নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রোগ্রামার হিসেবে কাজ করছি প্রায় চার পাঁচ বছর। কতটুকু ইঞ্জিন আর কতটুকু মানবিকতা ধারণ করছি জানি না, তবে আরেকটু বেশি মানবিকতা জাগ্রত করার অবিরাম প্রচেষ্টায় আছি।আমার লিঙ্কডইন প্রোফাইলঃ http://bd.linkedin.com/in/sayemkcn

রিমন রনবীর

মেশিনকে ইন্সট্রাকশন দিয়ে বেড়াই

রিমন রনবীর › বিস্তারিত পোস্টঃ

ওহ! সামহোয়্যারইন!!

১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৬

আহা! সেই সামহোয়্যারইন!
২০১৩ এর ডিসেম্বরে সর্বশেষ পোস্ট করা, আজ ২০১৬ এর এপ্রিল প্রায় আড়াই বছর!
তবে মাঝে মাঝে যে আসতাম না তা তো না, নীরবে কিছু লিখা পড়ে যেতুম। তবে খুব কমই।
সামহোয়্যারইন অনেক ব্লগারের স্মৃতিতেই জড়িয়ে আছে। বছর পাচেক আগে আমার আড়াই ইঞ্চির মোবাইল ফোনে সামহোয়্যারের মোবাইল সাইটে চেয়ারম্যান০০৭ এর লেখা পড়ে কুটুর মুটুর করে যে হাসতাম, কিংবা পাতার পর পাতা ব্রাউজ করে পোস্টগুলো পড়ে ফানি কিছু না পেয়ে দাত গজরাতাম সেগুলো মনে হলে নষ্টালজিক হয়ে যাই।

নতুন ইস্যু, হিট, মডু, সেফ, ব্যান, পুস্টানি, কমেন্টানো, ত্যানা প্যাচানু, বাল্পুস্ট, কি শব্দগুচ্ছ B-)

একটা সময় ছিল সারাদিন ব্লগে তারপর ফেসবুকে পড়ে থাকতাম। প্রধান কাজই ছিল নিউজ ফিড রিফ্রেশ দেয়া। তারপর লাইফের প্যারা শুরু হয়ে যাওয়ায় ব্লগ ফেসবুকের পাতা বন্ধ করে প্রোগ্রামিং শিখতে শুরু করলাম। আহা! প্রোগ্রামারদের লাইফে রসকষ থাকতে হয় নাকি? ইন্ট্রেস্ট হবে অনলি টেক ওয়ার্ল্ড। হলও তাই। মাঝখানে তো টেক পোস্ট ছাড়া অন্য কোন লেখা দেখলেই লেম লাগত। B-)

এখন অবশ্য লাগে না। একটা বয়স পরে সব কিছুই স্ট্যাবল হয়ে যায়। তবে আনএডুকেটেড সম্প্রদায় ব্লগ-ফেসবুকে ভরে যাওয়ায় ইন্ট্রেস্ট এদিকে একটু কমই লাগে। কোন পেইজে একটা পোস্ট দেখলেন, তাতে ভুলেও কমেণ্টগুলো দেখতে যাবেন না, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে গালাগালি, নোংরা বাজে ভাষা ব্যাবহার করে অন্যপক্ষকে হেনস্তা করার ব্যার্থ চেষ্টা সর্বত্রই চোখে পড়ে।
এত হেটফুল জাতি আমরা!

এবং এতটাই ধার্মিক! B-)

গ্যারান্টি দিয়েই বলা যায় ফেসবুকে যদি লাইক বাটনটা না থাকতে তবে অনলাইনে বাঙালি ধার্মিকের সংখ্যা এখনকার বিশভাগের একভাগও হত কিনা সন্দেহ।

এনিওয়ে, অনেকদিন ধরেই ইচ্ছে ছিল একটা পোস্ট দেয়ার। কিন্তু লিখতে বসলে কি লিখব সেটাই বুঝে উঠতে পারছিলাম না তাই লেখা হয়নি। এসব লেখাটেখা লেখকদের কাজ। আমি বাপু প্রোগ্রামার মানুষ, টেকি পোস্টই সই। ভাবছি জাভা প্রোগ্রামিং, জাভা এন্টারপ্রাইজ এবং স্প্রিং ফ্রেমওয়ার্ক নিয়ে কিছু টিউটোরিয়াল টাইপের লেখা লিখব মাঝে মধ্যে। মাঝেসাঝে এন্ড্রয়েড ডেভেলপমেন্ট নিয়েও লিখতে পারি। নিজে শিখছি এখনো, তাই ভবিষ্যতে আমার নিজের ডকুমেন্টেশন হিসেবেও কাজে আসবে। ${variable} ঢিলে ${variable} পাখি। লুল

