নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একাল-সেকাল

উচ্চাভিলাষী নই, সততাকে শ্রদ্ধা করতে পছন্দ করি।

একাল-সেকাল › বিস্তারিত পোস্টঃ

কবির সুমনের শাহাবাগ ও CAB

২৩ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫২


শাহাবাগ যেভাবে ছুঁয়ে ছিল CAB/NRC সেভাবে ছুঁতে পারেনি কেন? ২০১৩ সালে কাদের মোল্লার ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চ গন জোয়ার তৈরি করেছিল। যা কিনা দেশের গণ্ডী পেরিয়ে বিশ্ব ব্যাপী সমাদৃতও হয়েছিল। পরবর্তীতে যদিও প্রশ্নবিদ্ধ হয়। আবেগে ভেসেছিল ভিন দেশীরাও। কবির সুমন শাহাবাগ নিয়ে গান তৈরি করে বেশ হৈ চৈ ফেলে দিয়েছিলেন।
মাত্র ৬ বছরের মাথায় ভারতের মোদী সরকার citizen amendment bill CAB/NRC নামক আইন এনে ভারতীয় সংখ্যা লঘু সম্প্রদায়ের বিরুদ্ধে দাঁড়ায়। এতে শোবিজের অনেকের মতই বলিউড তারকা কঙ্গনা “বলিউড তারকারা কাপুরুষ” মন্তব্য করে CAB এর বিরুদ্ধা চরন করেন। তবে বেশীর ভাগ থাকেন নিশ্চুপ। তবে, গাঙ্গুলি কন্যা সারা’র ১ টা ইন্সটাগ্রাম পোস্ট দুনিয়া জুড়ে সাড়া ফেলে দেয়। পিতা হিসেবে উনি মেয়ের ভুলের পক্ষে সাফাই গাইতেও শুনলাম। হতে পারে উনার ক্যারিয়ার এবং বিজেপি’র প্রতি দুর্বলতার প্রকাশ মাত্র।
নিজ দেশের সংকট কে এড়িয়ে চলার জন্য কি কারন থাকতে পারে কবির সুমনের? যে কিনা প্রতিবেশীর আবেগে আপ্লত হয়, সে নিজের ঘরের আগুনের আঁচ টের পাবেনা। সেটা মেনে নেয়া কঠিন বৈকি ! ৭০ বছর বয়সে এসে তাহলে কি কবির সুমন অষ্টাদশী সানার পিতার মত প্রৌঢ়ত্ব বরণ করে নিল। যেখানে আবেগরা বাস্তবতার সূর্যালোকে স্নান করে? নাকি তিনিও বিজিবির মতবাদে বলিয়ান? অহিংস নয়, সহিংস ধর্মতত্তের অনুসারী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.