নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সবকিছু ফিকে হয়ে যাবে,
সময়ের সাথে হারিয়ে যাবে স্মৃতি।
মনে থাকবে না ঠিক ঠাক কি রকম ছিল
আমাদের আলাদা পথচলা,
হোঁচট খাওয়া।
মনে থাকবে না
কাছে পাওয়ার আকুতি।
যাতনার যে ভার বয়ে বেড়িয়েছি আমরা,
সময়ের সাথে একদিন হালকা হয়ে যাবে।
একদিন মনে থাকবে না,
কিভাবে আমাদের দিনরাত মিশে গিয়েছে
অনিচ্ছার পরিশ্রমে।
মনে থাকবে না সেই উৎসবের আলো,
সেই লম্বা সময় অপেক্ষা পাবলিক বাসের জন্য,
বৃষ্টিভেজা মুহূর্ত—সব হারিয়ে যাবে।
তপ্ত রোদের নিচে ক্ষুধার্ত শরীর নিয়ে
বাড়ি ফেরার সেই তাড়াও
ভুলে যাবো একদিন।
মনে থাকবে না অপেক্ষার রাতগুলো,
সেই এলোমেলো বাতাস,
পুরনো নকিয়া ফোনের টেক্সট।
একদিন আর মনে থাকবে না
আমাদের দুর্দান্ত প্রেম,
ভবিষ্যত নিয়ে সাজানো বলা কথা।
একদিন সবই মিলিয়ে যাবে।
একদিন এসব স্মৃতি ও মুছে যাবে বুঝেছো,
মুছে যাবে গভীর ব্যথাগুলো
আমাদের হাসি, কান্নার তীব্র আবেগ
ধীরে ধীরে হারিয়ে যাবে।
একদিন আর মনে থাকবে না
যে স্বপ্নগুলো দেখেছিলাম,
মন ভেঙে যাওয়ার সেই কষ্টগুলো।
কত শত প্রতিশ্রুতি,
যা জীবনের সমস্ত ভেবেছি।
একদিন আর মনে থাকবে না
অপেক্ষা করতে করতে সময় কাটানোর যন্ত্রণা,
ভুলে যাব মোবাইল ফোনে
কথা বলার আকুতি,
খুব নিরবে।
ভুলে যাব রাতগুলোর নিঃশব্দ কান্না,
ধীরে ধীরে আমাদের মুহূর্ত
বাতাসে মিলিয়ে যাবে।
একদিন সবকিছু অস্তিত্ব থেকে মুছে যাবে,
যেমনভাবে ঝড়ের পরে আকাশ পরিষ্কার হয়।
সময়ের নিরব ছায়ায় হারিয়ে।
যেমনভাবে নদী তার গতিপথ পাল্টায়
অথচ একই নদী রয়ে যায়।
১৫ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
২| ১৫ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৪
ডার্ক ম্যান বলেছেন: একদিন আর মনে থাকবে না।
কবিতার শিরোনাম এটাও হতে পারে। যতবার লিখেছেন এই লাইনটা
১৫ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯
সামিয়া বলেছেন: হ্যাঁ আমিও ভেবেছিলাম
৩| ১৫ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে আপু। স্মৃতি হারাবে, মানুষ হারাবে, সুখ হারাবে
েআমিও হারাবো একদিন
১৫ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি আপু
৪| ১৫ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কবিতা ভালো হয়েছে।
১৫ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫০
সামিয়া বলেছেন: ধন্যবাদ
৫| ১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৯
কামাল১৮ বলেছেন: সময়ের ব্যবধানে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়।
৬| ১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:২৫
আজব লিংকন বলেছেন: অনেক ভালো লেগেছে আপু। লেখাটা অনেক গভীর হয়েছে।
শুনেছি সময়ের সাথে সাথে মানুষ নাকি অনেক কিছুই ভুলে যায়। আমার শুধু তাকেই ভোলা হলো না।
৭| ১৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫৩
কালো যাদুকর বলেছেন: পরে মনে হল সময়ে সব হারিয়ে গেলেও, সবই রয়ে যায় নদীর গভীরে। ব্যাথা ভরা কবিতা, কবির আকুতিটুকু ঠিক ঠাক ভাবে ফুটে উঠেছে।
৮| ১৬ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অনেক সুন্দর হয়েছে।
৯| ০৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৪
anyunfasten বলেছেন: If you love electronic music and speed challenges, [url=https://geometrydash-game.io]geometry dash game[/url] is the game you cannot miss!
১০| ১৩ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫৩
টবগমৃুাপৃসত বলেছেন: Retro Bowl has this addictive 'just one more game' quality. Each game is short but exciting, and I always want to see what happens next in my season.
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩০
জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন। কবিতায় নিয়তিকে তুলে ধরেছেন অত্যন্ত সুন্দর করে!