নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সন্যাসীর স্বপ্ন

শিক্ষা যেখানে অসম্পূর্ণ, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, মুক্তি সেখানে অসম্ভব।

সন্যাসী

পরিবর্তন চাই- আপদমস্তক পরিবর্তন চাই। কুঠারাঘাত দিয়ে হলেও ভাঙতে চাই স্থবিরতার শৃঙ্খল।।

সন্যাসী › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বর, যমরাজ ও চন্দ্রগুপ্তের কথোপকথোনঃ প্রসঙ্গ ছাত্রলীগ

২৫ শে জুন, ২০১৩ রাত ১২:৪৪

(চিত্রগুপ্তর ডাক পড়েছে ঈশ্বরের দরবারে। চিত্রগুপ্ত তার খাতা-কলম নিয়ে দরবারে প্রবেশ করলে ঈশ্বর তাকে সামনের চেয়ারে বসতে দিলেন এবং রবীন্দ্রসঙ্গীতের ভলিউম কমিয়ে দিলেন।)



চিত্রগুপ্তঃ জ্বী মহামান্য, আমাকে তলব করেছেন?



ঈশ্বরঃ হ্যাঁ, কিন্তু এখানেও খাতা-কলম নিয়ে এসেছো?



চিত্রগুপ্তঃ জ্বী মহামান্য। এটাই তো আমার চাকুরী।



ঈশ্বরঃ তোমার বস কই? টেলিফোনেও তো পেলাম না। তোমাকে দিয়ে কাজ হবে না, তারপরও তোমাকেই ডাকতে হলো।



চিত্রগুপ্তঃ বস বিশ্রাম নিচ্ছেন। তার আবার লাঞ্চের পরে ন্যাপের অভ্যাস আছে তো।



ঈশ্বরঃ তোমার বস নাক ডেকে ঘুমাবেই তো। এই যে চট্টগ্রামে আরমান নামে এক পথচারী শিশু আজ ছাত্রলীগ-ও যুবলীগের সংঘর্ষে মারা গেলো, শিশুটির জন্য মৃত্যুর দূত পাঠানোর অর্ডার দিয়েছিলো কে?



চিত্রগুপ্তঃ মহামান্য, এতো আমার কাজ না। আমি কেবলই যমরাজের পি.এস হিসেবে মৃত্যু পরবর্তী তথ্য ও উপাত্তের হিসাব লিখে থাকি।



ঈশ্বরঃ তুমি কিসের পি.এস। তোমার যা কাজ তার বাইরের খবরও রাখতে হয়। তুমি জান মর্ত্যের বসদের পি.এসরা কত খবর রাখে, বসের জন্যে কত কিছু করে? তোমাদের মতো পুরুষ পি.এস তারা রাখে না অবশ্য।



চিত্রগুপ্তঃ জ্বী, মহামান্য। আমার বসও তাই বলে। আপনি যদি আমার বসের পি.এস হিসেবে একজন উর্বশী নিয়োগ দিতেন তাহলে আমিও বাঁচতুম। সেই পৃথিবীর শুরু থেকে নামমাত্রই স্বর্গে পড়ে আছি, কেবল খাতা-কলম; কিছুই দেখা হয়নি- মেনকা, রম্ভাদের কেবল নাম শুনেই যাচ্ছি, একবার চোখেও দেখিনি। ছুটি পেলে কদিন ঘুরে দেখতে পারতাম।



ঈশ্বরঃ রাখ তোমার ন্যাকামো। তোমার বসকে ফোন লাগাও। দেখ, তার ন্যাপ ভেঙেছে কিনা। ফোনে পেলে বলো যে তাকে এখানে তলব করা হয়েছে।



(যমরাজকে ফোনে পাওয়া গেল। যমরাজ হাজির। ঈশ্বরকে অভিবাদন জানিয়ে যমরাজ তার নির্ধারিত চেয়ারে বসলো। চিত্রগুপ্ত তার খাতা-কলম নিয়ে বেরিয়ে গেলো।)



যমরাজঃ আমাকে ডেকেছেন বস?



ঈশ্বরঃ হ্যাঁ, আজ চট্টগ্রামে যে দুজন পথচারী মারা গেলো। তারা কেন মারা গেলো তা জানার জন্য। নিরাপরাধ দুটি মানুষকে এভাবে মর্ত্য থেকে তুলে আনার মানে কী? ওখানে কাকে পাঠিয়েছিলে তা জানতে চাই।



যমরাজঃ হাঃ ঈশ্বর, আপনি এও জানেন না যে মর্ত্যের বাংলাদেশ নামক দেশে আলাদা যমালয় প্রতিষ্ঠিত হয়েছে! পুরোপুরি স্বায়ত্তশাসিত। আমার আয়ত্ত্বের বাইরে।



ঈশ্বরঃ তাহলে তুমি আছ কেন? ব্যাপারটা খুলে বলো।



যমরাজঃ বস, ওখানে ছাত্রলীগ নামক একটি সংস্থা এতই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে যে কোন যম ওখানে কাউকে তুলে আনতে যেতে সাহস পায় না। পথচারী হিসেবে গুলি খেয়ে অক্কা পাওয়ার ভয়ে কোন যম বাংলাদেশে না যেতে চাইলে আমার দপ্তর থেকে ওদের সাথে যোগাযোগ করে ছাত্রলীগকে মর্ত্যের যমালয়ের লিজ দেয়া হয়েছে। ওটা পুরোপুরি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমারও লাভ হয়েছে, এখন দুপুরে নাকে তেল দিয়ে ঘুমাতে পারি। আগে তো চিত্রগুপ্তের হাক-ডাকে টিকতে পারতাম না।



