নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একাল-সেকাল

উচ্চাভিলাষী নই, সততাকে শ্রদ্ধা করতে পছন্দ করি।

একাল-সেকাল › বিস্তারিত পোস্টঃ

জুলিও সিজার ও বাংলাদেশের ১ দিন।

২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৫



ব্রাজিল, বিশ্ব ফুটবলের তীর্থস্থান, সর্ষে ফুলের মত হলদে জার্সি গায়ে ফুটবল বিশ্বকে শাসন করার মত অনেক শাসক ই কালে কালে সেই দেশে জন্ম নিয়েছেন, যাদের কেউ বেঁচে কেউ বেঁচে নেই। আমাদের এই বদ্বীপে ও তাদের ভক্তকুল রয়েছেন, যারা নিজ দেশের পতাকা উড়াতে ভুলে গেলেও বিশ্বকাপের সময় এলে ব্রাজিলের পতাকা উড়াতে ভুলেন না। এমন কি নিজের অর্থে গড়া বাড়ির নামও ব্রাজিল বাড়ি রেখে দেন নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুরের টুটুল।

কি থাকছে সাম্বা গোল রক্ষক জুলিও সিজারের ১ দিনের বাংলাদেশ সফরসূচীতেঃ

বৃহস্পতিবার তিনি ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনে যাবেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হওয়ারও কথা রয়েছে তাঁর। এরপর দুপুরে ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য এবং স্বাধীন বাংলা ফুটবল দলের সঙ্গে ফটোসেশনে অংশ নেবেন তিনি। বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে বাংলাদেশ বনাম বুরুন্ডি দলের ম্যাচেও গ্যালারিতে থাকবেন সিজার।
এরপর বাফুফের ট্রেনিং অ্যাকাডেমি ফর্টিস গ্রাউন্ড পরিদর্শন করবেন তিনি। সেখানে গোলরক্ষকদের সঙ্গে কৌশল নিয়ে কথা বলার পাশাপাশি থাকবেন নারী ফুটবলের অনুশীলনেও।

কি পেল বাংলাদেশ ৮৭ ম্যাচ খেলা ২০০৬, ২০১০ ও ২০১৪ সালের বিশ্বকাপে ব্রাজিলের গোলকিপার এর কাছ থেকে ?

১) ১ দিনের সফরে বাংলাদেশ ফুটবলের কতটা উন্নয়ন ঘটলো,
২) কতটা রাষ্ট্রীয় অর্থ অপচয় হল
৩) গ্যালারীতে বসা বিশ্বকাপ খেলা গোল রক্ষককে আশরাফুল রানার (গোলরক্ষক) খেলা কতটা পুলকিত করবে।
৪) সংক্ষিপ্ত কর্মসূচি সফল করতে ব্যস্ত থাকা কর্মকর্তা- কর্মচারীদের সেলফি তুলা ছাড়া আর কি কি প্রাপ্তি থাকবে।

নাকি মুজিব বর্ষে বাংলাদেশ সফর করা বিশ্ব বরেণ্য ব্যক্তিদের একটা সমৃদ্ধ লম্বা তালিকা করার জন্যই ১৫৯১৫ কি মি উড়িয়ে আনা হল এই ব্রাজিলিয়ান ফুটবলার কে !

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক কিছুই হতে পারে এর উত্তর।

পজেটিভ, নেগেটিভ।

২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৬

একাল-সেকাল বলেছেন: ধন্যবাদ ।
পজেটিভ, নেগেটিভ দৃষ্টিভঙ্গির প্রতিফলন মাত্র। বাস্তবতাই হচ্ছে নিরপেক্ষতার মাপকাঠি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.