| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের ভেতর আগুন জ্বলে,
কেউ দেখে না ধোঁয়ার রেখা
হাসির আড়াল ভেঙে গেলে
চোখের কোণে ভিজে লেখা।
অভিমান থাকে বুকে,
ভালোবাসা হারায় পথ,
নীরবতায় ভেসে ওঠে
অশ্রু ভেজা নীরব রথ।
স্বপ্নগুলো ভাঙা আয়না,
হাজার টুকরো বুকে গেঁথে,
যন্ত্রণা আর কষ্ট মিলে
রাত্রি জাগে নিঃশব্দতে।
কে বোঝাবে ব্যথার ভাষা?
কার কাছে বা খুলব মন?
সবার মাঝে থেকেও আমি
অভিশপ্ত এক জীবন।
ছবিঃ ফেইসবুক
০৩ রা অক্টোবর, ২০২৫ রাত ১০:৫০
সামিয়া বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। শুভ রাত্রি।
২|
০৩ রা অক্টোবর, ২০২৫ রাত ১০:৩০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সবার মাঝে থেকেও আমি
অভিশপ্ত এক জীবন।
..........................................................
মোটেই না
মানুষের জীবনটা চলমান ট্রেনের মতো
একেক ষ্টেশনে একেক রকম অভিজ্ঞতা হবে
আমাদের বুদ্বি মত্তা দিয়ে তা অবগাহন করতে চাই ।
০৩ রা অক্টোবর, ২০২৫ রাত ১০:৫২
সামিয়া বলেছেন: একদম সুন্দরভাবে বলেছেন। সত্যিই, জীবন কোনো স্থির ছবি নয়, বরং চলমান ট্রেনের মতো, যেখানে প্রতিটি স্টেশনেই নতুন দৃশ্য, নতুন অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাকেই উপলব্ধির দৃষ্টিতে দেখাই আমাদের প্রাপ্তি। কথা হচ্ছে মন বাস্তবতা মানতে নারাজ।
৩|
০৪ ঠা অক্টোবর, ২০২৫ রাত ১২:৪৫
আরোগ্য বলেছেন: শেষের অভিশপ্ত শব্দটা বাদে পুরো কবিতাটাই চমৎকার।
০৪ ঠা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৪
সামিয়া বলেছেন: এই শব্দটির পরিবর্তে কি শব্দ দেয়া যায় সাজেস্ট মি প্লিজ
৪|
০৪ ঠা অক্টোবর, ২০২৫ সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৪ ঠা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৪
সামিয়া বলেছেন: ধন্যবাদ
৫|
০৪ ঠা অক্টোবর, ২০২৫ সকাল ১০:১৫
সুলাইমান হোসেন বলেছেন: শেষের অভিশপ্ত শব্দটা বাদে পুরো কবিতাটাই চমৎকার
০৪ ঠা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৫
সামিয়া বলেছেন: একটা ভালো শব্দ সাজেস্ট করে দিন প্লিজ
৬|
০৪ ঠা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১৫
আরোগ্য বলেছেন: একাকী / নিঃসঙ্গ /অন্যতম/ আলোর আশায় কিংবা অন্য কিছু যেটা অভিশপ্তের মত নেগেটিভ নয়।
১০ ই অক্টোবর, ২০২৫ ভোর ৫:০৫
সামিয়া বলেছেন: আমি একাকী না আমি নিঃসঙ্গ না আমি অন্যতম কেউ না
৭|
০৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৯
সুলাইমান হোসেন বলেছেন: কে বোঝাবে ব্যাথার ভাষা
কার কাছে বা খুলব মন।
সবাই সবার কাজে বিজি,
আমার খবর নেয় কজন।।
অথবা,
কে বোঝবে মোর ব্যথার ভাষা,
কার বা আছে সে সময়,
আমার ব্যাথায় আমি মরি,
কার কি তাতে আসে যায়।।
অথবা,
ব্যথার সাগর আমার হৃদয়
ঢেউ আকারে প্রকাশ পায়।
আমার ঢেউয়ে ডুবে মরবে
কার ব্া আছে সে সময়
১০ ই অক্টোবর, ২০২৫ ভোর ৫:০৬
সামিয়া বলেছেন: ভালো লিখেছেন
৮|
০৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৪৬
সুলাইমান হোসেন বলেছেন: আপু তোমার কবতাটা খুবই মর্মস্পর্শী হয়েছে,এই ছন্দে সূর মিলিয়ে আমি একটি কবিতা লিখে আপনাকে উপহার দিবো।
১০ ই অক্টোবর, ২০২৫ ভোর ৫:০৬
সামিয়া বলেছেন: আচ্ছা
৯|
০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১৭
ডার্ক ম্যান বলেছেন: অভিশপ্তের বদলে নিঃসঙ্গময় দিলে কেমন লাগে
১০ ই অক্টোবর, ২০২৫ ভোর ৫:০৬
সামিয়া বলেছেন: কিন্তু আমি নিঃসঙ্গময় কেউ না
১০|
০৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:৫০
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১০ ই অক্টোবর, ২০২৫ ভোর ৫:০৭
সামিয়া বলেছেন: খুব ভালো করেছেন
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০২৫ রাত ১০:২৭
সামরিন হক বলেছেন: তবুও মোরা নাদান গালিব ।
সুন্দর কবিতা।
শুভ রাত্রি।