নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এবং আমরা

বই পড়তে ভালোবাসি।

ছেলেমানুষ_

বই পড়তে ও স্বপ্ন দেখতে ভালবাসি । পেশায় ছাত্র শিক্ষক দুটোই। মাস্টার্স করছি এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে আছি ৮-৯ মাস হল। অনেক অনেক কিছু লিখতে ইচ্ছে হয়। কত-শত মানুষ, কত হাসি, কত গান, কত দুঃখ! কিন্তু হায়, লেখক হিসেবে আমার ক্ষমতা খুবই সীমিত! সাহিত্যের কিছু বুঝি না। যা ভালো লাগে তাই পড়ি। অনুগ্রহ করে ভুল গুলো ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ।

ছেলেমানুষ_ › বিস্তারিত পোস্টঃ

হয়ত ভালবাসা থাকবে হয়ত থাকবে না

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২৩

তোমাকে কেমন অদ্ভুতভাবে হারিয়ে ফেললাম, তাই না?
এত এত মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া একজন কে
কখনো কি খুঁজে পাবো আবার?
কেউ কি পায় কখনো?

সেদিন রাতের বেলা অনেক মন খারাপ করে বসেছিলাম।
পৃথিবীর উপর রাগ হচ্ছিল অনেক,
আমার এত মন খারাপ, তবু
পৃথিবীটা কেন ধংস হয়ে যাচ্ছে না!

আমার এত মন খারাপ তবু পাশের রাস্তায়
হিন্দি গান বাজাচ্ছিল জোরে।
আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছিল
‘তোমরা সবাই চুপ কর, আমার কিচ্ছু ভাল্লাগছে না!’

আমি যদি তোমার বাসার সামনে দাঁড়িয়ে
চিৎকার করে তোমার নাম ধরে ডাকি,
তোমার কি অনেক রাগ হবে?
পাড়ার মাস্তান ছেলেগুলো হয়ত ঘাড় ধাক্কা দিয়ে
রাস্তায় ফেলে দেবে আমায়,
তোমার কি অনেক কষ্ট হবে?
যদি তোমার বাবার নালিশে পুলিশ এসে
ধরে নিয়ে যায় থানায়,
তুমি কি আসবে আমায় ছাড়িয়ে নিতে?

তোমায় একটা গল্প ছিল বলার, বলা হল না
একটা কবিতা ছিল দেওয়ার, দেওয়া হল না
জীবনে অনেক কিছুই বাকি থাকে,
এগুলোও থাকবে বাকি।

আবার কি আমাদের দেখা হবে?
তোমার সাথে আমার, আমার সাথে তোমার?

হয়ত হবে হয়ত হবে না
হয়ত কোন বৃষ্টিভেজা বিকেলবেলায়
তোমায় দেখে বলব,
‘আরে কেমন আছ তুমি? সব ভাল?’
হয়ত কোন রেলস্টেশনে হঠাৎ
আমার পিঠে কেউ হাত রেখে বলবে,
‘কত দিন পর দেখা! অনেক শুকিয়ে গ্যাছো তুমি’
হয়ত বলবে হয়ত বলবে না
হয়ত ভালবাসা থাকবে হয়ত থাকবে না।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪০

নিলু বলেছেন: ভালো , লিখে যান

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: দুঃখবিলাসী মনে হচ্ছে কবিকে

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৯

বাড্ডা ঢাকা বলেছেন: দারুন লেখেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.