| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন সকালবেলা ঘুম ভাঙার পর প্রথম সব ধরনের বিপদ স্মরণে আসে; আজকের ও দিন কেমন একরকম ভয় অনিশ্চিত অনির্দিষ্টকালের অভিশাপের মতন হবে এরকম ভাবতে ভাবতে। আজও কি কিছু বদলাবে না এই সাধারণ জীবনে? আজকেও কি সেই একই অন্ধকার বুকের ভেতর আঘাত করবে? জানালার ফাঁক দিয়ে সূর্য ওঠে, কিন্তু আমার ভিতরের সূর্য অনেকদিন ধরেই অস্তাচলে চলে গিয়েছে। আমি অপেক্ষা করি; শুধু ভালো একটা দিনের জন্য।
চোখের নিচে জমে থাকা ক্লান্তির ছায়া, নিদ্রাহীন রাতের পর চোখে শুকিয়ে যাওয়া অশ্রু, আর অন্তরে জমে থাকা নিঃশব্দ কান্না সব মিলে আমি এক চলমান শূন্যতা। "আমার চতুর্পাশে সব কিছু যায় আসে আমি শুধু প্রসারিত গতিহীন ধারা গানটির মত প্রায়ই গভীর শ্বাস টেনে নেই। ভাবি, হয়তো আজই কিছুটা প্রশান্তি নামবে আমার ভিতরের ঝড়ে।
বাস্তবতার পাথরে হোঁচট খাওয়া মানুষ আমি। অপমানের শিকল গলায় ঝুলে থেকেও, আমি আনন্দিত থাকার অভিনয় করি। কেউ বোঝে না, এই টিকে থাকা মানে যুদ্ধ। প্রতিদিনের বেঁচে থাকা একেকটা আঘাত, একেকটা রক্তাক্ত স্মৃতি।
আমি যেন হারানো কোনো ইতিহাসের অংশ; আমি যেন চলমান ট্রেন, আমি যেন বজ্রপাতের রাতে একাকী পথিক, আমি যেন ডায়রির ছেঁড়া পৃষ্ঠা, আমি যেন ঠিক কি চাইছি জানিনা, আমি যেন জলে ভাসা পদ্ম, আমি যেন অসহায়দের থেকেও অসহায় হওয়া সত্তেও অসহায় সকলদের সামনে মিথ্যা শক্তির ভংগুর দেয়াল, আমি যেন আবেগহীন যন্ত্র , আমি যেন ভালো মন্দ স্মৃতি।
চোখের ভেতর বৃষ্টি নামে, কিন্তু সেই বৃষ্টি আগুনের লাভা, চোখ জ্বলে মন পোড়ে। আমার চলার রাস্তা যেন কাঁটা বিছিয়ে সাজানো, মনে হয় যেন প্রতিটি শ্বাসই পরীক্ষার মতো। আমি দাঁড়িয়ে থাকি ভাঙা সেতুর মতো, ভাঙা রাস্তায় বনে, জংগলে, পরিত্যক্ত স্টেশনে, নদীর ধারে। ওপারের সুখ আমার নাগালের বাইরে, তবু জলের মধ্যে নিজের প্রতিফলন খুঁজি।
ভালো একটা দিনের অপেক্ষা যেন আমার জীবনের লক্ষ্য হয়ে গিয়েছে । আমি জানি না, সেই দিন আদৌ আসবে কি না। কিন্তু আমি অপেক্ষা করি, চোখ ভেজা, হৃদয় পোড়া, তবু বিশ্বাসে।
বেঁচে আছি শুধু
শুধু ভালো একটা দিনের আশায়। ছবিঃ নেট
১১ ই অক্টোবর, ২০২৫ রাত ৩:৪২
সামিয়া বলেছেন: আপনার কথাগুলো সত্যিই অনুপ্রেরণাদায়ক।
মন হয়তো কখনও বিক্ষিপ্ত হয়ে পড়ে,
আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
২|
১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:১২
মৌরি হক দোলা বলেছেন: সুন্দর লিখেছেন।
১১ ই অক্টোবর, ২০২৫ রাত ৩:৪৩
সামিয়া বলেছেন: ধন্যবাদ দোলা
তোমার এমন সুন্দর প্রশংসা মনটা হালকা করে দেয়।
তুমি ভালো থেকো, লিখতে থেকো।
৩|
১০ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: বেঁচে থাকাটাই বড় কথা।
১১ ই অক্টোবর, ২০২৫ রাত ৩:৪৩
সামিয়া বলেছেন: ঠিক বলেছেন রাজীব ভাই,
বেঁচে থাকাটাই সত্যি বড় কথা।
৪|
১০ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৫
বিজন রয় বলেছেন: এখানো বেঁচে আছি, এটাই অনেক।
অত ভেবে লাভ কি?
১১ ই অক্টোবর, ২০২৫ রাত ৩:৪৪
সামিয়া বলেছেন: আপনার কথায় গভীর সত্য আছে।
অত ভেবে লাভ নেই, কিন্তু ভাবনাই তো আমাদের বাঁচিয়ে রাখে, তাই না?
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
৫|
১০ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৯
অপ্সরা বলেছেন: সামিয়ামনি অনেক অনেক ভালো থেকো। অনেক ভালোবাসা!!!
১১ ই অক্টোবর, ২০২৫ রাত ৩:৪৬
সামিয়া বলেছেন: প্রিয় আপু
তোমার ভালোবাসা ভরা কথাগুলো খুব ছুঁয়ে গেল।
তুমি যেন সবসময় ভালো আর হাসিতে ভরে থাকো। অনেক ভালোবাসা তোমার জন্যও।
৬|
১১ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১১ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭
সামিয়া বলেছেন: খুব ভালো করেছেন,
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ৮:৪৭
আহমেদ জী এস বলেছেন: সামিয়া,
একটি বিক্ষিপ্ত মনের ভাবনারা যেন হতাশার ডানা মেলে উড়ছে এ লেখায়।
সুন্দর!