নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

শীতের শহর

২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৪

ছবিঃ নেট

শীত যাই যাই করছে।
ঠোঁট ফেটে জমে, ক্লান্তি চোখের পাতায়
ভাঙা শহরের ভাঙা দেয়ালে
কেউ থাকে, কেউ হয় নিরুদ্দেশ।

পৃথিবীর বুক চিরে
সমাজের পাঁজরে ঢুকে
রক্ত মাখা খোঁচার আঘাত,
জীবন হাসে।

কেউ কেউ হাসে
দু হাত ঘসতে ঘসতে
বিনয়ের লালসায়,
কেউ মুখ ঘুরিয়ে
চুপ করে থাকে।

বাইরের হাওয়ায় কাঁপে
মনের চাদর।
হিসেব-নিকেশের ছেড়া খাতা
চোখ শুকনো, মুখ শুকনো,
মন শুকনো, তবু হাসি।
কেউ কারো মুখের ভাষা শুনতে চায় না।
কথা জমে কষ্টের খনিতে
যে খনির খোঁজ নিয়ে কারো আগ্রহ নেই।

রিকশার চাকা ঘুরে,
ঘুরে সময়।
শহরের শীতে,

প্রতি সন্ধ্যায়
চাল গুড় নারকেলের ভাপা পিঠা
হাতে হাতে
কাগজের ঠোঙায় মুঠো গলে পড়ে,
জীবনও পিঠার বাষ্পে উড়ে যায়।

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৭

সৈয়দ কুতুব বলেছেন: এবার শীত জমে নাই।

২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৮

সামিয়া বলেছেন: হ্যাঁ সেটাই তো দেখছি

২| ২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:২২

এ পথের পথিক বলেছেন: ভাল লিখেছেন ।
শহরে এবং গ্রামে বর্তমানে অনেক শীত । শহরে দেখেছি অনেক মানুষ প্রয়োজনীয় কাপড়ের অভাবে কষ্টে জীবন যাপন করছে । শীতটা কারো জন্য উপভোগের কারও জন্য অনেক কষ্টের :(

২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৮

সামিয়া বলেছেন: আমরা যারা ঢাকায় থাকি আমাদের জন্য শীতটা সবসময় উপভোগের, তবে বাস্তবতা হচ্ছে মানুষ অন্যের কষ্ট বোঝে না।

৩| ২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৯

জনারণ্যে একজন বলেছেন: ইউনিভার্সিটিতে যখন ছিলাম, এই ভাপা পিঠা খেয়েই কত কত সন্ধ্যা পার করে দিয়েছি। বিশেষ করে সন্ধ্যা হলেই, শাহবাগে আড্ডা দেয়ার সময় এই পিঠা ছিল অনিবার্য। আরেকটা পিঠা ছিল, সাদা রঙের। সাথে কাসুন্দি/সবুজ রঙের কাঁচা মরিচ ভর্তা দিয়ে দিতো।

আহ, সেই সব স্মৃতি!

যাই হোক, আপনাদের ওখানে শীত যাই যাই করছে আর আমার এখানে ঠান্ডা ভালোই এখনো। এই সপ্তাহের প্রথম দিকে -১৭/-১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছিলো। আজ একটু ভালো; -১১/-১২ ডিগ্রির মতো ছিল ভোরবেলা।

২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:১০

সামিয়া বলেছেন: আপনার স্মৃতিচারণ জেনে মনে হলো, আপনার বিশ্ববিদ্যালয়ের দিনগুলো বেশ উপভোগ করেছেন! শাহবাগের ভাপা পিঠা আর সেই আড্ডাগুলো যেন শীতের সঙ্গে জড়িয়ে থাকা এক টুকরো উষ্ণতা। সাদা রঙের পিঠার নাম হচ্ছে চিতই পিঠা।

আপনার ওখানকার তাপমাত্রা শুনে তো শীতের হাড় কাঁপানো অনুভূতি হচ্ছে! -১৭/-১৮°C সত্যিই ভয়ংকর ঠান্ডা। আমাদের এবারের ঢাকার শীত বেশ আরামদায়ক না গরম না শীত এরকম একটা অনুভূতি।

৪| ২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শীত মানেই পিঠা পায়েসের সমাহার।

২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:১০

সামিয়া বলেছেন: হুম

৫| ২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:০২

জটিল ভাই বলেছেন:
কথামালা সাধারণ নয়! ♥

২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:১১

সামিয়া বলেছেন: আচ্ছা এটা অন্যরকম কিছু।

৬| ২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: পছন্দের পিঠার ছবি দিয়েছেন। এবার বাসার কাছাকাছি পাওয়া যাচ্ছে না। শীত যাচ্ছে অথচ এখনো এ পিঠা খাওয়া হয়নি। বাসায় অন্য পিঠা বানিয়েছে।

২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:১১

সামিয়া বলেছেন: আমাদের উত্তরায় মোড়ে মোড়ে ভাপা পিঠার সমাহার,

৭| ২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:২৭

এইচ এন নার্গিস বলেছেন: খেতে ইচ্ছা করছে ।

২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:১২

সামিয়া বলেছেন: হুম

৮| ২৫ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:১৬

সাইফুলসাইফসাই বলেছেন: শীত কম তাই আমি ভীষণ খুশি

২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৩

সামিয়া বলেছেন: আসলেই, চমৎকার ওয়েদার।

৯| ২৫ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০০

রাজীব নুর বলেছেন: শীত মানেই কি ভাপা পিঠা?
বিবিখানা পিঠা নিয়ে কোনো কবিতা নেই।

২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৫

সামিয়া বলেছেন: আমিতো কত আবেগ দিয়ে কবিতা লিখলাম, এখানে ভাপা পিঠা শব্দটা কবিতার প্রয়োজনে ইউজ করেছি, পিঠা নিয়ে কবিতা লিখিনি। বিবিখানা পিঠা চিনি না। এই বিবিখানা পিঠে নিয়ে কবিতা লিখুন প্লিজ, সাথে ছবিও দিয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.