নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

কাক

০৩ রা নভেম্বর, ২০২৫ রাত ২:৪৭



আকাশের ক্যানভাসে আজ সাদা কালো রঙ ,
কাকের ডানায় কিছু শোকের ধ্বনি।
দূরে কোথাও ছড়িয়ে আছে অচেনা শহরের ক্লান্তি,
তবু এই ছাদের কিনারায় বিষন্ন এক কাক
গেয়ে যায়;
বেঁচে থাকার গান।

সূর্য ডোবে, আলো নিভে যায়, তবু কাকেরা জেগে থাকে,
তাদের চোখে জমে থাকা রাতের ইতিহাস কেউ পড়ে না।

মানুষ যেমন দোষী হয় ভুল ভালোবাসায়,
তেমনি কাকেরা দোষী; ডেকে ওঠে নিঃসঙ্গ বিকেলে।

আমি দেখি, তারা উড়ে যায় দিগন্তের ওপারে,
কালো ডানায় মিশে যায় অজানা কোলাহল,
আমি ভাবি এই কাকেরা আসলে
আমাদেরই ক্লান্ত আত্মা,
রোদে পুড়ে, শব্দে ডাকে মুক্তির গান।



ছবিঃনেট

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০২৫ রাত ২:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তাদের চোখে জমে থাকা রাতের ইতিহাস কেউ পড়ে না।

.............................................................................
আমরাই বা কতটুকু পড়তে পারি প্রেমিকার চোখের ভাষা ???

০৩ রা নভেম্বর, ২০২৫ ভোর ৪:১৫

সামিয়া বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ০৩ রা নভেম্বর, ২০২৫ রাত ২:৫৯

Ontu Ghosh বলেছেন: বিরক্তিকর প্রাণী কাক। যদিও পরিবেশের জন্যে উপকারী, তবুও বিরক্তিকর।

০৩ রা নভেম্বর, ২০২৫ ভোর ৪:১৬

সামিয়া বলেছেন: আমিও পরিবেশের জন্য ভালো কিন্তু বিরক্তিকর কাক।

৩| ০৩ রা নভেম্বর, ২০২৫ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: হে কাক!
কালো কাক!

০৩ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৯

সামিয়া বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

৪| ০৩ রা নভেম্বর, ২০২৫ সকাল ১০:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

০৩ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৯

সামিয়া বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.