![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক দেশে এক রাজা ছিল। তার একটা ছেলে ছিল। রাজার ছেলে।
সে ছিল রাজকুমার। রাজার ছেলে রাজকুমার না হয়ে পারে?
তার আচরনও ছিল ঠিক রাজকুমারের মত। তবে রাজকুমারের আচরন কিরকম হতে পারে সে আমাকে জিজ্ঞেস করনা প্লিজ।
কারন আমি জানিইনা রাজকুমারদের আচরন কেমন। কেনই বা জানব!! আমি তো আর রাজকুমার না !!
সে যাক!! সেই রাজকুমারের একটা অদ্ভুত অভ্যাস ছিল। সে প্রতিদিন রাতে কাচা ডিম দিয়ে কুলকুচি করত। কি অদ্ভুত না?
তো একদিন হল কি, কুলকুচি করতে গিয়ে সেই রাজকুমার বমি করে দিল। কেন দিল জানো?
কারন ডিমটা ছিল দুর্গন্ধযুক্ত।
কেন দুর্গন্ধযুক্ত জানো? কারন ডিমটা ছিল পঁচা। ওয়াক থু।
তো বমি করতে করতে সে বেহাল দশা!! বমি আর থামেই না থামেই না।
কত হেকিম কবিরাজ বদ্যি এল কিছুই করতে পারল না।
রাজামশাই কি করবেন কি করবেন ভেবে ভেবে তার প্রেশার বাড়িয়ে ফেলছিলেন। শেষে আর লোড নিতে না পেরে টিভি খুলে স্টার জলসা দেখা শুরু করে দিলেন।
তারপর অটোমেটিক তার প্রেশার কমে গেল।
বন্ধুরা তোমরা হয়ত দেখেছো যে মাথাব্যাথার সময় যদি বমি কর তাহলে ঐ বমি করার সময়টুকুতে তখন আর মাথাব্যাথা অনুভব করনা।
কি ঠিক বলিনি?
তেমনই ঘটেছে রাজামশাইয়ের বেলায়। তিনি স্টার জলসা দেখছিলেন আর ঐদিকে তার ছেলে বমি করতেই আছে।
শেষে তার উজির একজন ডাক্তারকে ডেকে নিয়ে এলেন। সেই ডাক্তার এসেই বললেন এটা আমার কাছে কোন ব্যাপারই না।
বন্ধুরা তোমরা কি জানো এটা কিন্তু তার কাছে আসলেই কোন ব্যাপার না। কারন সেই বহুমাত্রিক প্রতিভার অধিকারী ডাক্তার একাধারে মডেল এবং গায়ক। তার ওস্তাদের নাম ছিল সাউজা। সেই সাউজা কিন্তু শুধু বহুমাতৃক না অতিমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। একাধারে তিনি লেখক,পাঠক,গায়ক,নায়ক,ঔপন্যাসিক,ইঞ্জিনিয়ার,সেন্সিটিভিটি বিশেষজ্ঞ,স্ত্রীরোগ বিশেষজ্ঞ,টকশো উপস্থাপক,টয়লেট ইঞ্জিনিয়ার এবং জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের সদস্য।
তখনকার দিনে জাতসংঘ ছিল কিনা সেটা জানতে চেয়ে আমাকে কিন্তু লজ্জা দিও না বন্ধু্রা।
যাহোক ডাক্তার আসলেই কিন্তু কাজের মানুষ ছিলেন। তার ছিল অলৌকিক ক্ষমতা। তবে তার চিকিৎসার ধরনও ছিল ভিন্ন।
এদিকে রাজকুমার বমি করতেই আছে করতেই আছে আর থামছেনা।
তখন ডাক্তার এসেই তার নিজের শার্ট খুলে ফেলল। কি বন্ধুরা ভাবছ ডাক্তারের গরম লেগেছিল বলেই শার্ট খুলে চিকিতসা করবে? নাহ।
আসলে শার্ট খোলাটাই ছিল চিকিৎসা।
আর কি আশ্চর্য দেখ!! সাথে সাথেই তার বমি করা বন্ধ হয়ে গেল।
দেখেছো কি অলৌকিকতা?