এনিওয়ে, মাস দেড়েক পরেই আবার রমজান মাস চলে আসছে। দুমাস আগের প্রস্তুতি হিসেবে আমার রমজান ক্যালেন্ডার এপ্লিকেশনটি ডাউনলোড করে রাখতে পারেন। রমজান ক্যালেন্ডার-এলার্ম ছাড়াও নিয়ম করে সুমধুর সুরে পাঁচ ওয়াক্ত আযানও দেয় আর কি। চাইলে আযানের টাইমগুলো নিজেও সেট করে দিতে পারবেন আপনার সময় অনুসারে। অল্পসল্প অ্যাড আছে যদিও, ডু নট মাইন্ড। ওখান থেকে আমার কিছু টাকাটুকা আসে। কষ্ট করে ডেভেলপ করেছি না? B-)
তাছাড়া এখানে আরো কিছু অ্যাপ আছে আমার বানানো, লাগলে লাগতেও পারে। লুল

প্রোমো পোস্ট হয়ে গেল কিনা বুঝতেছিনা। হেহে। যাহোক ভালো থাকুন সবাই। টাটু

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৬

শায়মা বলেছেন: রিমু ভাইয়ু!!!!!!!!!!!!!!


গুড গুড গুড!!!!!!!!!!!


মাঝে না আসলেও সেই সময়টাকে যে তুমি খুবই সুন্দর করে কাজে লাগিয়েছো সেটা বুঝতে পেরেছিলাম। আসলে জীবনে কখন কোনটার দরকার সেটা যারা বুঝতে পারে তারাই সফল হয়। তুমিও হবে! এখন আবার সময় হয়েছে লেখালিখির, লিখবে। আমরা আছি তোমার সাথে পিচ্চু ভাইয়ু!:)

১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৯

রিমন রনবীর বলেছেন: শায়মাপু!!
হাহা ধন্যবাদ আপু মনে রাখার জন্য। আশা করি অনেক ভাল আছেন।
দোয়া করবেন দ্যা হ্যাপি এঞ্জেল। :)

২| ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৪

ইমরাজ কবির মুন বলেছেন:
Ramadan app ta niLam. comotkar.
weLcome back.

১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৪

রিমন রনবীর বলেছেন: ধন্যবাদ ভাই। তবে একটা প্রব্লেম। এ বছরের ক্যালেন্ডার যেহেতু ইসলামিক ফাউন্ডেশন এখনো দেয়নি, কাজেই কদিন পর যখন দেবে তখন আপডেট দেব। আশা করি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন।
সার্ভার থেকে ডেটা নিয়ে অটোমেটিক্যালি আপডেট করা যেত কিন্তু পাব্লিক আবার ইন্টারনেট খরচ হলে গালি দেয়। হাহাহা

৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সামুতে ফিরে আসার জন্য অভিনন্দন।

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১২

রিমন রনবীর বলেছেন: থ্যাংক ইউ :)

৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৮

আলভী রহমান শোভন বলেছেন: ওয়েলকাম ব্যাক ! এতদিন লুকিয়ে ছিলেন কেন ভাইয়ু ? :(

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭

রিমন রনবীর বলেছেন: লুকিয়ে ছিলাম না তো ভাই! জাস্ট হাইবারনেট :D

৫| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২১

হাসান মাহবুব বলেছেন: কী খবর?

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮

রিমন রনবীর বলেছেন: ভাল আছি হামা ভাই। আপনি কেমন আছেন?

৬| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১১

বিজন রয় বলেছেন: ওয়েলকাম ব্যাক।

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১২

রিমন রনবীর বলেছেন: থ্যাংক ইউ :)

৭| ২৩ শে জুন, ২০১৬ রাত ১:২৪

রিমন রনবীর বলেছেন: প্রিয় মন্তব্যকারীগন,
আপনারা কি এমন নীতিকথা লিখেন যে লেখকের দৃষ্টিগোচর হওয়ার পূর্বেই মডু মহোদয় মন্তব্য মুছে দেয়? লুল :D

৮| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: ব্লগে নিয়মিত হোন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.