নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

ল্যান্টানা, আমার প্রিয় বুনো ফুল।

২৬ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:০৯

ল্যান্টানা ফুল ছোট অসংখ্য ফুল একত্রে মিলে গড়ে তোলে রঙের আতশবাজি। লাল, কমলা, হলুদ, গোলাপি কিংবা বেগুনি কত বিচিত্র রঙের মিশ্রণে ল্যান্টানা গুচ্ছগুলো যে সৌন্দর্যের জন্ম দেয়, তা একবার দেখলে ভোলা কঠিন। প্রতিটি গুচ্ছে অনেকগুলো ক্ষুদ্র ফুল, যেন শিশুরা হাত ধরে গোল হয়ে দাঁড়িয়ে আছে।

ল্যান্টানা ফুল সময়ের সাথে সাথে এর রঙ বদলায়। সকালে যে ফুল ফোটে হলুদ বা কমলা, বিকেলের দিকে তা কখনো লালচে বা গোলাপি হয়ে যায়। এই পরিবর্তন ল্যানটানাকে অন্য ফুলের ভিড়েও আলাদা করে তুলে ধরে। এ যেন জীবনেরই প্রতীক সময়ের সাথে বদলে যাওয়া রূপ।
গ্রামীণ পথঘাট, মাঠের আলপথ, কিংবা ঝোপঝাড়ে অবহেলায় জন্মানো এই ফুল আসলে পরিবেশের বন্ধু। মৌমাছি, প্রজাপতি ও পাখিদের আকৃষ্ট করে ল্যানটানা প্রকৃতির এক রঙিন আড্ডার আয়োজন করে। বিশেষ করে প্রজাপতিদের প্রিয় ফুল এটি; ল্যান্টানার চারপাশে উড়তে থাকা নানা রঙের প্রজাপতি দেখে মনে হয় ফুল আর প্রজাপতি মিলে একসাথে উৎসব করছে।
ল্যান্টানা অযত্নেই বেড়ে ওঠে, রোদ-বৃষ্টি-ঝড়ের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে। কিছু অঞ্চলে এটিকে আগাছা বলা হয়, কারণ দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশ দখল করে নিতে পারে। ল্যান্টানা ফুল আমাদের শেখায় সৌন্দর্য কেবল সাজানো বাগানেই নয়, অবহেলিত ঝোপঝাড়েও জন্ম নিতে পারে।
ল্যান্টানা, আমার প্রিয় বুনো ফুল।
ল্যান্টানা ফুল সঙ্গে করে নিয়ে এসেছি আজ একটা গাছও লাগালাম বারান্দায় দেখি হয় কিনা :)

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:২৫

সাইফুলসাইফসাই বলেছেন: ল্যান্টেনা ফুল আমারও সুন্দর লাগে। লেখাটা পড়ে ভালো লাগলো

২৬ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৩৪

সামিয়া বলেছেন: আমি আজ আমার বেলকনিতে লাগিয়ে দিয়েছি একটা গাছ দেখি হয় কিনা কি যে ভালো লাগে ফুলগুলো, ধন্যবাদ

২| ২৬ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:২৭

নতুন বলেছেন:

২৬ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৩৪

সামিয়া বলেছেন: দারুন লাগলো ল্যান্টানার ছবি অসাধারণ

৩| ২৬ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:২৮

নতুন বলেছেন: চলতি পথে দেখতে খুবই ভালো লাগে



২৬ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৩৫

সামিয়া বলেছেন: আসলেই, অনেক সুন্দর, আপনার তোলা ছবি গুলো ও দুর্দান্ত হয়েছে।

৪| ২৬ শে আগস্ট, ২০২৫ রাত ৮:০৯

সুলাইমান হোসেন বলেছেন: অপূর্ব সুন্দর

২৬ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৩৯

সামিয়া বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা

৫| ২৬ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'পথের ধারে নাম হারা ফুল
ফোটে কত রাত্রি দিনে,
যে তারে চিনতে পারে
দাম দিয়ে তারে কিনে'।
গ্রাম বাংলার অবহেলিত একটা ফুল নিয়ে সুন্দর পোস্ট।

২৬ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৪২

সামিয়া বলেছেন: আপনার লেখা পঙক্তি সত্যিই মন ছুঁয়ে গেল। ফুলগুলোর প্রতি আপনার সংবেদনশীল দৃষ্টি ফুটে উঠেছে এই মিষ্টি ছড়ায়। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

৬| ২৬ শে আগস্ট, ২০২৫ রাত ৯:২৭

জুনায়েদ আহমেদ নেজাদ বলেছেন: শুধু একটি শব্দই মাথায় আসছে তা হলো- নির্মল ।

২৬ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৪২

সামিয়া বলেছেন: আসলেই নির্মল, ধন্যবাদ

৭| ২৬ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৪৩

ডার্ক ম্যান বলেছেন: এই প্রথম এই ফুলের নাম শুনলাম

৮| ২৬ শে আগস্ট, ২০২৫ রাত ১১:৪০

কামাল১৮ বলেছেন: চাল ধোয়া শ্নিগ্ধ হাত,কবি ওমর আলী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.