![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি জাহাজ ঢেউয়ে ঢেউয়ে নোঙর ফেলে,
রাত নামলে সমুদ্রে ভরা নোনা জলে ভয়
আস্ত কত পাহাড় ভাঙে ঝড়ের হুঙ্কারে,
নাবিকের জন্য থাকে কিছু বরাদ্দ সময়।
তরঙ্গ প্রিয় শঙ্খের প্রেমে জলের কান্না,
ভাঙা দাঁড়ের দোঁড় ছুটে যায় বাতাস গাড়ির হর্নে,
আমরা শুধু দর্শক কাঁকড়া বালি-ঝিনুকের,
তোমায় ঠিক জিতিয়ে দেবে সাগর জলের কর্ণে।
এতটা সময় সমুদ্র পাহাড়ে আরোহন দেখে,
বোঝা দায় কিছু মানুষ কেন এত দোষী,
মশাল হাতে মাঝি ঝড়ের মধ্যে ডাকে,
আজ সাগর ঝড়ের সঞ্জীবনী নির্দোষী।
বালির মতো সময় ঝরে জীবন ভীষণ ক্লান্ত।
তরঙ্গে তরঙ্গে ভাঙে গড়ে নতুন আশার দিগন্ত,
কাকের ডানার শব্দে বাজে ইতিহাসের গান,
হাজার প্রাণ বাঁচে সকল সমুদ্র করুণার।
ছবিঃ অনেক বছর আগে তুলেছিলাম
©somewhere in net ltd.