নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

আহা তোফাজ্জল

২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৪




মৃত্যু এখন এমনি সহজ
ভিডিও করতে করতে;
কথা বলতে বলতে
ভাত খেতে দিতে দিতে;
কনফিউজড করতে করতে
মেরে ফেলা যায়।

যার এই দুনিয়ায় কেউ অবশিষ্ট নাই
এমন একজনরে!
যে মানসিক ভারসাম্যহীন
এমন একজনরে!
যে ভবঘুরে দিক শূণ্য
এমন একজনরে!
যে মানুষরুপী পিশাচ চেনেনা
এমন একজনরে?
বোবার শত্রু নাই-
এটা কেবল রুপকথা এখনকার সমাজে।

আপনারা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট
দেশের সম্মানীয় নাগরিক
খাঁটি সোনার শিক্ষা পাঠের
এই কাপুরুষ নোংরা নমুনা!?

যারা যারা ভিডিও করলেন;
ছবি তুললেন;
পুরা ঘটনাটার;
তারা কি
লাইভে,
ফোনে
মানুষজন ডেকে,
স্টাটাসে,
পুলিশকে কল করে
যে কোন উপায়ে সেইভ করতে পারতেন না
তোফাজ্জলের
আপনাদের চোখে অপ্রয়োজনীয় জীবন?
এমন বর্বর হত্যাকাণ্ড ঘটানোর সময়?

নাকি এমন প্রায়ই ঘটান আপনারা
জনগনের অগোচরে??

মন্তব্য ৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৭

আজব লিংকন বলেছেন: ধিক্কার ও তীব্র নিন্দা জানাই।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৮

অস্বাধীন মানুষ বলেছেন: সময় উপযোগী লেখা । এই সকল হত্যাকান্ডের ধিক্কার এবং তীব্র নিন্দা জানাই।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০২

প্রহররাজা বলেছেন: নোবেল ইউনুস এই ছাত্র দের নিয়ে গর্ব করে।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫০

মামুন ইসলাম বলেছেন: নিন্দা জানাই।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:০১

মিরোরডডল বলেছেন:





দেখতে মানুষের মত হলেই মানুষ হয়না, মানুষ হওয়া সত্যিই কঠিন!!!
তাই বার বার আমাদের কাজ দিয়ে প্রমাণ করি যে আমরা অসভ্য বর্বর ছিলাম, এখনো তাই আছি।
মানুষ হতে পারিনি!!!!!!


৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১০

কিরকুট বলেছেন: আর বলবেন না , আমাদের অনেক আবেগ। আবেগে আমরা কতো কিছু করি। আর এতো সামান্য হত্যা৷ তাও পাগল ছাগল৷

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৬

ক্লোন রাফা বলেছেন: শুরুটা হয় ১জন ২জন করেই সহসাই দেখবেন ১০/২০জন তারপর পেরিয়ে যাবে শত সহস্র’তে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.