আসলে এর ভতরেও সেই বৈজ্ঞানিক ব্যাখ্যা টা আছে। কারন পচা ডিমের যেই গন্ধ ছিল সেই ডাক্তারের গায়ে তার চেয়ে বেশী গন্ধ ছিল। আর তার ছিল ঘানা থেকে ইম্পোর্টেড বগল যেখানে সাউজা বগলের সামান্যই ফ্লেভার ছিল।
তখন সে গন্ধে রাজকুমারের ব্রেইন আগের দুর্গন্ধ ভুলে গিয়ে বমি বন্ধ করে দিল এবং নতুন করে যখন বমি করার প্রস্তুতি শুরু করছিল ঠিক তখনই একটা ভয় এসে তার সেই প্রস্তুতিকে ভ্যানিশ করে দিল।
কি ভয়? আরে বলনা আর !! বমি বন্ধ না করলে তো আর ডাক্তার এখান থেকে সরছেনা !! সেই ভয়টাই রাজকুমারের মস্তিস্ক তার পাকস্থলির কাছে সিগনাল আকারে ট্রান্সফার করে দিল। আর কোন পাকস্থলির এত সাহস যে ব্রেইনের হুকুম পালন করতে অস্বীকার করবে?
দারুন না?
হ্যা আসলেই দারুন ব্যাপার।এরকম ডাক্তারই আজকাল ঘরে ঘরে চাই। অবশ্য বেশিরভাগ বামা মা ই এরকম ডাক্তার প্রসব করার চিন্তাও করে না। সে ভিন্ন কথা।
তোমরা নিশ্চয়ই সে ডাক্তারের পরিচয় জানার জন্য কৌতুহলী হয়ে আছো তাইনা?
বলোতো কে হতে পারে?
হ্যা ঠিক ধরেছ। সে তোমাদেরই প্রিয় মডেল আরিপ খান। বিএসসি ইন জার্নালিজম।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮
রিমন রনবীর বলেছেন: সুনামনিদের গপ্পো ট্যাগ দিছি দেইখা কেউ পড়ে নাই। আমি ফ্লপ
২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২
*কুনোব্যাঙ* বলেছেন: সা উ জ কুতুব মজনু ভচেরে পিছে ফেলানো আরিপ খানের কম্ম না।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮
রিমন রনবীর বলেছেন: সেইটা ঠিকাছে। সেজন্যই তো মেইন ভচেরে ভচের ভচ বানাইলাম
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯
গ্রাম্যবালিকা বলেছেন: আমি পড়লাম, বাট কনফিউজড এবাউট আরিপ খান!
তিনি কে?
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫
রিমন রনবীর বলেছেন: আরিপ খানকে চিনোনা হে? মাইরালা আমারে মাইরালা
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
পোকেমোন০০৭ বলেছেন: + দিলাম।অনেক গিয়ান(বানান টা লিখতে পারিনা আমি) গর্ভ আলোচনা করেছেন আপনি।লেখায় কয়েকটা মিস্টেক আছে।ঠিক করি দেও।
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
রিমন রনবীর বলেছেন: মিস্টেক ফিস্টেক পরে দেকা যাভে
বইসা বইসা নয়া ভাবির লগে গপ্পো করতেছিলাম আর কিবোর্ড চাপছি। মিস্টেক তো হইবই
৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
ভিয়েনাস বলেছেন: বন্ধুরা তোমরা হয়ত দেখেছো যে মাথাব্যাথার সময় যদি বমি কর তাহলে ঐ বমি করার সময়টুকুতে তখন আর মাথাব্যাথা অনুভব করনা।
কি ঠিক বলিনি? .... ঠিকি কইছেন
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
রিমন রনবীর বলেছেন: আমারে কখনো ভুল কইতে দেখেছেন হে?
৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০
ভিয়েনাস বলেছেন: আর আরেক খান কথা এই সপ্তাহের বাংলাবাঁশের ফ্লেক্সিলোডের ১০০ টাকা কিন্তু যে করেই হোক আপনাকে পেতেই হবে... সো এখ্খনি লেখা শুরু করে দিন
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
রিমন রনবীর বলেছেন: ইয়েস!! ভাল কথা মনে করায়ে দিলেন দেখছি। এইবার আর ছাড়াছাড়ি নাই
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯
আশিক মাসুম বলেছেন:
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
রিমন রনবীর বলেছেন: আরিপ খান আপনার কি যেন লাগে? :#>
৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
পোকেমোন০০৭ বলেছেন: আমার ভাই বেরাদার রা সব লুল বোঝা গেসে ।পাত্রী দেখতে গেলে পাত্রের চারিত্রিক সনদপত্র লই গেলেও আমাগো ঝাডার বাড়ী খাওনের সম্ভাবনা প্রকট
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
রিমন রনবীর বলেছেন: চেয়ারম্যানের কাছে থেকে সনদপত্র নিলে তো ঝাটার বাড়ি খাওয়ারই কথা,আমি নিমু এম্পির কাছেত্থুন। হেগো চরিত্র গুলাবের মতন আছে তাই সনদেরও দাম আছে। বেশী চিন্তা কইরেননা আফামনি,মাইয়া নগদ নগদ দিয়া দিব
৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২০
শায়মা বলেছেন: আমি সফদার ডাক্তারকে চিনি!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭
রিমন রনবীর বলেছেন: সফদার ডাক্তার? ডাক্তার আরিপ খানের মতই নাকি?
শায়মাপু যে!! ভাল আছো?
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
ইখতামিন বলেছেন:
মনে হয় ভালো হয়েছে।
তাই ++++ রেটিং দিলাম
সত্যি বলতে কি- এখন আমার সময় নেই
পরে পড়বো এবং কমেন্ট করবো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
রিমন রনবীর বলেছেন: না পড়ে থাকলে প্লাস দেয়ার দরকার নেই। ভাল থাকবেন
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
মশামামা বলেছেন:
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
রিমন রনবীর বলেছেন: মশা মামা কুন জায়গায় কুন জিনিস দিলেন?
১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১
চেয়ারম্যান০০৭ বলেছেন: হে হে এমনে পচাইলা ব্যাটারে
অবশ্য পচাঁ জিনিস আর পচাঁইবাই কি ?
ভালৈছে।+
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১
রিমন রনবীর বলেছেন: ধুরো এইডা আবার পঁচানোর মত জিনিস নাকি?
নয়া ভাবির লগে গপ্পো করতেছিলাম আর কিবোর্ডে গুতাগুতি করছি। কিছু একটা তো করা লাগে, নাকি? নইলে হাত দুইটার পজিশন কেমনে হইব সেইটা নিয়া টেনশনে থাকতে হইত
তারই অনুর্বর চিন্তাভাবনার ফল এইটা ললজ
১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭
হাঁসি মুখ বলেছেন: ডিমটা ছিল দুর্গন্ধযুক্ত।
কেন দুর্গন্ধযুক্ত জানো? কারন ডিমটা ছিল পঁচা। ওয়াক থু।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
রিমন রনবীর বলেছেন: এটা নিয়ে হাসার কি হল ছিঃ?
১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
ইখতামিন বলেছেন:
পড়লাম.
অনেক অনেক মজা পেলাম.
ফেবুতে দেখেছিলাম. অনেক অনেক দিন আগের কথা
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২১
রিমন রনবীর বলেছেন: ফেবুতে অনেক দিন আগে কি দেখছিলেন?
এই লেখা?
মাইরালা আমারে মাইরালা !!! :'(
১৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:২১
কালোপরী বলেছেন:
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০২
রিমন রনবীর বলেছেন:
১৬| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:২১
চানাচুর বলেছেন:
০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৪৮
রিমন রনবীর বলেছেন:
১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৫
চটপট ক বলেছেন: পচানি টা চ্রম হইছে!!
আসলেই আমগো দেশে দাক্তরের বরই অভাব !!
২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪১
রিমন রনবীর বলেছেন: আমি কিন্তু ডাক্তারদের পঁচানোর জন্য লিখি নাই
তবে আরিপ খানের অভাব আসলে আছে। ওয়ান পিস মেড,কারিগর কোমায়।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
চাণক্য হিম বলেছেন: চ্রম লিখেছেন।
পিলাচ লন।