![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে দিন বিকেল বেলা দাড়িয়ে বকুল তলা
শুধালে আমায়,
কেন এসে কাছে শুধু ভাল বেসে
ডাকিনি তোমায় ।।
তখন দূরের পাখি বলেছিল ডাকি ডাকি
বেলা আবসান,
প্রভাতের যত কথা ফুলে ফুলে মালা গাঁথা
গোধূলীর গান ।
আঁধারে সাথে সাথে নিহারিকা ছায়পথে
আকাশে হারায় ।
কেনকাছে এসে..........ডাকিনি তোমায় ?
ওপারের খেয়া ঘাটে ডাকে মাঝি যেতে তটে
বেলা নাহি আর,
জোয়ারের ভরা জল বয়ে গেল কল কল
ভাটিতে আবার।
শেষ হলো ডাকাডাকি একা একা বসে থাকি
বেলা বয়ে যায।
কেন এস কাছে...ডাকিনি তোমায় ?
২| ০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪
সরদার হারুন বলেছেন: দন্যবাদ আপনাকে ।
৩| ০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । ++
৪| ০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫১
সরদার হারুন বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ
৫| ০৭ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০১
অপূর্ণ রায়হান বলেছেন: খুব ভালো লাগলো ভ্রাতা +
কেমন আছেন ?
৬| ০৭ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩
সরদার হারুন বলেছেন: আল্লার রহমতে ভাল আছি। আপনি ভালতো ।
আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪২
ইমতিয়াজ ১৩ বলেছেন: লাইক সমেত ++