নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

আজ কোথাও যাবার ইচ্ছে নেই

২৩ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:১৭



বালিশের পাশে রাখা ডায়রির ভেতর
আমার সব সমুদ্রের গল্প।
কোলাহল থেমে গেলে শুনি তাতে উচ্ছল ঢেউ,
খালি জানালায় এসে বসে একলা পাখি মলিন,
পাহাড় ডিঙিয়ে ভেসে আসে নিঃশব্দ স্বপ্ন রঙিন।

বাতাসে লুকিয়ে থাকে রোদে শুকনো হাসি।
নিঃসঙ্গ সন্ধ্যায় মিশে থাকে নীরবতার গান।
ভালোবাসা মানে কত পথ একা হেঁটে যাওয়া,
ভুল তবু জেনেশুনে আজীবন ভুলের টান।

চেনা মানুষের ভিড়ে থেকেও,
জীবনকে জড়িয়ে ধরে জলের রং শেখায়।
ঢেউ গুনে গুনে ভুলে যাওয়া প্রতিটি কষ্ট,
স্রোতের ভিতর ভেসে থাকা শান্তি ফিরে পায়।

ভালো আছি গুছিয়ে বলা কত সহজ কথা,
তবু ভেতরে জমে ওঠে অগণিত ঝড়।
পাহাড়-সমুদ্র মিলে দেয় সাহসের আশ্রয়,
অশ্রু ঢাকা আকাশে খুঁজে পাওয়া ভোর।

কেউ বোঝে না এই নকল স্বপ্ন-সুখের মাপ,
অথচ বোঝে শুধু মেঘের ভিতর নীল।
পৃথিবীর বুকে ভাঙাচোরা যতো হাহাকার,
জায়গা নাই হৃদয়ে আর এক তিল।

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার লাগলো

২| ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৩৪

বিজন রয় বলেছেন: সুন্দর।

আপনি কি লিখতে ভালোবাসেন সামিয়া?

৩| ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৯:০৯

আরোগ্য বলেছেন: দীর্ঘ পথ একা পাড়ি দেয়া মানুষটি হঠাৎ নিজের ছায়া দেখেও ভয় পেয়ে যায়। তবু মানুষ এই আশায় বাঁচে একদিন হয়তো কেউ পাশে এসে দাঁড়াবে। আজ বিকেলে এক স্বাবলম্বী নারীর কথায় তাই উপলব্ধি হলো।

কবিতা সুন্দর হয়েছে। +++

৪| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১২:১৬

সামরিন হক বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.