| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুপ করে আছি চোখে কথা নিয়ে..
মোনের আর্ত চিৎকার
শব্দশোষক অক্ষিপল্লবের দেওয়ালে
ঠোক্কোর খায়।
আশ্বাসের মরিচিকা
নিঃশ্বাসের বাঁশিতে হারায়।।
মস্তস্কের কোনো এক গ্রন্থির মত্ততা
কিমবা পেশির কেন্দ্রে জমে যাওয়া শীতের রাত.. নেমে যায়।
সেই কবে যেন আমার আমিটা বেরিয়েছিল ভ্রমনে..
মনের ধ্বংসস্তুপে আর পদার্পন হয়নি তাদের।।
২|
১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২১
সঞ্জীব ব্যানার্জী বলেছেন: অনেক ধন্যবাদ ব্লগে আশার জন্য । অনেক ভালো থাকবেন।
৩|
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২০
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা অনেক ভাল লাগল।
সামুতে স্বাগতম।লিখতে থাকুন অনেক শুভকামনা রইল।
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫৬
সঞ্জীব ব্যানার্জী বলেছেন: ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন।
৪|
০২ রা জুলাই, ২০১৮ সকাল ৮:৪৬
খায়রুল আহসান বলেছেন: কবিতায় ভাল ভাব আছে, তবে ভাষায় ও বানানে ভুলও আছে। সম্পাদনা করে নিলে ভাল হয়।
ব্লগে বিলম্বিত সুস্বাগতম জানিয়ে গেলাম। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক!
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৫
মনিরা সুলতানা বলেছেন: ব্লগে স্বাগতম সঞ্জীব ব্যানার্জী
আশা করছি আপনার ব্লগ জীবন আনন্দময় হবে;
আপনার লেখায় ভালোলাগা।