| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

এই শীত নামল ধীরে কফির ধোঁয়া মুড়ে বিকেলে,
ধুলো পড়া গাছের পাতায় জমে রইলে তুমি,
একাকী চেয়ারের কোণে সময় পড়ে থাকে,
তুমি থাকলে শূন্যতার নাম বদলাই আমি।
শীতের বিকেল কাপে কাপে উষ্ণতা গুনি,
কফির তলায় ডুবে যায় ক্লান্ত সব যুক্তি,
শীতল হাওয়ায় জমে ওঠে অচেনা সাহস
এই স্বল্পতাতেই বুঝি সবচেয়ে গভীর মুক্তি।
রোদের গায়ে গা মেলানো আলসেমির দুপুর
হঠাৎ থেমে যায় তোমার নামে এসে,
শীতের বিকেল বোবা হয়ে চুপ করে শোনে
আমার চোখের ভেতর জমে থাকা দেশে।
ঘড়ির কাঁটা ক্লান্ত হয়ে পড়ে থাকে একা
কফির শেষ চুমুকে থেমে থাকে দীর্ঘশ্বাস
আমি হাত বাড়িয়ে ছুঁয়ে দেখি নীরবতা,
চোখের কোনে জমে থাকে অব্যক্ত আভাস।
ছবিঃ আগে ছবি তুলেছি পরে ছবির সাথে মিলিয়ে কবিতা লিখেছি
১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৬
সামিয়া বলেছেন: থ্যাঙ্কস
২|
১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৭
রূপক বিধৌত সাধু বলেছেন: দুর্দান্ত। বিশেষ করে শেষ প্যারাটা হৃদয়গ্রাহী।
১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৯
সামিয়া বলেছেন: আপনার আন্তরিক প্রশংসার জন্য ধন্যবাদ।
৩|
১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২১
ডার্ক ম্যান বলেছেন: ছবিতা ভালো হয়েছে।
ম্যাডাম আপনার বই কিভাবে সংগ্রহ করা যাবে।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৩
সূচরিতা সেন বলেছেন: সুন্দর হয়েছে কবিতা ।