নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্দারজী

সর্দারজী › বিস্তারিত পোস্টঃ

মাশরাফির কাছে মিনতি!

০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫১

মাশরাফি বিন মুর্তজা ডাক নাম কৌশিক আর ক্রিকেটারেরা ডাকে ম্যাশ বলে। আমরা ষোল কোটি জনগন ডাকি পাগলা বলে। কেনো জানিনা যখনি এই পাগলাটার কাহিনীগুলো পত্রিকায় বলেন সামাজিক গনমাধ্যম বলেন যেখানেই পড়িনা কেনো আমি নিজেকে ধরে রাখতে পারিনা।

একজন মানুষ কেমনে পারে এতো দেশপ্রেমিক হতে? নিজের কলিজার টুকরা ছেলে হাসপাতালে, নিজের সারা জীবনের পুঙ্গ হওয়ার ভয় কিছুই যেনো তাকে দমিয়ে রাখতে পারেনা।


সেই প্রথমদিন থেকে যেভাবে পাগলা দৌড় শুরু করেছে আর এখনো দৌড়াচ্ছে। নিজে বাঁচলো নাকি মরলো তার কোনো হিসেব করার সময় যেনো তার নেই। একটায় লক্ষ্য তার সামনের ব্যাটসম্যানটার উইকেটটা ফেলতে হবে আর হাসি ফুটাতে হবে বাংলাদেশ নামক দেশের ষোল কোটি অবহেলিত মানুষের মুখে।

আমি জানি হয়তো পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখলেও মাশরাফিকে নিয়ে লেখা শেষ হবেনা। শুধু বলবো “বস, তোমায় সালাম। আমরা বাংলাদেশি মানুষেরা আর এই বাংলার মাটি আজ ধন্য তোমাকে পেয়ে। ষোল কোটি মানুষের দোয়া তোমার সাথে রইলো.........।


ক্রিকেট খেলা দেখি যেদিন থেকে তুমি ছাড়া অন্য কিছু বুঝি না। আমার কাছে ক্রিকেট মানেই ম্যাশ!! আমার কাছে ক্যাপ্টেন মানেই ম্যাশ আর বাঘের হুংকার মানেও ঐ ম্যাশ!!!! আমার নিজের চাওয়া বাংলাদেশের বিশ্বকাপটা আমি তোমার হাত ধরেই এই দেশের মাটিতে দেখতে চাই। পরম পুলকে তোমাকে বুকের মাঝে নিতে চাই।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৭

গোধুলী রঙ বলেছেন: মাশরাফির ভিতর যতটা দেশপ্রেম তার কিয়দংশও যদি এই ১৬ কোটি মানুষের প্রত্যেকের ভিতর থাকতো!!! দেশটা হয়তো আজ বিশ্ব অর্থনীতিতে প্রথম দশটা দেশের মধ্যে থাকতো, শিক্ষা ক্ষেত্রে সিঙ্গাপুরকেও টেক্কা দিতে পারতো, হয়তো নাসার মত কোন সংস্থা এই দেশে থাকতো....আরো অনেক কিছু হতো, কিন্তু আমরা অনলাইনে যতটা দেশপ্রেম দেখাই অফলাইনে ততটাই আত্মকেন্দ্রিক।

০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪২

সর্দারজী বলেছেন:

২| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৮

স্কারলেট টিউলিপ বলেছেন: লাভ ইউ ম্যাশ :)

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৭

সর্দারজী বলেছেন:

৩| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:২০

বিজন রয় বলেছেন: গোধুলী রঙ বলেছেন: মাশরাফির ভিতর যতটা দেশপ্রেম তার কিয়দংশও যদি এই ১৬ কোটি মানুষের প্রত্যেকের ভিতর থাকতো!!! দেশটা হয়তো আজ বিশ্ব অর্থনীতিতে প্রথম দশটা দেশের মধ্যে থাকতো।

সহমত।
লেখায় ++++

০৬ ই মার্চ, ২০১৬ রাত ৩:১৩

সর্দারজী বলেছেন: :) ধন্যবাদ ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.