![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ প্রকার ব্যক্তি ইবলিসের চরম শত্রু ******
১, নবী - রাসূল (আ)।
২,আমলকারী আলেম।
৩,আমলকারী কোরআনের হাফেজ।
৪,যে দৈনিক পাঁচবার আজান দেয়।
৫,ইয়াতীম ও মিসকীনদের সহায়তাকারী।
৬,যিনি বিনীত ও বিনয়ী।
৭,হালল রুজী ভক্ষণ কারী।
৮,এই যুবক যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য বন্ধুত্ব করে।
৯,যে জামায়াতে নামাজ পড়ে ।
১০,যে রাতে এক তৃতীয়াংশ সময়ে নামাজ পড়ে ।
১১,যার অন্তরে দয়ায় পরিপূর্ণ ।
১২,খারাপ কাজ থেকে যে নিজেকে বিরত রাখে ।
১৩,যে বিনিময় গ্রহণ ছাড়া নসীয়ত করে।
১৪,যে সবসময় ওজুর সাথে থাকে ।
১৫,দানশীল ব্যক্তি ।
১৬,সৎ চরিত্র বান ব্যক্তি ।
১৭,কুফর ছেড়ে ঈমান গ্রহণ কারী ব্যক্তি ।
১৮,বিধবা নারীকে সহায়তা কারী।
১৯,যে নির্জনে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে ।
২০, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ কারী ব্যক্তি ।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চমৎকার
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
অরুনি মায়া অনু বলেছেন: শয়তান যেমন এই লোকগুলোকে শত্রু মনে করে তেমনি এদেরকে প্রচণ্ড ভয়ও পায় |