নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রোগ্রামার হিসেবে কাজ করছি প্রায় চার পাঁচ বছর। কতটুকু ইঞ্জিন আর কতটুকু মানবিকতা ধারণ করছি জানি না, তবে আরেকটু বেশি মানবিকতা জাগ্রত করার অবিরাম প্রচেষ্টায় আছি।আমার লিঙ্কডইন প্রোফাইলঃ http://bd.linkedin.com/in/sayemkcn

রিমন রনবীর

মেশিনকে ইন্সট্রাকশন দিয়ে বেড়াই

রিমন রনবীর › বিস্তারিত পোস্টঃ

প্রোগ্রামিং/ওয়েব ডেভেলপমেন্ট ইবুকভান্ডার:D:D

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১১:২২

কম্পিউটার সায়েন্সে যারা পড়াশুনা করেন তাদের অনেক সময় অনলাইনে বইয়ের খোঁজ করতে গিয়ে বহু হয়রানীর শিকার হতে হয়। আবার যারা প্রোগ্রামিং শিখতে চান তাদের ক্ষেত্রেও পিডিএফ বইগুলো বিশেষ উপকারে আসার সমূহ সম্ভাবনা বিদ্যমান। ;)

তাই জাতির অশেষ উপকারের স্বার্থে প্রোগ্রামিংএর যতগুলো বই আছে সবগুলো একত্রিত করে জাতিকে ডাউনলোড করার সুযোগ দিতে এই পোস্টটির অবতারনা করলাম এবং এক্ষেত্রে জাতির কতৃক ডেলিভারি দেয়া ধন্যবাদ বুক পেতে আগে ভাগেই নিয়ে নিলাম B-)



-কোত্থেকে ডাউনলোড করবেন?

>> বোকার মত প্রশ্ন। আমার স্কাইড্রাইভ থেকে =p~



-ভবিষ্যতে কি আরো কিছু আপলোড করে জাতির আরো বিশেষ উপকার করার চিন্তাভাবনা আছে?

>> আছে বৈকি ! কিপ ইন টাচ :)



ডাউনলোড করুন এখান থেকে এক এক করে;)

মন্তব্য ২৯ টি রেটিং +১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৭

সেলিম মোঃ রুম্মান বলেছেন: অসংখ্য ধন্যবাদ। :) :)
আমার জন্য অনেক উপকারী পোস্ট।
ইতিমধ্যে ডাউনলোড শুরু করে দিয়েছি।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৫

রিমন রনবীর বলেছেন: ছিঃ ধন্যবাদ দিতে হয় না ;)
কেউ উপকৃত হলেই আমার কষ্ট করে আপলোডের স্বার্থকতা :)

২| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৩

তুহিন সরকার বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ, শুভকামনা রইল।

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৩

রিমন রনবীর বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইল ;)

৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৬

আমিনুর রহমান বলেছেন:



সবগুলোর সাইজ প্রায় ২.৫ জিবির কাছাকাছি। কাজেই এগুলো আপলোড করতে আমাকে কই রকম হ্যাপা পোহাতে হয়েছে চিন্তা করে মনে মনে ছোটখাটো একটা ধন্যবাদ দিয়েই ফেলুন না।



ধন্যবাদ দিয়ে ছুডু করমু না ;)

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৬

রিমন রনবীর বলেছেন: ছিঃ বড়ভাই আমরা এমনেই ছুডো মানুষ, ধন্যবাদটা কোনমতে দিয়া ফালাইলে তো আর অস্ত্বিত্বই থাকব না ;)

৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৯

এম মশিউর বলেছেন: দেশ ও জাতির সেবায় নিবেদিত প্রাণ! রিমন রনবীর। B-)

ইবুক ভান্ডারের জন্য শুভেচ্ছা! :)

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৯

রিমন রনবীর বলেছেন: ভাইরে বুখে আসেন :(( :((

৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৭

েবনিটগ বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০০

রিমন রনবীর বলেছেন: ধন্যবাদ।

৬| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ধইন্না লন।

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২২

রিমন রনবীর বলেছেন: আচ্ছা ঠিক আছে :) আপনাকেও ধন্যবাদ।

৭| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৬

দি সুফি বলেছেন: ডাটা মাইনিংএর কিছুই পাইলাম না |-) |-)

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৩

রিমন রনবীর বলেছেন: ডাটা মাইনরিং এর কিছু নাই আপাতত। তবে পেলে আপলোড দেব ইনশাল্লাহ।

৮| ০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

আধখানা চাঁদ বলেছেন: কাজে লাগবে না, কিন্তু এত ভাল উদ্যেগ কে সাধুবাদ না জানিয়ে পারা যায় না।
কিপ ইট আপ।

++++++++++++++++

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৪

রিমন রনবীর বলেছেন: ধন্যবাদ :)

৯| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৮

অস্পিসাস প্রেইস বলেছেন: কিপ ইট আপ।

++++++++++++++++

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৪

রিমন রনবীর বলেছেন: :)

১০| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

বেঈমান আমি. বলেছেন: নয়া পোস্ট নাই কেন? X(

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৮

রিমন রনবীর বলেছেন: নয়া পোস্ট দেয়ার ধৈর্য্য নাই |-)

১১| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

tom বলেছেন: thank you vai..

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯

রিমন রনবীর বলেছেন: You are welcome :)

১২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩১

অপ্রচলিত বলেছেন: চমৎকার কালেকশন। কারো প্রোগ্রামিং এ সাহায্য লাগলে আওয়াজ দিয়েন :-)

১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭

রিমন রনবীর বলেছেন: ধন্যবাদ ভাই আপনার ইমেইল আড্রেসটা পেলে খুশি হতাম। প্রয়োজনে যোগাযোগ করা যেত :)
facebook.com/sayemkcn

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭

পাতি মাস্তান বলেছেন: জনাব আমার একটা পিডিএফ ফাইল মেকার লাগত এন্ডয়েডের জন্য

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮

জনাব মাহাবুব বলেছেন: আমার কাজে না লাগলেও অনেকেরই কাজে লাগবে :D :D :D :D


পো্স্টে +++++++++++++++++++++++++++++

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

অপ্রচলিত বলেছেন: @রিমন রনবীর, ফেসবুক ব্যবহার করি না। প্রয়োজন হলে এখানে মেইল করতে পারেন।

[email protected]

ভালো থাকুন।

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

মোঃ ইসহাক খান বলেছেন: অনেকেরই কাজে লাগবে। কৃতজ্ঞতা।

১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৯

ইফতেখার ভূইয়া বলেছেন: লিঙ্ক কাজ করছেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.