নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একাল-সেকাল

উচ্চাভিলাষী নই, সততাকে শ্রদ্ধা করতে পছন্দ করি।

একাল-সেকাল › বিস্তারিত পোস্টঃ

মুসলিমদের রোজা বর্তমান বিজ্ঞানের অটোফেসি- তারপর নোবেল প্রাপ্তি

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৩



-আমি তো জানি আপনার ধর্মে বিশ্বাস নাই, তাহলে রোজা রাখছেন যে ?

ভদ্রলোক যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ভার্জিনিয়া টেক থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, জব করছেন একটা প্রাইভেট ফার্মের উঁচু পদে । তার সাথেই কথা হচ্ছিল ।

-তোমরা যাকে রোজা বল, আমি তাকে বলি ‘অটোফেজি’ । রোজার মাসে খাবার দাবারের ঝামেলা, তাই এই মাসটা আমি অটোফেজি করি ।

-‘অটোফেজি’ , এটা আবার কি ?

-তুমি ‘অটোফেজি’ বোঝ না ? তোমাদের রোজার উপর গবেষণা করে জাপানি গবেষক ইয়োশিনোরি ওহশোমি ২০১৬ সালে ‘অটোফেজি’ আবিষ্কার করে নোবেল নিয়ে নিল ! আর তুমি ‘অটোফেজি’ বোঝ না !

-নড়েচড়ে বসলাম, একটু বুঝিয়ে বলেন তো ?

-অটোফেজি শব্দটি এসেছে গ্রিক শব্দ অটো ও ফাজেইন থেকে। বাংলায় এর অর্থ হচ্ছে—আত্ম ভক্ষণ বা নিজেকে খেয়ে ফেলা ।

-কি সাংঘাতিক ! বলেন কি ?

-উপবাসের সময় আমাদের শরীরের সক্রিয় কোষ গুলো চুপচাপ বসে না থেকে সারা বছরে তৈরী হওয়া ক্ষতিকারক আর নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে ফেলে শরীরকে নিরাপদ আর পরিষ্কার করে দেয় । এটাই ‘অটোফেজি’ ।

‘অটোফেজি’ আবিষ্কারের পর থেকে স্বাস্হ্য সচেতন পৃথিবীর বিভিন্ন ধর্মের বা ধর্ম মানে না অনেক মানুষ সারা বছরে বিভিন্ন সময়ে ‘অটোফেজি’ করে শরীরটাকে সুস্হ রাখে ।

জেনে অবাক হবে, ‘অটোফেজি’ তে ক্যান্সারের জীবণুও মারা যায় !

-কিছুটা সময় নিশ্চুপ হয়ে বসে রইলাম । আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় মনটা খুব নরম হয়ে গেল ।

-কি হলো চুপ হয়ে গেলে যে ?

-আপনার কি মনে পড়ে আমাকে বলেছিলেন ‘তোমাকে অভুক্ত রেখে তোমার স্রষ্টা খুশি হয় কি করে ‘ ? সেদিনের আপনার এ কথার জবাব আজ পেয়ে গেছি । আমার আল্লাহ তাঁকে খুশী করার কথা বলে রোজার মাধ্যমে ‘অটোফেজি’ করিয়ে আমাকে সুস্হ রাখছেন ।

‘অটোফেজি’ আবিষ্কার হলো ২০১৬ তে, তোমরা ‘অটোফেজি’ করছো এখন এটা জেনে । আর মুসলিমরা ‘অটোফেজি’ করে আসছে হাজার বছর ধরে কিছু না জেনে-শুধু বিশ্বাস করে ।

তার রুম থেকে বেরিয়ে এসেছি তখন বিকেল । ব্যস্ত সড়কে শত মানুষের ছুটোছুটি । ইফতারী সাজিয়ে বসে আছে গলির মাথার হোটেলটা । একটা ভ্যানে টুপি ,আতর আর মেসওয়াক বিছিয়ে বসেছে কেউ । আর তাকে ঘিরে আছে কিছু বিশ্বাসী পথিক । আসরের আযান হচ্ছিল ‘হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ’ কল্যাণের দিকে এসো। আসলেই ইসলামে অকল্যাণ কিছু নেই ।।
Collected.

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ইসলাম ধর্মের সমস্ত কিছুই কল্যানের জন্য।

অথচ চারদিরক কেবল ইসলামের শত্রু...............

২| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:০৭

একাল-সেকাল বলেছেন:

নামধারী মুসলিমরাই ইসলামের বড় শত্রু, জাতি ভেদাভেদ, মাজহাব নিয়ে টানাটানি, ধর্ম ব্যবসায়ী ইসলাম কে প্রস্ন বিদ্ধ করে দিচ্ছে।
সলাইমানি র হত্যাকাণ্ডে ট্রাম্পের পাশে সালমান। ভাবুন সমীকরণ কোথায় গিয়ে দাঁড়াল।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.