নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেনিআসহকলা

সবাইকে শুভেচ্ছা।

শফিক আলম

মানুষকে বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস রেখেই কাজ করতে চাই।বাস্তবের ভিতরে বসবাস করতে ভালবাসি। কল্পনা করতে ভাল লাগে, কিন্তু বাস্তবকে ভুলে নয়। সততা বলতে আংশিক বুঝি না, পুরোটাই বুঝতে চাই। প্রকৃতির মাঝে শান্তি এবং স্বস্তি দু\\\'টোই খুজে পাই। নারীর প্রতি আকর্ষন আছে তবে উন্মাদনা নেই। বয়সকে অনেক ক্ষেত্রেই বাধা মনে করি না। লিখতে ভালবাসি, কবিতা-গল্প, যা কিছু। চারটে বই প্রকাশ করেছি নিজ উদ্যোগে। প্রতিভা নেই, শখ আছে। অনেক কিছুই করতে ইচ্ছে করে, পারি না কেন বুঝি না।

শফিক আলম › বিস্তারিত পোস্টঃ

তামিম-এর প্রিয় শট এবং.....

৩১ শে জুলাই, ২০১৫ সকাল ১১:০৫

ঢাকা টেস্ট শুরুর আগে তামিম বলেছিলেন যে তিনি তার প্রিয় শটগুলো খেলবেনই। একজন টেস্ট খেলুয়ে খেলোয়ার যদি এই বলে তা'হলে বুঝতে হবে তাকে টেস্ট ম্যাচে রাখা উচিত কিনা। তিনি তার যথাবিহিত শট খেলেছেন এবং খেসারত দিয়েছেন। যে শটটা তিনি খেলেছেন কোন টেস্ট প্লেয়ারই খেলবেন না। খেলাটা কি তার নিজের নাকি দেশের? রেকর্ড ঘেটে দেখা যাবে তার খেলার কোন ধারাবাহিকতা নেই। প্রিয় শটগুলো যখন তিনি খেলবেনই তখন তাকে শুধু টি-২০তেি রাখা হোক।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১৪

যোগী বলেছেন:
তামিম কে দল থেকে বাদ দেয়া খুবই উচিৎ। সে শুধু খেলে তার চাচার ক্ষমতা বলে।

৩১ শে জুলাই, ২০১৫ সকাল ১১:২৩

শফিক আলম বলেছেন: ১০০% সহমত। কিন্তু মুস্কিল হলো মিডিয়াও ব্যাপারটা বুঝতে পারছে না মনে হয়।

২| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ১১:২৬

যোগী বলেছেন:
অধিকাংশ ম্যাচেই তামিমের কোন কাজ থাকেনা শুধু বুকটান করে একটু আধটু ফিল্ডিং করা ছাড়া।

৩| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৬

এস কাজী বলেছেন: জী ভাই ঠিক বলেছেন। তামিম কালা পারেনা। গত ৪ মাস ধরে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক প্লেয়ার টা কালা পারা না। হ্যাঁ তামিম চাচার জোরে খেলে। কৃষ্ণ করলে লীলা হয় আর তামিম করলে চাচার জোর হয়। আপনাদের মত ছাপোতাররা আছে বলেই ক্রিকেটটা আজও মানুষ উপভোগ করে। একটা শটের কারনে যদি খেলোয়াড় বাদ দিতে হয় তাহলে প্রতি ম্যাচে বাংলাদেশ দলে ১১টি পরিবর্তন আনতে হবে।

৪| ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৬

অদৃশ্য যোদ্ধা বলেছেন: ১৫ সালের সেরা ওপেনারদের তালিকাটা একটু দেখুন। তামিম চাচার জোরে পাকিস্তানের সাথে ডাবল শতক করে, তামিম চাচার জোরে পাকিদের সাথে টানা দুটি শতক করে, গত টেস্টের ১ম ইনিংসেও তো চাচার জোরে ৫০ করলো। ভাইয়া গত ১৭ ইনিংসে বিশ্বের সেরা ব্যাটসম্যান বিারাট কোহলি, ব্যান্ডন ম্যাককালাম ও হাসিম আমলাদের পরিসংক্যান ও তামিমের পরিসংখ্যানটা দেখুন । তামিম যদি চাচার জোরে খেলে তারা কার জোরে খেলে?????????

৫| ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫৫

শফিক আলম বলেছেন: তামিম জিন্দাবাদ। আপনিও জিন্দাবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.