস-প্রশ্বাসে।
মনের স্বাস্থ্য নয়
শারীরিক টিকে থাকা ধ্যান জ্ঞান।

মনের রোগে ভোগে দুঃখ বিলাসী
আমিতো বাঘের খাঁচায় বন্দী বারো মাস।
আমিতো পারমাণবিক বোমা হাতে দাঁড়িয়ে
আমিতো যুদ্ধ জাহাজে রোজ রোজ।

আমিতো দাউ দাউ করে
আগুনে পুড়ে কয়লা,
আমিতো খোলা ময়দানে
একাকী সৈনিক যুদ্ধে।
আমি তো পরাজয় মেনে নেয়া
পুরাতন পাবলিক।
স্বপ্ন দেখার সিস্টেম ভুলে গেছি।।

কখনো জানতে চাইনি

ভালো আছি হাসতে হাসতে বলা
দিন দিন কঠিন হয়ে যাচ্ছে;
কেউ এই ধরনের প্রশ্ন করলে
ইট তুলে ছুড়ে মারতে ইচ্ছা জাগে।
ভাগ্যিস কেউ মনের ভাবগতি বোঝেনা!

একটাই সূর্য আমার; ডুবে যাচ্ছে বন্যার জলে;
ব্যক্তিগত দ্বীপটাও দখলে নাই আর।
কর্মকালীন তৎপরতা ধীর আজকাল;
সব নিয়ে বড়ই অসুবিধায়;
সময় যায়।

দিন কেমন কাটছে আজ?
কাজ করলে কতটুকু?
কতটুকু ভাবলে জামানা?
আমার এই করুণ দশা
কতটুকু করুণ তোমার কাছে?
এই জানাটা দরকার;
অথচ কোনকালে জানতে চাই নাই আমি।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২১ দুপুর ২:১৩

অক্পটে বলেছেন: জীবন থেকে নেয়া খুটিনাটি নানান ভাবনা জিজ্ঞাসা। ভাবনাগুলো কখনো কখনো নিজের বলে মনে হয়। সুন্দর প্রকাশ!

২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৪০

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ অকপটে, ভালো থাকুন।

২| ২৪ শে মার্চ, ২০২১ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ বেলা বোসের কবিতা ভালো লাইগা গেলো

কথা সইতো গো আপি
আমিও কখনো ভাবি নাই কিছু কিছু শ্রদ্ধেয়জনদের সাথে আমারও মন্দ ব্যবহার করতে হবে। বাধ্য করা হয়েছিলো

২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৪২

সামিয়া বলেছেন: ইস তুমি কত সুন্দর সুন্দর কবিতা লিখো আপু। আমি তো লিখি উল্টো পাল্টু মাথা খারাপ কবিতা হিহিহি :)

৩| ২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


বেলা বোস কোন এলাকার মানুষ

৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৩:১৮

সামিয়া বলেছেন: বেলা বোস ঢাকারই একজন।

৪| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১:০৮

রাজীব নুর বলেছেন: কবিতা নিয়ে কিছু বলব না। তবে পোষ্টের সাথে ছবিটা সম্পর্কে কিছু বলুন।

৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৩:১৯

সামিয়া বলেছেন: ছবিটা হচ্ছে "পথহারা পাখি খুঁজে ফিরি একা
আমার জীবনে শুধু আধার ই লেখা।।''

৫| ২৭ শে মার্চ, ২০২১ দুপুর ২:৩৮

ডার্ক ম্যান বলেছেন: এক বুক দীর্ঘশ্বাস নিয়ে
যে জীবন
আত্মা টিকে আছে শুধু শ্বাস-প্রশ্বাসে।
মনের স্বাস্থ্য নয়
শারীরিক টিকে থাকা ধ্যান জ্ঞান।

ভালো আছি হাসতে হাসতে বলা
দিন দিন কঠিন হয়ে যাচ্ছে;
কেউ এই ধরনের প্রশ্ন করলে
ইট তুলে ছুড়ে মারতে ইচ্ছা জাগে।
ভাগ্যিস কেউ মনের ভাবগতি বোঝেনা!

[/sb

৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৩:১৯

সামিয়া বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.