নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতায় বিশ্বাসী । পড়তে ভালোবাসি ।

সবুজ।

বাস্তবতায় বিশ্বাসী ।

সবুজ। › বিস্তারিত পোস্টঃ

কোমলতা না ইসলাম বিদ্বেষ ?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২২

কোমল রিদয় ও কোরবানির পশু জবাই ☞
মুসলিম দের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আযহা । কিন্তু হঠাৎ করে পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় বৃহওম মুসলিম দেশ বাংলাদেশের কিছু মুসলিম নামধারী দের রিদয় কোমল হয়ে গেছে । কিছু দিন যাবত ব্লগ , ওয়েবসাইট ও ফেসবুকে কোমল মতি পশু প্রেমিকদের পোস্ট লক্ষনীয় । যদিও এখনও পর্যন্ত কোন দৈনিক পএিকায় দেওয়ার সাহস পায়নি !
তবে একটি বিষয় আমার বোধগম্য নয়! তাহলো গত কয়েক বছর ধরে বাংলাদেশের কিছু লোকের রিদয় কেন এতো কোমল হয়ে গেল ? নাকি কোমল হওয়ার পিছনে অন্য কোন কারণ কাজ করে ? একি ইসলাম বিদ্বেষ না অন্য কিছু ? যাহোক সেই দিকে যাবোনা !
তারপর ও কিছু কথা তাদের উদ্দেশ্য না বললেই নয় !
☞☞☞যখন পিলখানার ৬০জন অফিসার কে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছিল ! তখন কিন্তু এই কোমল মতি পশু প্রেমিক দের রিদয় কাঁদেনি !
☞☞☞যখন হেফাজতের যৌক্তিক আন্দোলনে নিরীহ ধর্ম প্রান মানুষ কে হত্যা করা হয়েছিল ! তখন ও এই পশু প্রেমিক দের কোমল রিদয় কাঁদেনি !
☞☞☞পুরো দেশে দলীয় সস্ত্রাসীরা যখন বহু মা ও বোনের ইজ্জত লুষ্ঠন করছে ! তখন ও পশু প্রেমিক দের কোমল রিদয় কাঁদেনি !
☞☞☞যখন নিরীহ ছাত্রদের হত্যার পর চোখ উপড়ানো লাস পাওয়া গেছে তখন ও এদের রিদয় কাঁদে নি।
☞☞☞যখন সারা দেশে গুম ও খুনের উৎসব চলছে ! তখন ও এদের কোমল রিদয় একটু কাঁদেনি !
☞☞☞যখন নিরীহ ইসলামী ব্যক্তিদের হত্যা করা হয়েছে ! তখন ও এদের রিদয় একটু কাঁদেনি !
বরং তাদের হত্যার জন্যে তারা যা করার তা করেছে !
এবং হত্যার পর তারা মিষ্টি বিতরণ করে ;তারা যে পশুর চেয়ে ও নিকৃষ্ট তা প্রমাণ করেছে !
তাই সেই সব লোকদের বলছি আপনি পশু প্রেমের মাধ্যমে মূলত কি বুঝাতে ছাচ্চেন ? ইসলাম বিদ্বেষীতা না কোমলতা !
"মূলত যারা কোমলতা দেখাচ্ছেন " তারা একবার চিন্তা করুন আপনি কোমলতা দেখাচ্ছেন ? না ইসলাম সম্পর্কে বিদ্বেষ ছড়াচ্চেন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.