| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকার পল্লব
কবি বা লেখক হয়ে অর্থ কামানো আমার জন্য একদম নিষিদ্ধ!!!
ফেসবুকে লাইক পাওয়া চাট্টিখানি কথা নয়! অথ্যাতদের বিখ্যাত হবার দারূন প্লাটফর্ম ফেসবুক!! মাঝে মাঝে যখন দেখি কত অখ্যাত কে আঙগুল ফুলে কলাগাছ সমান বিখ্যাত হতে তখন আমার মত কোন এক অখ্যাত ব্যক্তির ও বিখ্যাত হবার কামনা বাসনা জাগে!!! লাইক দেবার সময় তো কারো হুশ থাকে না! এমনও স্ট্যাটাস এ দেখেছি যে, "আমার চাচা খুব অসুস্থ্য" তাতেও মুহুর্তে সেই বিখ্যাত ব্যক্তির স্ট্যাটাসে লাইকের বন্যা বয়ে যেতে!! এমনও দেখেছি যে, বিখ্যাত ব্যক্তিটি যদি স্ট্যাটাস দেন " আমি খুব অসুস্থ্য" সেটাটেও লাইক এর নদী বয়ে যায়! আরে ফেসবুকের আঙগুল ফুলে কলাগাছ বিখ্যাতরা শুনে রাখ-মরার আগে যদি স্ট্যাটাস দিয়ে মরতি য়ে, "আমি মারা গেলাম"-- তাতেও গরু গুলান তোর লাইক বাটনে লাইক এর মহাসাগর বানাইয়া দিত! আহা... তোর মরণ ও তাদের কত পছন্দ!!!
হায় রে লাইক
তোকে করত তারা!!!!
তোর মরণের পরও তোরে লাইক করে!!!!
তুই যে, বিখ্যাত কলাগাছ!!!
আর আমরা লাইক মারা গরু!!!!!
©somewhere in net ltd.