![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রামে থাকি তারপর অসুস্থ ।এখন আর লিখতে পারিনা তবুও না লিখে পারিনা যখন দেখি মধ্য যুগের দাস প্রথা আবার ফিরে এসেছে।
ডেস্টিনির মত মাল্টি লেবেল মার্কিটিং এর মাধ্যমে ইহাবা এবং আবাল বৃদ্ব বনিতা সবাইকে সাগরে ভাসিয়ে দিচ্ছে।
আমারা কি মানুষ,আসরাফুল মাকলুকাত ? মালায়শিয়া,ইন্দসেশীয়া সবাই মুসলিম রাস্ট্র বলে জানি । এই কি মুলমানের কাজ ?
আগে এসব বিপদ গ্রস্তদের তীরে আসতে দিন তার পরে বিচার করুন তারা কোন দেশের ।
মানুষের পরিচয় মানুষ । মুখে বলি সমস্ত মুসলমান ভাই ভাই কাজে করি না । ওদের রক্তে গড়া এ দেশ । তাই সকারের এখন একমাত্র কাজ ওদের বাঁচানো ।
যারা রাজনীতি করেন তাদের বলি একজন,খালেদা,হাসিনা, বা মরহুম মুজিব বা জিয়ার জন্য আপনারা জীবন দিতে পারেনা আর হাজার হাজার ভাবি নেতা জলে ডুবে মরছে তাদের জন্য কিছু কি করতে পারেন না ?
তার পরে যারা এর জন্য দায়ী তাদের মূল থেকে উপরে ফেলুন । এরা ৭১ এর রাজাকারের চেয়ে কম অপরাধী নয় ।
২| ২০ শে মে, ২০১৫ সকাল ৯:২২
সরদার হারুন বলেছেন: গরীব ধনী মানুষেই বানায় । বনের হরিণ আর মানব কুলে হত দরিদ্র যারা তারা সবাই শক্তিধরদের খাবারের বস্তু ।।
যোগী ভাইকে মন্তব্যর জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৫ দুপুর ১২:১৪
যোগী বলেছেন: মানুষ সৃষ্টির সেরা তবে সবাই না। শুধু ধনী মানুষেরা।