![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।
যখন ওরা প্রথমে কমিউনিস্টদের জন্য এসেছিলো,
আমি কোন কথা বলিনি,
কারণ আমি কমিউনিস্ট নই।
তারপর যখন ওরা ট্রেড ইউনিয়নের লোকগুলোকে ধরে নিয়ে গেল,
আমি নীরব ছিলাম, কারণ আমি শ্রমিক নই।
তারপর ওরা যখন ফিরে এলো ইহুদিদের গ্যাস চেম্বারে ভরে মারতে,
আমি তখনও চুপ করে ছিলাম,কারণ আমি ইহুদি নই।
আবারও আসল ওরা ক্যাথলিকদের ধরে নিয়ে যেতে,
আমি টু শব্দটিও উচ্চারণ করিনি,কারণ আমি ক্যাথলিক নই।
শেষবার ওরা ফিরে এলো আমাকে ধরে নিয়ে যেতে,
আমার পক্ষে কেউ কোন কথা বলল না,
কারণ, কথা বলার মত তখন আর
কেউ বেঁচে ছিল না।। https://youtu.be/AO36y78dXAs
২| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৮
একাল-সেকাল বলেছেন:
ফ্রিডরিখ গুস্তাফ এমিল মার্টিন নিম্যোলারবা মার্টিন নিম্যোলার পশ্চিম জার্মানির এই কবি ২য় বিশ্বযুদ্ধ কালীন সময় First they come.. নামক বিখ্যাত কবিতাটি রচনা করেন।
যার মুল বক্তব্য আজও আমাদের আশে পাশে বিদ্যমান।
ধন্যবাদ আপনাকে, ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পৃথিবীটা এখন এমনই।