নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

সমুদ্র করুণা

০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫৫





একটি জাহাজ ঢেউয়ে ঢেউয়ে নোঙর ফেলে,
রাত নামলে সমুদ্রে ভরা নোনা জলে ভয়
আস্ত কত পাহাড় ভাঙে ঝড়ের হুঙ্কারে,
নাবিকের জন্য থাকে কিছু বরাদ্দ সময়।

তরঙ্গ প্রিয় শঙ্খের প্রেমে জলের কান্না,
ভাঙা দাঁড়ের দোঁড় ছুটে যায় বাতাস গাড়ির হর্নে,
আমরা শুধু দর্শক কাঁকড়া বালি-ঝিনুকের,
তোমায় ঠিক জিতিয়ে দেবে সাগর জলের কর্ণে।

এতটা সময় সমুদ্র পাহাড়ে আরোহন দেখে,
বোঝা দায় কিছু মানুষ কেন এত দোষী,
মশাল হাতে মাঝি ঝড়ের মধ্যে ডাকে,
আজ সাগর ঝড়ের সঞ্জীবনী নির্দোষী।

বালির মতো সময় ঝরে জীবন ভীষণ ক্লান্ত।
তরঙ্গে তরঙ্গে ভাঙে গড়ে নতুন আশার দিগন্ত,
কাকের ডানার শব্দে বাজে ইতিহাসের গান,
হাজার প্রাণ বাঁচে সকল সমুদ্র করুণার।


ছবিঃ অনেক বছর আগে তুলেছিলাম

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৫৭

রাজীব নুর বলেছেন: ভালো।

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৩

সামিয়া বলেছেন: কৃতজ্ঞ

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০৪

বাকপ্রবাস বলেছেন: রাজীব নুর বলেছেন: ভালো।

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৩

সামিয়া বলেছেন: দেখেছি

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৩

বিজন রয় বলেছেন: তৃতীয় লাইন "আস্ত কত পাহাড় ভাঙে ঝড়ের হুঙ্কারে" ...... এখানে কোন ঝড় আর কোন পাহাড়ের কথা বলতে চেয়েছেন?
জাহাজ, সমুদ্র, নাবিক এসবের মধ্যে পাহাড় এলো কিভাবে?

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১২

সামিয়া বলেছেন: রুপক

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৭

সামিয়া বলেছেন: অন্য একটা সাইটে এই কবিতার মন্তব্য পড়ে দেখুন তো কিছু বোঝা যায় কিনা

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৭

বিজন রয় বলেছেন: দারুন তো!! আপনি অন্য ব্লগেও লেখেন!
মন্তব্যগুরো পড়লাম। বোঝার চেষ্টা করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.