নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্যসব বিজয় দিবসের মতন এইবারের বিজয় দিবসেও উৎসব; আনন্দ; মেলা সবকিছুই হচ্ছে, ছোট ছোট বাচ্চারা গালে জাতীয় পতাকা ট্যাটু লাগিয়ে লাল জামা পড়ে শীতের জন্য কেউ কেউ লাল সোয়েটার পড়েও ঘুরছে। আগের মতন কাঁধে নানান সাইজের পতাকা নিয়ে এবার খুব একটা বিক্রি হতে দেখা যায় নাই, ছোটখাটো দোকানে বাহারি নানান জিনিসের ভিতর ছোট ছোট ফ্লাগগুলো বিক্রি করতে দেখা গিয়েছে, সেগুলো বাচ্চারা হাতে নিয়ে ঘুরছে, কিছু রিক্সাওয়ালারা খুব কিউরিওসিটি নিয়ে দু-একটা পতাকা তাদের রিক্সার হ্যান্ডেলের উপর সাজিয়ে রেখেছে। লাইটের ঝাঁকজমক ও আগের মতন এবার দেখা যায় নাই আমাদের এরিয়ায়। তবে কেনাবেচা হচ্ছে খুব। আমরা হাজারো সমস্যার মধ্যে থেকেও আনন্দ করতে পারি আমাদের বিশেষ দিনগুলোতে আজকের পরিবেশ দেখে সে রকমই মনে হয়েছে বার বার।
কাঁচের চুরির দোকান গুলো মেয়েদের জন্য সবথেকে আকর্ষণীয় হলেও তখন একটা অল্প বয়সের ছেলে খুব আগ্রহ নিয়ে এক মুঠো কাঁচের চুরির দরদাম করতে ছিল অনেকক্ষন; দোকানদার মহিলা ৬০ টাকায় বিক্রি করবেন ছেলেটি ৫০ টাকার বেশি দিবে না কিছুতেই। এরকম পরিস্থিতিতে সে কনফিউজড হয়ে চুরি গুলো না নিয়ে চলে গেল। ইচ্ছে হয় পুরো দোকান তুলে নিয়ে আসি; চুড়ি হাতে পড়ার জন্য না দেখার জন্য।
পাখির বাসা
মেলার রাস্তাঘাট
জাতীয় পতাকা
মুখোশ
গোলাপী খরগোশ
স্নিগ্ধ শীত
এই হলো আজকের বিজয়ের দিনের ইনভায়রনমেন্ট। সবাইকে শুভেচ্ছা।
১৬ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪
সামিয়া বলেছেন: তোমাকেও অনেক শুভেচ্ছা আপু
২| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আরো একটু বেশী আনন্দ পেতে চেয়ে ছিলাম।
১৬ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪
সামিয়া বলেছেন: আপনার কথা বুঝিনি
৩| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২১
অধীতি বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।
২০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২০
সামিয়া বলেছেন: ধন্যবাদ
৪| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২১
সামিয়া বলেছেন: ইউ টু
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৭
শায়মা বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা!!!