![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাকালের সন্ধানে, অমৃতের আঘ্রাণে ছুটে চলা নিরন্তর
আকাশ জোড়া মেঘ, আর বৃষ্টি ভেজা মন
হৃদয় বলে পাশে থাকুক আমার আপনজন।
পাবো কি তারে...? হারায়ে এমন, খুঁজি তারে বারে বারে
দেখেনিতো কেউ লুকিতো প্রেম, এই হৃদয়ো মাঝারে।
শূণ্য এ বুকে ছিলো যে কতই, লালিতো বাসনা
সাথীহারা মন, আজ হলো তাই সজলো নয়না।
মনের ভাষা ব্যক্ত করে, হলাম যে দিশেহারা
ব্যথাতুর হৃদয় পরোতে পরোতে শোকে তাই মাতোয়ারা।
দিগ্বিদিক চেয়ে দেখি, আজি আমার দুখের পাহার ভারী
কিভাবে এ জীবন যাবে ভেবে, এ জ্বালা সইতে নারী
দীঘল কালো জলের মতো, আজ আমি নিথর
টুনটুনি আর কয়না কথা, হয়ে গেলো পাথর।
ব্যথার আঘাত সয়ে সয়ে, আমি আজো বেঁচে আছি
তবুও বলি একটা কথা, আমি তোমায় ভালোবাসি।
২| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫২
রক্তিম দিগন্ত বলেছেন:
ভাল লাগলো।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আকাশ জোড়া মেঘ, আর বৃষ্টি ভেজা মন
হৃদয় বলে পাশে থাকুক আমার আপনজন।’’------------- দারুন লাগলো