![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি প্রায়ই বিষয় ভিক্তিক ব্লগে ঢুঁ মারি। গল্প, কবিতা, রাজনীতি , মুভি রিভিউ, ছবি ব্লগ এইসব টপিকে ঘুরেফিরে বেড়াই। মডুদের পর্যবেক্ষণ চোখে কিসব পোস্ট ঠাঁই পেয়েছে বিষয় ভিক্তিক ব্লগে চক্ষু মেলিয়া তা দেখি।
কিন্তু এসবের পরেও আমার একটা আক্ষেপ ছিল। কি যেন নাই, কি যেন নাই। মুভি রিভিউ আছে। কিন্তু। মুভির প্রাণ কোথা থেকে আসে। এটা ভাবতে গেলে আমার চিন্তায় প্রথমে যেটা আসে। তা হলো সাহিত্য। সাহিত্য থেকেই তো মুভির প্রাণ আসে। আর এই সাহিত্যর কিংবা বই পর্যালোচনার কোন টপিকই পেতাম না এই বিষয় ভিক্তিক ব্লগে।
যাক, এসব আক্ষেপ মাটি হয়ে গেল। আজ আমরা পেয়েই গেছি বই পর্যালোচনার একটা ব্লগ টপিক। কয়েকদিন আগে একজন ব্লগার বই পর্যালোচনার টপিকের জন্য কয়েকটি ব্লগ পোস্টে কর্তৃপক্ষের নজরে আসে মত মন্তব্যে আবেদন জানায়ছিল। আর আমরা তা যে এত আগেই পেয়ে যাব ভাবিনি। এর জন্য সামুর টিমকে এই নগণ্য ব্লগারের আর সবার পক্ষ থেকেই আন্তরিক কৃতজ্ঞতা জানায়।
এখানেই শেষ নই। আমার একটা মতামত আছে এখানে। আমরা দেখতে পাচ্ছি। বই রিভিউ টা ইংরেজি টাইপে হয়ে গেছে (Book review)। হয়ত কর্তৃপক্ষের তাড়াহুড়োতেই এমনটা মনে হয় হইছে। এটা কোন আমি সমস্যা দেখিনা। এডিট করে দেওয়া যেতে পারে। বাংলায় 'বই রিভিউ'। আমি এখানেই একটা মতামত দিব। তা হলো বই রিভিউ না লিখে বই পর্যালোচনা লিখা যেতে পারে। আশা করি কর্তৃপক্ষের নজরে আনলে খুশি হব।
ওকে বন্ধুরা এবার তাহলে জমিয়ে বই রিভিউ লিখা হউক।
হ্যাপি ব্লগিং।
সামহোয়্যারইন ব্লগ টিম আর ব্লগারদের প্রতি একরাশ ভালবাসা।
০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪১
ব্লগার_সামুরা বলেছেন:
ধন্যবাদ | শুভকামনা নিরন্তর |
২| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৩
সুমন কর বলেছেন: বই পর্যালোচনা হলেই ভালো হবে।
০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩
ব্লগার_সামুরা বলেছেন:
হ্যাঁ, এমনি সুন্দর দেখায় | বাংলা ব্লগে | ধন্যবাদ | শুভকামনা নিরন্তর |
৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বই রিভিউ
........................ লিখলে যোশ আসে
..................................................................................
০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫
ব্লগার_সামুরা বলেছেন:
হ্যাঁ, যেটা পছন্দ হই মডুদের | ধন্যবাদ | শুভকামনা নিরন্তর |
৪| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৯
চাঁদগাজী বলেছেন:
আপনার আগমণে ব্লগ হয়তো বিষয়ভিত্তিক হয়ে যাবে
০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৭
ব্লগার_সামুরা বলেছেন:
তাই হোক | ধন্যবাদ | শুভকামনা |
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৪
আর্কিওপটেরিক্স বলেছেন: দেখে গেলাম
০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫১
ব্লগার_সামুরা বলেছেন:
ধন্যবাদ | শুভকামনা |
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৮
নতুন নকিব বলেছেন:
সামু টিমকে ধন্যবাদ দিয়ে ভালো কাজ করেছেন। ধন্যবাদ আপনাকেও।
আপনার এই পোস্টে কিছু টাইপো রয়েছে। ঠিক করে দিলে সবিশেষ কৃতজ্ঞতা থাকবে। 'বই পর্যালোচনা' বা 'বই রিভিউ' যে কোনোটিই করা যেতে পারে। তবে 'রিভিউ' শব্দটি বিদেশী হলেও শ্রুতিমধুর।
শুভকামনা। অনেক ভালো থাকুন।
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৪
ব্লগার_সামুরা বলেছেন:
বেশ কয়েকবার পাঠ করলাম। কিন্তু কোন টাইপো পাইনি | যদি আপনি দেখায় দেন | ভাল হতো |
ধন্যবাদ | শুভকামনা নিরন্তর |
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৯
আরোগ্য বলেছেন: আপনার পোস্টটি ভালো লাগলো।