নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Tareq Imtiaz

Tareq Imtiaz › বিস্তারিত পোস্টঃ

Audio cassette কে CD তে (mp3 format) এ convert করতে আপনাদের সাহায্য চাই।

১১ ই জুন, ২০১৫ রাত ১১:১২


আপনারা কেও এই বিষয়ে কিছু জানলে আমাকে দয়া করে একটু পরামর্শ দেন। অনেক পুরনো ২টা audio cassette খুঁজে পেয়েছি। ১টা ২০০২ সালের। আরেকটা ২০০৩ সালের। হোস্টেল লাইফে আমরা কয়েক বন্ধু মিলে মাঝে মাঝে গীটারসহ গানের আসর জমাতাম। সেরকম গানের আসরের কিছু অংশ সেই ক্যাসেট দুটোয় রেকর্ড করা আছে। ২০০২ সালের জুন মাসের এক রাতে আমারা কয়েকজন বন্ধু মিলে ছাদে বসে সারা রাত গান করেছিলাম আর সেগুলোর কিছু কিছু অংশ রেকর্ড করেছিলাম একটা ক্যাসেটে। ২০০৩ এও এরকম একটা গানের আসর থেকেও কিছু অংশ রেকর্ড করে রেখেছিলাম আরেকটা ক্যাসেটে। আজ থেকে সেই ১২-১৩ বছর আগের ক্যাসেট। সেই হোস্টেল লাইফের সেইদিনের স্মৃতিগুলোর আবেদন অন্যরকম। এখনকার এই কর্ম ব্যাস্তময় জীবনে চাইলেও আর সেই দিলগুলোতে ফিরে যাওয়া যাবেনা। তাই সেই স্মৃতিগুলোকে সংরক্ষণ করার জন্য আমি সেই ক্যাসেট দুটোকে CD তে convert করে রাখতে চাইছি। এখন আর ক্যাসেটের যুগ নেই। অনেকের বাড়ীতেও সেই audio player ও নেই। ক্যাসেট দুটো সংরক্ষণ করা তাই অতি জরুরী। Audio cassette থেকে গানগুলো CD তে convert করা যায় কোথায় তা আমি জানিনা। যদি সেরকম কোন studio অথবা দোকানের কোন ঠিকানা আপনাদের জানা থাকে তাহলে আমাকে জানাবেন। অথবা এরকম কি কোন software আছে যা দিয়ে আমি সেই ক্যাসেট এর গানকে আমার laptop এ mp3 format এ convert করতে পারবো। আমার কাছে একটা walkman আছে যেটা এখনও কিছুটা কাজ করে। যদি কেও প্রয়োজনীয় information দিয়ে একটু সাহায্য করতেন তাহলে বড়ই উপকৃত হতাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.