নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

অভিশপ্ত এক জীবন

০৩ রা অক্টোবর, ২০২৫ রাত ১০:১৯



মনের ভেতর আগুন জ্বলে,
কেউ দেখে না ধোঁয়ার রেখা
হাসির আড়াল ভেঙে গেলে
চোখের কোণে ভিজে লেখা।

অভিমান থাকে বুকে,
ভালোবাসা হারায় পথ,
নীরবতায় ভেসে ওঠে
অশ্রু ভেজা নীরব রথ।

স্বপ্নগুলো ভাঙা আয়না,
হাজার টুকরো বুকে গেঁথে,
যন্ত্রণা আর কষ্ট মিলে
রাত্রি জাগে নিঃশব্দতে।

কে বোঝাবে ব্যথার ভাষা?
কার কাছে বা খুলব মন?
সবার মাঝে থেকেও আমি
অভিশপ্ত এক জীবন।

ছবিঃ ফেইসবুক

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০২৫ রাত ১০:২৭

সামরিন হক বলেছেন: তবুও মোরা নাদান গালিব ।
সুন্দর কবিতা।
শুভ রাত্রি।

০৩ রা অক্টোবর, ২০২৫ রাত ১০:৫০

সামিয়া বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। শুভ রাত্রি।

২| ০৩ রা অক্টোবর, ২০২৫ রাত ১০:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সবার মাঝে থেকেও আমি
অভিশপ্ত এক জীবন।

..........................................................
মোটেই না
মানুষের জীবনটা চলমান ট্রেনের মতো
একেক ষ্টেশনে একেক রকম অভিজ্ঞতা হবে
আমাদের বুদ্বি মত্তা দিয়ে তা অবগাহন করতে চাই ।

০৩ রা অক্টোবর, ২০২৫ রাত ১০:৫২

সামিয়া বলেছেন: একদম সুন্দরভাবে বলেছেন। সত্যিই, জীবন কোনো স্থির ছবি নয়, বরং চলমান ট্রেনের মতো, যেখানে প্রতিটি স্টেশনেই নতুন দৃশ্য, নতুন অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাকেই উপলব্ধির দৃষ্টিতে দেখাই আমাদের প্রাপ্তি। কথা হচ্ছে মন বাস্তবতা মানতে নারাজ।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০২৫ রাত ১২:৪৫

আরোগ্য বলেছেন: শেষের অভিশপ্ত শব্দটা বাদে পুরো কবিতাটাই চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.