ঈশ্বরঃ গতকালই নারদ সেক্সপিয়রের একটা ডায়লগ বলেছিল, “There happen more things on haven and earth…”। তুমি এখন যাও। আমিও রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে একটু ঘুম দিই।



(যমরাজের প্রস্থান। ঈশ্বর আরাম কেদারায় হেলান দিয়ে চোখ মুদে দিলেন। প্লেয়ারে সূচিত্রা মিত্রের গান বাজছে- “কোন ভীরুকে ভয় দেখাবে, আঁধার তোমার সবই মিছে........”

মন্তব্য ২০ টি রেটিং +৮/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৩ রাত ১২:৫০

মদন বলেছেন: +++++++++++++++++++++++++++++

২৫ শে জুন, ২০১৩ রাত ১:২০

সন্যাসী বলেছেন: ধন্যবাদ।

২| ২৫ শে জুন, ২০১৩ রাত ১২:৫৪

হাসান মাহবুব বলেছেন: ফেসবুকেই পড়সিলাম। এখানেও পড়লাম। সেখানেও পড়ব। আমরা পতিত।

২৫ শে জুন, ২০১৩ রাত ১:২১

সন্যাসী বলেছেন: ধন্যবাদ, হামা ভাই।

৩| ২৫ শে জুন, ২০১৩ রাত ১:২৪

শিব্বির আহমেদ বলেছেন: +

২৫ শে জুন, ২০১৩ রাত ১:৩২

সন্যাসী বলেছেন: ধইন্যা।

৪| ২৫ শে জুন, ২০১৩ রাত ১:২৬

ঘুমন্ত মস্তকের অধিকারী বলেছেন: ++++

২৫ শে জুন, ২০১৩ রাত ১:৩৩

সন্যাসী বলেছেন: আপনাকেও ধইন্যা।

৫| ২৫ শে জুন, ২০১৩ রাত ২:৩৫

নিষ্‌কর্মা বলেছেন: ভাল লাগল

২৫ শে জুন, ২০১৩ সকাল ৯:১৫

সন্যাসী বলেছেন: ধন্যবাদ।

৬| ২৫ শে জুন, ২০১৩ ভোর ৪:৩১

ননদালীনাজ বলেছেন: "ওখানে ছাত্রলীগ নামক একটি সংস্থা এতই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে যে কোন যম ওখানে কাউকে তুলে আনতে যেতে সাহস পায় না"- চরম হইসে !!!

২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৭

সন্যাসী বলেছেন: ধন্যবাদ।

৭| ২৫ শে জুন, ২০১৩ ভোর ৫:০৯

আমি কবি নই বলেছেন: চমৎকার লিখেছেন ভাই। ছাত্রলীগরুপী পশুদের একরাশ ঘৃনা।

২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৭

সন্যাসী বলেছেন: হুমম।

৮| ২৫ শে জুন, ২০১৩ ভোর ৫:৩৩

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: নিদারুন কঠিন কিছু বাস্তবতা, কষ্টকে অসাধারণ ভাবে উপস্থাপনা করেছেন।
অসাধারণ। বাংলাদেশে ছাত্ররাজনীতির নামে ত্রাসনীতি বন্ধ হউক, ছাত্র রাজনীতি র নামে বিপুল সংখ্যক ক্যাডার হাতে রাখা বন্ধ হউক।

তবে খালি ছাত্রলীগ এর দোষ ধরলে মনে হয় ভুল হবে। বাংলাদেশের উন্নতির জন্য, বা ছাত্রসমাজের উন্নয়নের জন্য ছাত্র রাজনীতি বা শিক্ষক রাজনীতি বন্ধ করাটা খুব ই দরকার।

২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৬

সন্যাসী বলেছেন: প্রশংসার জন্য ধন্যবাদ।

৯| ২৫ শে জুন, ২০১৩ সকাল ৯:৩৪

ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল। বিধায়ক ভটচাজের পর এধরনের লেখা প্রায় বন্ধই মনে হয়। ধন্যবাদ আপনাকে।

২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৭

সন্যাসী বলেছেন: বিধায়ক ভটচাজের লেখা আমি পড়িনি। তিনি কি ব্লগার? যদি তাই হয়, পারলে তার ব্লগের লিংক দিয়েন।

১০| ২৬ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৬

ঢাকাবাসী বলেছেন: না তিনি গত শতাব্দীর মাঝামাঝি সময়ে রম্যনাটক লিখতেন, বাড়ী মুর্শিদাবাদ, বহুকাল আগেই মারা গেছেন। আপনার সুন্দর আগ্রহের জন্য তার লিংক দিলুম। ধন্যবাদ।


Click This Link

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:২১

সন্যাসী বলেছেন: ধন্যবাদ, ঢাকাবাসী। তাঁর বই খুঁজে পাওয়া যায় কীনা দেখতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.