নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

মানুষ কেন সব ছেড়ে একা থাকতে চায়

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩০

ছবিঃ নেট
দূরের কাছের কিংবা আত্মীয়ের মধ্যে এমন কিছু মানুষ থাকে, যারা মুখের ভেতরে সাপের বিষ আর ষড়যন্ত্র নিয়ে প্রতিনিয়ত ছোপ ছোপ করে সেটা এর ওর গায়ে ঢালতে ঢালতে বিলাপ করতে করতে দুনিয়ার অভিযোগ অভিমান নিয়া আহাজারি করতে থাকে, যে অভিমান যে অভিযোগ তারা করেন তারা নিজেরাও কিন্তু একই কাজ করেন, কেনো খোঁজ নেয় না, কেনো ফোন করেনা, তাদের এত এত বিপদ ছিল, কেন সেই বিপদে পাশে গিয়ে না দাঁড়ায়ে দিন পার করেছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে টিকে আছে তাতে কি, তাদের বিপদ ই বড় বিপদ, তেরা কুত্তা কুত্তা,মেরা কুত্তা টমির মতন।

অভিযোগ শেষ হলে শুরু হয় মিষ্টি মিষ্টি কথা, সেই মিষ্টি কথার আড়ালে থাকে এমনই গভীর বিষ আর এমন সব ভয়ংকর সব ষড়যন্ত্র যার ফলে অসহায় মানুষ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে অস্ত্রহীন একাকী ধরাশায়ী ও আহত হয়ে স্ট্রোক করার অবস্থায় চলে যান।

এখানেই শেষ নয়, ফেইসবুক আছে না!! ফেসবুকে বলিষ্ঠ কণ্ঠস্বরে সেই পরাজিত অসহায় আত্মীয়টার শরীরের শেষ রক্তটুকু ভ্যাম্পায়ারের মতন শুষে শেষ করে ধ্বংস করে দিয়ে উল্টো সেই কতটা বেইমান সেটা নিয়ে ঘনঘন স্ট্যাটাস বিভিন্ন রিলস কুরআন হাদিসের আলোকের ব্যাখ্যা দিতে দিতে হাতের আঙ্গুল রক্তাক্ত করে ফেলেন ।
অসহায় মানুষটি যেন জন্মান্ধ, কিছুই দেখতে পায় না কানে শোনে না, বধির।

এই সকল কারনে গ্রামে কিংবা শহরে মানুষের সাথে মানুষের কিংবা আত্মীয়ের সাথে আত্মীয়ের স্বাভাবিক সম্পর্ক প্রথা সমাজ থেকে যেন উঠে যাচ্ছে। Occasion ছাড়া আত্মীয়ের বাড়িতে কেউ আর এখন যায় না, এখন মানুষ বেড়াতে যায় রেস্টুরেন্টে পার্কে ফুচকার দোকানে।

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৪

ভাবনার জগত বলেছেন: সময়ের সাথে সব পরিবর্তনশীল।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫২

সামিয়া বলেছেন: হুম

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৯

ইফতেখার ভূইয়া বলেছেন: চারপাশের মানুষজন বিষাক্ত, লোলুপ ও সুবিধাবাদী। ধীরে ধীরে মানুষ এটাই দেখেছে, জেনেছে। মানুষকে আসলে দোষ দিয়ে লাভ নেই, আমি নিজেই একা থাকতে পছন্দ করি। অবশ্য যতটানা নিজের ইচ্ছেয় তার চেয়ে বেশী আমার সম-সাময়িক বাস্তবতার কারণে। ধন্যবাদ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫৪

সামিয়া বলেছেন: হুম ঠিক বলেছেন। ধন্যবাদ।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫৬

ডার্ক ম্যান বলেছেন: যখন সবকিছু তার বিপক্ষে চলে যায় তখন মানুষ একা থাকতে শুরু করে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৯

সামিয়া বলেছেন: ঠিক বলেছেন

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫৭

মনিরা সুলতানা বলেছেন: আপন চেয়ে পর ভালো ভাই
পরের চেয়ে বন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫০

সামিয়া বলেছেন: ভেরি ওয়েল সেইড আপু

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: যে পিক দিয়েছেন স্যালুট ! :-P

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫০

সামিয়া বলেছেন: হা হা হা

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০০

সৈয়দ কুতুব বলেছেন: ডার্ক ম্যান@অনেক দিন পর দেখলাম। আশা করি ভালো আছেন।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১১

মাহদী হাসান শিহাব বলেছেন: সঠিক বলেছেন। টক্সিক মানুষদের সাথে মিশে সময় কাটানোর চেয়ে একা থাকা অবশ্যই ভালো। নিজের সাথে চিল করতে হবে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫১

সামিয়া বলেছেন: বাস্তব

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১২

সাইফুলসাইফসাই বলেছেন: কথা ঠিক বলেছেন

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১১

সামিয়া বলেছেন: হুম

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৭

শাওন আহমাদ বলেছেন: চারপাশের মানুষজন বিষাক্ত, লোলুপ ও সুবিধাবাদী। ধীরে ধীরে মানুষ এটাই দেখেছে, জেনেছে। মানুষকে আসলে দোষ দিয়ে লাভ নেই, আমি নিজেই একা থাকতে পছন্দ করি। অবশ্য যতটানা নিজের ইচ্ছেয় তার চেয়ে বেশী আমার সম-সাময়িক বাস্তবতার কারণে। ধন্যবাদ। ২

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১৫

সামিয়া বলেছেন: ঠিক বলেছেন

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১৮

জটিল ভাই ২.০ বলেছেন:
চরম নির্মম বাস্তবতাকে তুলে ধরেছেন প্রিয় আপু ♥♥♥

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১৫

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাই

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৩

এ পথের পথিক বলেছেন: বাস্তবতা তুলে ধরেছেন ।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:২২

সামিয়া বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.